PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১০ ফেব্রুয়ারি ২০২৪



# বাংলাদেশ বর্তমানে কত সালের ভিসা-নীতি কার্যকর রয়েছে?
উত্তর: ২০০৬ সালের।

# সরকারি হিসেবে বাংলাদেশে বর্তমানে কতজন বিদেশি নাগরিক কর্মসংস্থান ভিসায় কর্মরত আছেন?
উত্তর: ১৪,৩৯৯ জন। [ব্যবসা ও বিনিয়োগ ভিসায় ১০,৪৮৫ জন]

# ২০২৩-২৪ অর্থবছরে মোট কত টাকার বাজেট ঘোষণা করা হয়?
উত্তর: ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

# 'রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস'- এই ত্রয়ী মহাকাব্যের রচয়িতা কে?
উত্তর: নবীনচন্দ্র সেন। (জন্ম: ১০ জানুয়ারি, ১৮৪৭)

# বর্তমানে দেশের অনুমোদিত বিশ্ববিদ্যালয় সংখ্যা কতটি?
উত্তর: ১৬৯টি। (৫৫টি সরকারি ও ১১৪টি বেসরকারি)

# বর্তমানে দেশে কতটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে?
উত্তর: ৩৭টি। (বেসরকারি-৬৭টি)

# জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে?
উত্তর: ১০ ফেব্রুয়ারি, ১৯৭২।

# কোন বিজ্ঞানী সর্বপ্রথম ফিশন বিক্রিয়া আবিষ্কার করেন?
উত্তর: জার্মান রসায়নবিদ অটোহান এবং স্ট্রেসম্যান। (১৯৩৮ সাল)

# 'বনফুল' কোন সাহিত্যিকের ছদ্মনাম?
উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়। (তিনি ১৯৭৯ সালের ৯ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন)

# বাংলাদেশ রাইস রিচার্স ইন্সটিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: গাজীপুর।

# কত সালে মাওলানা ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৭ সালে।

# প্লাস্টিক পণ্য রপ্তানিতে কত সাল পর্যন্ত ১০ শতাংশ নগদ প্রণোদনা সহায়তা চান বিপিজিএমইএ?
উত্তর: ২০২৬ সাল।

# দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ চালিত বাইসাইকেল (ই-বাইক) উৎপাদন শুরু করেছে কোন প্রতিষ্ঠান?
উত্তর: আরএফএল।

# প্রখ্যাত সাহিত্যিক ফিওদোর দস্তয়েভস্কি কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: রাশিয়া। (মৃত্যু: ৯ ফেব্রুয়ারি, ১৮৮১)

# সিঙ্গাপুরভিত্তিক দুই প্রতিষ্ঠান থেকে কী পরিমাণ এলএনজি আমদানি করছে বাংলাদেশ সরকার?
উত্তর: ৩ কার্গো (মোট ব্যায়- ১ হাজার ২৭৪ কোটি ১২ লাখ টাকা)

# ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এর তথ্য অনুযায়ী ইতিহাসের উষ্ণতম জানুয়ারি মাস ছিলো -
উত্তর: ২০২৪ সালে।

# 'আমি কিংবদন্তির কথা বলছি' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ। (জন্ম: ৮ ফেব্রুয়ারি, ১৯৩৪)

# টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ঘোষণা করেছে কোন মন্ত্রণালয়?
উত্তর: শিল্প মন্ত্রণালয়।

# বর্তমানে বাংলাদেশের সাথে ইউরোপের কী পরিমাণ অর্থমূল্যের বাণিজ্য রয়েছে?
উত্তর: ২৪ বিলিয়ন ইউরো। (সূত্র: EU)

# বর্তমানে বিশ্বে ক্রিপ্টোকারেন্সির বাজারের আনুমানিক মূল্য কত?
উত্তর: প্রায় ১.৯০ লক্ষ কোটি ডলার।

# আনুষ্ঠানিকভাবে গুগল ম্যাপের যাত্রা শুরু হয় কত সালে?
উত্তর: ২০০৫ সালে।

# আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে?
উত্তর: জন ভন নিউম্যান। (তিনি ১৯৫৭ সালের ৮ ফেব্রুয়ারি মারা যান)

# প্রখ্যাত ঔপন্যাসিক, কবি ও নাট্যকার জুল ভার্ন কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: ফ্রান্স। (তিনি ১৮২৮ সালের ৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন)

# বর্তমানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) রপ্তানিতে শীর্ষে রয়েছে কোন দেশ?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!