PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১২ ফেব্রুয়ারি ২০২৪



# সম্প্রতি কোন দেশের সামরিক বাহিনী প্রপ্তবয়স্কদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করেছে?
উত্তর: মিয়ানমার।

# 'For the Record' গ্রন্থটি কোন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর লেখা?
উত্তর: ডেভিড ক্যামেরন।

# বাজারে অর্থের প্রবাহ কমাতে আমদানি কমিয়ে আনা হয়ে কত শতাংশ?
উত্তর: ২১ শতাংশ।

# রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলের নাম কী?
উত্তর: ইউনাইটেড রাশিয়া।

# 'অর্ডার অব দ্য নাইল' কোন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান?
উত্তর: মিশর।

# ২০২৩ সালে বাংলাদেশের মোট প্রবাসী আয় কত ছিলো?
উত্তর: ২,১৯০ কোটি ডলার।

# সরকার কবে সর্বজনীন পেনশন ব্যবস্থার চালু করে?
উত্তর: ১৭ আগস্ট ২০২৩ সাল।

# বাংলাদেশের একমাত্র নৃতাত্তিক জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রাম।

# ঢাকা শহরে কত শতাংশ রাস্তা আছে প্রয়োজনের তুলনায়?
উত্তর: ৭ শতাংশ (২৫% এর জায়গায়)।

# জি-৭ সম্মেলন ২০২৪ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: ইতালি।

# UNFP এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের কত শতাংশ মেয়ের বিয়ে হয় ১৮ বছর পূর্ণ হওয়ার আগে?
উত্তর: ৫১ শতাংশ।

# বিশ্বসেরা প্রকৌশলীদের তালিকায় বাংলাদেশের কোন প্রকৌশলীর নাম প্রকাশ করা হয়?
উত্তর: অধ্যাপক ড. তাহের।

# কত সালের মধ্যে বাংলাদেশ সরকার বাল্যবিবাহ শূন্যে নামিয়ে আনার কথা বলেছেন?
উত্তর: ২০৪১ সাল।

# জাতিসংঘের কততম অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সর্বসম্মতভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়?
উত্তর: ৬৫তম অধিবেশনে।

# কতভাগ দরিদ্র্য মানুষের সমপরিমান কার্বন নিঃসরণ করছে মাত্র ১ ভাগ ধনী?
উত্তর: ৬৬ ভাগ।

# দেশে কয়টি বেসরকারি কোম্পানি ১০টি রোগের টিকা উৎপাদন করছে?
উত্তর: ৩টি কোম্পানি।

# 'ঘুমঘুম' সীমান্ত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তর: বান্দরবান।

# বাংলাদেশে জিআই আইন পাস হয় কত সালে?
উত্তর: ২০১৩ সালে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!