PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ৩১ জানুয়ারি ২০২৪



# EPB এর তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে পণ্য রপ্তানি হয়েছে কত কোটি ডলারের?
উত্তর: ৫,৫৫৬ কোটি ডলার।

# ট্রান্সপরেন্সি ইন্টারন্যাশনাল এর তথ্যমতে, শীর্ষ দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১০ম (১৮০টি দেশের মধ্যে)।

# ট্রান্সপরেন্সি ইন্টারন্যাশনাল এর তথ্যমতে, দুর্নীতির ধারণা সূচকে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তর: সোমালিয়া।

# ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর তথ্যমতে, দুর্নীতির ধারণা সূচকে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তর: ডেনমার্ক।

# মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো, 'ওয়্যারলেস ব্রেইন' স্থাপন করেছে কোন প্রতিষ্ঠান?
উত্তর: নিউরালিংক (ইলন মাস্কের প্রযুক্তি প্রতিষ্ঠান)।

# ড. শিরীন শারমিন চৌধুরী কতবারের মতো সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন?
উত্তর: ৪র্থ বারের মতো।

# স্থলবন্দর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী দেশে স্থলবন্দরের সংখ্যা কতটি?
উত্তর: ২৪টি।

# দেশে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে কতটি তফসিলি ব্যাংক?
উত্তর: ৬১টি ব্যাংক।

# বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কতটি?
উত্তর: ৩৭ জন।

# ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা নির্বঅচিত হয়েছে কোনটি?
উত্তর: দ্য কর্ড অব লাইফ।

# বর্তমানে দেশে স্থানীয় পর্যায়ে গ্যাস উত্তোলনের নিয়োজিত সরকারি কোম্পানি কতটি?
উত্তর: তিনটি।

# ২০২২-২৩ অর্থবছরে দেশে এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে কত কোটি টাকা?
উত্তর: প্রায় ৩২ হাজার কোটি টাকা।

# সম্প্রতি যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের চুক্তি করেছে কোন দুটি দেশ?
উত্তর: ভারত ও ফ্রান্স।

# বাংলাদেশ সরকার কত সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে?
উত্তর: ২০৩০ সাল।

# কোন কোন পণ্যে শুল্ক হ্রাসের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা?
উত্তর: চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর।

# বৈশ্বিক বিদ্যুৎ এর কত শতাংশ আসে পারমাণবিক বিদ্যুৎ থেকে?
উত্তর: প্রায় ১০ শাতাংশ।

# ইসরায়েলের সবচেয়ে বড় মানবাধিকার সংগঠনের নাম কী?
উত্তর: বেইতসালেম।

# বিশ্বের শীর্ষ ধনীর নাম কী?
উত্তর: বার্নার্ড আর্নল্ট (ফ্রান্স)।

#দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতা হয়েছেন কে?
উত্তর: জি এম কাদের।

# বাংলাদেশের কোন জাতের কচ্ছপকে লাল তালিকাভুক্ত করেছে IUCN -
উত্তর: অলিভ রিডলে।

# বাংলাদেশে কত প্রজাতির সামুদ্রিক কচ্ছপ দেখা যায়?
উত্তর: পাঁচ প্রজাতির।

# সম্প্রতি চীন কোন দেশের সাথে ভিসামুক্ত যাতায়াত চুক্তিতে সই করেছেন?
উত্তর: থাইল্যান্ড।

# সম্প্রতি নতুন প্রজন্মের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালায় কোন দেশ?
উত্তর: উত্তর কোরিয়া।

# ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণসহায়তা দিচ্ছে জাতিসংঘের কোন আন্তর্জাতিক সংস্থা?
উত্তর: UNRWA.

# ২০২৩ সালে ডেঙ্গুরোগে সবচেয়ে বেশি আক্রান্তকারী দেশ কোনটি?
উত্তর: ব্রাজিল।

# ইরানের উৎক্ষেপণ করা নতুন তিনটি স্যাটেলাইটের নাম হচ্ছে-
উত্তর: মাহদা, কেহান-২ ও হাতেফ।

# বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরীর নাম কী?
উত্তর: আইকন অব দ্য সিজ।

# অস্ট্রেলিয়া ওপেন টেনিসের পুরুষ একক চ্যাম্পিয়ন কে?
উত্তর: ইয়ানিক সিনার (ইতালি)।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.