PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০৮ জানুয়ারি ২০২৪



# এয়ারহেল্পের ২০২৩ সালের জপির অনুযায়ী, বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি?
উত্তর: ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দর।

# সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নাম কী?
উত্তর: প্যান্টোইয়া টেগোরি।

# প্রথম বাংলাদেশি হিসাবে।CC'র মাসসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হন কে?
উত্তর: নাদিয়া আক্তার।

# ২০২৪ সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি?
উত্তর: স্ট্রাসবার্গ, ফ্রান্স।

# নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রি কে?
উত্তর: ক্রিস্টোফার লুক্সন।

# বর্তমানে দেশে পল্লী উন্নয় একাডেমি কয়টি?
উত্তর: ৪টি।

# বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন চুল্লি চালু করে কোন দেশ?
উত্তর: জাপান (নাম: JT-60SA)।

# বর্তমানে দেশে মোট কয়টি পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে?
উত্তর: ৪ টি।

# ২০২৫ সালে ৩০তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩০) কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ব্রাজিল (কপ-২৯: আজারবাইজান)।

# অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: ভিনসন ম্যাসিফ।

# শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কয়টি?
উত্তর: ৬২ টি।

# পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোন শহরে দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টি ঝরানো হয়?
উত্তর: লাহোর।

# জাতিসংঘ কোন সালকে Year of International Camelids' ঘোষণা করে?
উত্তর: ২০২৪ সাল।

# সম্প্রতি ইউক্রেনীয় পার্লামেন্ট কোন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে?
উত্তর: বেলারুশ।

# ইন্টারপোলের সর্বশেষ সদস্যপদ লাভ করে কোন দেশ?
উত্তর: পালাউ (১৯৬ তম)।

# বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: মিয়ানমার (পূর্বে ছিল- আফগানিস্তান)।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!