# 'প্রত্যয় ও প্রত্যাশা' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: আহমদ শরীফ। (জন্ম: ১৩ ফেব্রুয়ারি, ১৯২১)
# 'Bangladesh Unchained' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: সাহিত্যিক ও ভাষা সৈনিক গাজীউল হক। (জন্ম: ১৩ ফেব্রুয়ারি, ১৯২৯)
# বাংলাদেশিদের মধ্যে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বিদেশভ্রমণের প্রবণতা কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে?
উত্তর: ১৯৫ শতাংশ। (সূত্র: ভিএফএস গ্লোবাল)
# বাংলাদেশের মোট জিআই সনদপ্রাপ্ত পণ্যের সংখ্যা কয়টি?
উত্তর: ২৫ টি।
# ২০২৪ সালের জি-৭ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ইতালি।
# অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ-২০২৪ এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
উত্তর: অস্ট্রেলিয়া। (রানার্স আপ- ভারত)
# UNESCO কত তারিখকে বিশ্ব বেতার দিবস হিসেবে ঘোষণা করেন?
উত্তর: ১৩ ফেব্রুয়ারি।
# কত সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়া দিল্লিতে স্থানান্তর সম্পন্ন হয়?
উত্তর: ১৯৩১ সালে।
# দ্বাদশ জাতীয় সংসদে কতটি সংসদীয় কমিটি করা হয়েছে?
উত্তর: ৫০টি। (৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত, বাকি ১১টি অন্যান্য)
# ২০২৩ সালে বাংলাদেশের মোট প্রবাসী আয় কত ছিলো?
উত্তর: ২ হাজার ১৯০ কোটি ডলার। (প্রবৃদ্ধির পরিমাণ ৩ শতাংশ)
# বাংলাদেশ সরকার কবে দেশে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন করে?
উত্তর: ২০২৩ সালের ৩১ জানুয়ারি।
# বাংলাদেশের একমাত্র নৃতাত্তিক জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রাম।
# ইতালি বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে?
উত্তর: ১২ ফেব্রুয়ারি, ১৯৭২।
# মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতিকে ছিলেন?
উত্তর: আব্রাহাম লিংকন। (জন্ম: ১২ ফেব্রুয়ারি, ১৮০৯)
# কর্তব্যের জন্য কর্তব্য ধারাটির প্রবর্তক কে?
উত্তর: ইমানুয়েল কান্ট। (মৃত্যু:১৮০৪ সালের ১২ ফেব্রুয়ারি)
# 'রাফাহ বর্ডার ক্রসিং' কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
উত্তর: ফিলিস্তিনি এবং মিশর।
# দেশের সর্ববৃহৎ একক বাহিনী কোনটি?
উত্তর: বাংলাদেশ আনসার ও ভিডিপি।
# সম্প্রতি কোন দেশের আদালত ইসরায়েলে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে?
উত্তর: নেদারল্যান্ডস।
# ২০২৪ সালের 'ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল' কোনটি?
উত্তর: স্ট্রাসবার্গ, ফ্রান্স (২০২৫- রিও ডি জেনেরিও, ব্রাজিল)।
# কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে টেকসই জ্বালানি চালিত বা সবুজ জ্বালানির যাত্রীবাহী উড়োজাহাজ প্রথম যাত্রা শুরু করে কোন বিমানবন্দর থেকে?
উত্তর: হিথ্রো বিমানবন্দর (যুক্তরাজ্য)।
# বিশ্বের তৃতীয় ও বাংলাদেশের প্রথম 'অমনি প্রসেসর' কোথায় উদ্বোধন করা হয়?
উত্তর: উখিয়া, কক্সবাজার।
# মানবদেহে বসন্ত রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কী?
উত্তর: ভেরিওলা।
Daily আপডেট GK ১৩ ফেব্রুয়ারি ২০২৪
0