PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২৩ ফেব্রুয়ারি ২০২৪



# ঝুঁকিপূর্ণ সব ভাষা সম্পর্কে সচেতনতা আরো জোরদারের জন্য জাতিসংঘ কোন সময়কালকে আদিবাসী জনগোষ্ঠীর ভাষা সংরক্ষণের কার্যক্রম দশক হিসাবে ঘোষণা করে?
উত্তর: 2022-20321

# সম্প্রতি ইসারায়েল কোন দেশের প্রসিডেন্টকে 'পার্সোনা নন গ্রাটা (অবাঞ্চিত)' ঘোষণা করেছে?
উত্তর: ব্রাজিরের প্রসিডেন্ট লুলা দা' সিলভা-কে।

# সম্প্রতি কোন দেশের জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তু বা কোয়েসায়ের সন্ধান পাওয়ার দাবি করেছে?
উত্তর: অস্ট্রেলিয়া।

# বিবিএস এর তথ্যমতে দেশের কত শতাংশ মানুষ ব্যাংকিং সেবার বাইরে রয়েছেন?
উত্তর: 51 দশমিক 50 শতাংশ।

# নারী টি-২০ বিশ্বকাপ-2024 কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: বাংলাদেশে।

# পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রীর নাম কী?
উত্তর: মরিয়ম নওয়াজ।

# বিশ্বের শক্তিশালী পাসপোের্ট সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: 102 তম (199টি দেশের মধ্যে)।

# সম্প্রতি ভারত কয়টি দেশে সরকারী পর্যায়ে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে?
উত্তর: 6 টি দেশে।

# সরকারের অষ্টম মহাপরিকল্পনায় 2025 সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি থেকে কত শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হবে?
উত্তর: 10 শতাংশ।

# গত এক দশকে রাজস্ব আদায় বেড়েছে কয় গুণ?
উত্তর: আড়াই গুণ।

# গাজায় ইসরায়েলি গণহত্যার অভিযোগে আইসিজেতে যুক্তিতর্ক উপস্থাপন করবে কয়টি সংস্থা?
উত্তর: তিনটি সংস্থা।

# গত এক দশকে দেশে জিডিপি বেড়েছে কয় গুণ?
উত্তর: চার গুণ।

# এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ-2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: তেহরান, ইরান।

# পরবর্তী 40 বছর কোন অঞ্চল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রানীতির ভবিষ্যৎ হতে যাচ্ছে?
উত্তর: পূর্ব এশিয়া।

# 2050 সালের মধ্যে শুধু জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ কত শতাংশ জিডিপি হারাবে?
উত্তর: 2 শতাংশ (2100 সালের মধ্যে হারাবে ৭ শতাংশ)।

# বর্তমানে বাংলাদেশে দিনে কতটুকু গ্যাস আমদানির সক্ষমতা রয়েছে?
উত্তর: 110 কোটি ঘনফুট।

# সম্প্রতি জাপানি বিজ্ঞানীদের তৈরি করা কাঠের কৃত্রিম উপগ্রহের নাম কী?
উত্তর: লিগনোস্যাট।

# বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়সীম কত?
উত্তর: (2020-2025) সাল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!