PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১৮ ফেব্রুয়ারি ২০২৪



# আইএমএফ এর তথ্যানুযায়ী, বিশ্বের শীর্ষ ধনী দেশ কোনটি?
উত্তরঃ লুক্সেমবার্গ।

# প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হয় কত তারিখ?
উত্তরঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ (মিউনিখ, জার্মানি)।

# সম্প্রতি কোন দেশ নতুন প্রজন্মের (এইচ-৩) রকেট উৎক্ষেপণ করেছে?
উত্তরঃ জাপান।

# সম্প্রতি কোন দেশে প্রায় এক লক্ষ বছর আগের মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে?
উত্তরঃ উত্তর আফ্রিকার দেশ মরক্কোয়। (প্রায় ৮০টি পদচিহ্ন পাওয়া গেছে)

# মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী কতটি প্রস্তাব তুলে ধরেছেন?
উত্তরঃ ছয়টি প্রস্তাব।

# সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবলে সেরা খেলোয়ার পুরস্কার জয়ী কে?
উত্তরঃ সাগরিকা (বাংলাদেশ)।

# মিউনিক সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি কত ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ?
উত্তরঃ ১.৫ ডিগ্রি।

# IMF এর তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গের মাথাপিছু আয় কত?
উত্তরঃ ১ লাখ ৪০ হাজার ৩১২ ডলার।

# লোহিত সাগর ও আরব সাগরের মধ্যে সংযোগকারী বাব এল-মান্দেব প্রণালির প্রশস্ততা কত?
উত্তর: ১৭ নটিক্যাল মাইল।

# 'নিকেই (Nikkei)' কোন দেশভিত্তিক সংবাদমাধ্যম?
উত্তর: জাপান।

# চিকেন পক্স বা জলবসন্ত রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কী?
উত্তর: ভারিসেলা জস্টার (Varicella zoster)।

# সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৪-এ সেরা খেলোয়াড় হয়েছেন কে?
উত্তর: মোসাম্মত সাগরিকা (বাংলাদেশ)।

# রপ্তানিজাত পণ্যসমূহ আন্তর্জাতিকভাবে চিহ্নিতের জন্য কোন কোড ব্যবহৃত হয়?
উত্তর: H.S Code (Harmonized System Code)

# ২০০৬-২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ এইচএস কোডসমৃদ্ধ কয়টি নতুন পণ্য রপ্তানিতে যোগ করতে পেরেছে?
উত্তর: ৯ টি।
# ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ এ কোন দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া- কিউবা। (৬৫ বছর পর)

# বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনীসহ ৩৩০ জনকে ফেরত পাঠানো হয় কবে?
উত্তরঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪।

# বাংলাদেশ রেলওয়ের 'পর্যটন এক্সপ্রেস' ট্রেনটি কোন রুটে চলাচল করবে?
উত্তরঃ ঢাকা-কক্সবাজার রুটে।

# চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করা বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযানের নাম কী?
উত্তরঃ ওডিসিয়াস।

# বাংলাদেশে ব্যাংকাস্যুরেন্স চালু হবে কবে থেকে?
উত্তরঃ ১লা মার্চ, ২০২৪।

# ২০২৪ এ সমাজ সেবায় একুশে পদক পান কে?
উত্তরঃ জিয়াউল হক। (চাঁপাইনবাবগঞ্জ)
# বর্তমানে দেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা কতটি? উত্তরঃ ২৯টি।

# আইএমএফ (IMF) তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি?
উত্তরঃ লুক্সেমবার্গ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!