PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১৪ ফেব্রুয়ারি ২০২৪



# জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর ২০২৩ সালের তথ্যমতে, বাংলাদেশের কত জনসংখ্যা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন?
উত্তরঃ ১ কোটি ৫৫ লাখ।

# বৈশ্বিক উষ্ণতার প্রভাব মোকাবিলায় কোন দেশ ভাসমান শহর নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে?
উত্তরঃ মালদ্বীপ।

# 'একুশে পদক-২০২৪' কত জনকে দেওয়া হবে?
উত্তরঃ ২১ জন।

# মিউনিখ সিকিউরিটি সম্মেলনের ৬০তম আসরের সময়কাল-
উত্তরঃ ১৬-১৮ ফেব্রুয়ারি, ২০২৪।

# বর্তমানে বাংলাদেশের পোশাক ও বস্ত্র খাতে পরিবেশবান্ধব কয়টি কারখানা রয়েছে?
উত্তরঃ ২০৭ টি (সর্বশেষ: নারায়ণগঞ্জের শাহ ফতেউল্লাহ টেক্সটাইলস মিলস)।

# বাংলাদেশের সেবা রফতানির শীর্ষ গন্তব্য দেশ-
উত্তরঃ যুক্তরাষ্ট্র (১৮% এর বেশি)।

# জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশে প্রবাহমান নদীর সংখ্যা কতটি?
উত্তরঃ ৯৩১টি।

# ২০২৪ সালে কত জনকে ভাষা ও সাহিত্যে একুশে পদক প্রদান করা হয়?
উত্তরঃ ৪ জন। [মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)]

# বিশ্বের তৃতীয় ও বাংলাদেশের প্রথম 'অমনি প্রসেসর' কোথায় উদ্বোধন করা হয়?
উত্তরঃ উখিয়া, কক্সবাজার।

# সম্প্রতি কোন দেশের আদালত ইসরায়েলে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে?
উত্তরঃ নেদারল্যান্ডস।

# বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক নির্বাচিত হয়েছেন কে?
উত্তরঃ গাজী আশরাফ হোসেন।

# বর্তমান বিশ্বের মোট ফ্রিল্যান্সারের মধ্যে বাংলাদেশের ফ্রিল্যান্সার কত শতাংশ?
উত্তরঃ প্রায় ১৪%।

# বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ল্যাপটপ কোনটি?
উত্তরঃ গ্যালাক্সি বুক ৪ (নির্মাণকারী প্রতিষ্ঠান- স্যামসাং)।

# ২০২৪ সালের 'ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল' কোনটি?
উত্তরঃ স্ট্রাসবার্গ, ফ্রান্স (২০২৫- রিও ডি জেনেরিও, ব্রাজিল)।

# বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরমেটের নতুন অধিনায়ক কে?
উত্তরঃ নাজমুল হোসেন শান্ত

# নতুন চারটি পণ্যসহ বাংলাদেশের মোট জিআই পণ্যের সংখ্যা কতটি?
উত্তরঃ ২৮টি।

# অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ-২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
উত্তরঃ অস্ট্রেলিয়া (রানার আপ- ভারত)।

# জি-৭ সম্মেলন ২০২৪ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ইতালি।

# বাংলাদেশ সরকার কবে দেশে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন করে?
উত্তরঃ ২০২৩ সালের ৩১ জানুয়ারি।

# দ্বাদশ জাতীয় সংসদে কতটি সংসদীয় কমিটি করা হয়েছে?
উত্তরঃ ৫০টি। (৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত, বাকি ১১টি অন্যান্য)

# 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন-২০২৪' এর খসড়া অনুযায়ী, সিটি করেপোরেশনের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বের কত দিনের মধ্যে নির্বাচন (ভোট) হবে?
উত্তরঃ ৯০ দিন (বর্তমান আইনে ১৮০ দিনের মধ্যে)।

# ঢাকা শহরে কত শতাংশ রাস্তা আছে প্রয়োজনের তুলনায়?
উত্তরঃ ৭ শতাংশ (২৫% এর জায়গায়)।

# সম্প্রতি কোন দেশের সামরিক বাহিনী প্রপ্তবয়স্কদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করেছে?
উত্তরঃ মিয়ানমার।

# ২০২৩ সালে বাংলাদেশের মোট প্রবাসী আয় কত ছিলো?
উত্তরঃ ২ হাজার ১৯০ কোটি ডলার। (প্রবৃদ্ধির পরিমাণ ৩ শতাংশ)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!