# জানুয়ারি মাসে দেশের মোট পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধির পরিমাণ কত?
উত্তর: 11.45 শতাংশ।
# BBS এর তথ্যমতে দেশে কোন রোগে মানুষের বেশি মৃত্যু ঘটে?
উত্তর: হৃদরোগে (মোট মৃত্যুর 21 শতাংশ)।
# দেশের অর্থনীতির গতিশীলতা নির্ণয়ে সম্প্রতি কোন সূচক চালু হতে যাচ্ছে?
উত্তর: পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) সূচক।
# সীমান্তে নিরাপত্তা ও মিত্রদের সহায়তায় কত ডলারের বিল করেছে যুক্তরাষ্ট্র?
উত্তর: 118 বিলিয়ন ডলার।
# সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক হিসাবে দায়িত্ববার গ্রহণ করেন কে?
উত্তর: মেজর জেনারেল মহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
# নামিবিয়ার নতুন প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: নাঙ্গোলা এমবুম্বা।
# ২০২৪ সালে 'জি-৭ (G-7)' এর ৫০তম সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ইতালি (ভেন্যু: ফাসানো, পুগলিয়া)।
# বিশ্বসেরা প্রকৌশলীদের তালিকায় বাংলাদেশের কোন প্রকৌশলীর নাম প্রকাশ করা হয়?
উত্তরঃ অধ্যাপক ড. তাহের। (তিনি জৈব রোবট নিয়ে গবেষণা করেন)
# ন্যাটোর বর্তমান মহাসচিবের নাম কী?
উত্তরঃ জেন্স স্টলটেনবার্গ।
# বর্তমানে দেশের কয়টি বেসরকারি কোম্পানি ১০টি রোগের টিকা উৎপাদন করছে?
উত্তরঃ ৩টি (ইনসেপ্টা, পপুলার ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল)
# 'ইউএনএফপি' এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের কত শতাংশ মেয়ের বিয়ে হয় ১৮ বছর পূর্ণ হওয়ার আগে?
উত্তরঃ ৫১ শতাংশ। (যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ)
# সংবিধান থেকে 'ধর্মনিরপেক্ষ' শব্দটি বাদ দিতে সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্টে মামলা দাখিল করা হয়েছে?
উত্তরঃ ভারত।
# গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন নাম কি?
উত্তরঃ Gemini (পূর্বনাম: গুগল বার্ড)
# টিকিটের আয়ে মেট্রোরেল প্রকল্পের বিনিয়োগ উঠতে কত বছর সময় লাগবে?
উত্তরঃ ৪৫ বছর।
# সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষার তথ্যানুযায়ী, দেশের মোট বাণিজ্যিক জ্বালানির কত শতাংশ প্রাকৃতিক গ্যাস পূরণ করে?
উত্তরঃ ৫৯ শতাংশ।
# আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কান হিসাবে প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন কে?
উত্তরঃ পাথুম নিশাঙ্কা (বিপক্ষ: আফগানিস্তান)।
# বর্তমানে দেশে কতটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে?
উত্তরঃ ৩৭টি। (বেসরকারি-৬৭টি)
# সরকারি হিসেবে বাংলাদেশে বর্তমানে কতজন বিদেশি নাগরিক কর্মসংস্থান ভিসায় কর্মরত আছেন?
উত্তরঃ ১৪,৩৯৯ জন। [ব্যবসা ও বিনিয়োগ ভিসায় ১০,৪৮৫ জন]
# বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য কতজন?
উত্তরঃ ৪ জন
# ২০২৪ সালে বিপিএলের ১০ম আসরে প্রথম প্রথম সেঞ্চুরি করেন কে?
উত্তরঃ তাওহিদ হৃদয়
# গুগল বার্ডের নাম পরিবর্তন করে রাখা হয়েছে-
উত্তরঃ বার্ড জেমিনি।
# বর্তমানে দেশের অনুমোদিত বিশ্ববিদ্যালয় সংখ্যা কতটি?
উত্তরঃ ১৬৯টি। (৫৫টি সরকারি ও ১১৪টি বেসরকারি)
# পাকিস্তানে এককভাবে সরকার গঠনের জন্য জাতীয় পরিষদের মোট কয়টি আসন প্রয়োজন?
উত্তর: ১৩৪ টি (মোট আসন- ২৬৬ টি)।
# সাহিত্য, শিল্প, সংস্কৃতি বিষয়ক বাংলা মাসিক পত্রিকা 'কালি ও কলম' প্রথম প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ২০০৪ সালে।
# ভারতের সংবিধানে 'সমাজতান্ত্রিক' ও 'ধর্মনিরপেক্ষ' শব্দ দুটি সংযুক্ত হয় কত সালে?
উত্তর: ১৯৭৬ সালে (৪২তম সংবিধান সংশোধনীতে)।
# ২০২৪ সালে 'জি-৭ (G-7)' এর ৫০তম সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: ইতালি (ভেন্যু: ফাসানো, পুগলিয়া)।
# অর্ডার অব দ্য নাইল' কোন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান?
উত্তর: মিশর।
# 'For the Record' স্মৃতিকথামূলক গ্রন্থটি কোন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেছেন?
উত্তর: ডেভিড ক্যামেরন।
# পদার্থের চতুর্থ অবস্থা 'প্লাজমা'-এর সবচেয়ে বড় উৎস কোনটি?
উত্তর: সূর্য।
# বৃক্কের অবতল অংশের ভাঁজকে কী বলে?
উত্তর: হাইলাম।
# রক্ত থেকে পরিস্রত তরল কী নামে পরিচিত?
উত্তর: আল্ট্রাফিলট্রেট।