PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১৬ ফেব্রুয়ারি ২০২৪



# নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর কার্যক্রম শুরু হয় কখন?
উত্তর: ৪ ডিসেম্বর ২০২০।

# বর্তমানে ব্যাংকে স্বতন্ত্র পরিচালক হওয়ার সর্বনিম্ন বয়ক কত?
উত্তর: ৪৫ বছর।

# বর্তমানে ওয়ানডে আলরাউন্ডার এর শীর্ষ অবস্থান করছেন কে?
উত্তর: মোহাম্মদ নাবী।

# কাকে বাংলা সঙ্গীতের 'বাউল সম্রাট' হিসেবে সম্বোধন করা হয়?
উত্তর: শাহ আব্দুল করিম।

# স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন কোন দেশের চন্দ্রযান?
উত্তর: জাপান।

# ২০২৪ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: জার্মানি।

# বর্তমানে বাংলাদেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কতটি?
উত্তর: ২০৭টি।

# বর্তমানে কতটি দেশে কর্মী পাঠানোর ব্যবস্থা করেছে সরকার?
উত্তর: ১৬৮টি দেশে।

# ঢাকায় পরিত্যক্ত বাড়ির সংখ্যা কতটি?
উত্তর: ৬ হাজার ৩৭২টি।

# রাষ্ট্রায়ত্ত প্রধান ব্যাংকের মধ্যে খেলাপি ঋণের শীর্ষে রয়েছে কোন ব্যাংক?
উত্তর: অগ্রণী ব্যাংক (২৫.৮৯%)।

# ২০২৪ সালে কত জনকে ভাষা ও সাহিত্যে একুশে পদক প্রদান করা হয়েছে?
উত্তর: ৪ জনকে।

# কোন ক্ষেপণাস্ত্রকে ভ্লাদিমির পুতিন নতুন প্রজন্মের সমরাস্ত্র হিসেবে উল্লেখ করেছেন?
উত্তর: ৩এম২২ জিরকন ক্ষেপণাস্ত্র।

# জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশে প্রবাহমান নদীর সংখ্যা কতটি?
উত্তর: ৯৩১টি।

# জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভাসমান শহর বানাচ্ছে কোন দেশ?
উত্তর: মালদ্বীপ।

# বাংলাদেশের মোট রফতানির সেবা খাতের অবদান কত শতাংশ?
উত্তর: ১২ শতাংশ।

# দেশে বর্তমানে নাব্যতা হারিয়েছে এমন নদীর সংখ্যা কতটি?
উত্তর: ৩০৮টি।

# বাংলাদেশে উৎপাদিত ওষুধ বিশ্বের কতটি দেশে রপ্তানি হয়?
উত্তর: ১৫৭টি দেশে।

# মিউনিখ সিকিউরিটি সম্মেলনের ৬০তম আসর কবে শুরু হবে?
উত্তর: ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি, ২০২৪।

# বাংলাদেশের সেবা রফতানির শীর্ষ গন্তব্য দেশ-
উত্তর: যুক্তরাষ্ট্র (১৮% এর বেশি)।

# অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
উত্তর: অস্ট্রেলিয়া।

# বর্তমান বিশ্বের মোট ফ্রিল্যান্সারের মধ্যে বাংলাদেশের ফ্রিল্যান্সার কত শতাংশ?
উত্তর: প্রায় ১৪%।

# বাংলাদেশিদের ২০২২ এর তুলনায় ২০২৩ সালে বিদেশে ভ্রবণ প্রবণতা কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে?
উত্তর: ১৯৫ শতাংশ।

# নতুন চারটি পণ্যসহ বাংলাদেমের মোট জিআই পণ্যের সংখ্যা কতটি?
উত্তর: ২৮টি।

# বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: গাজী আশরাফ হোসেন।

# চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আহরণ হয়েছে-
উত্তর: ৮৭.৭০ শতাংশ।

# বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরমেটের নতুন অধিনায়ক কে?
উত্তর: নাজমুল হোসেরন শান্ত।

# অফ্রিকা কাপ অব নেশনসে চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর: আইভরি কোস্ট।

# কত ধরনের পাট পন্য রফতানি করে বাংলাদেশ?
উত্তর: ২৮২ ধরনের পণ্য।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!