PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ৩ জানুয়ারি ২০২৪



# ইপিবি এর তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথমার্ধ্যে মোট কত কোটি ডলারের রপ্তানি হয়েছে?
উত্তর: ২,৭৫৪ কোটি ডলার।

# লোহিত সাগরে শিপিং নিরাপদ করতে অপারেশন 'Prosperity Guardian' লঞ্চ করেছে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র।

# ঢাকা - কক্সবাজার রেলপথে চালু হওয়া নতুন আন্তঃনগর ট্রেনটির নাম কী?
উত্তর: পর্যটক এক্সপ্রেস।

# জনপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক 'আইজ্যাক অসিমড' কোন দেশোর নাগরিক?
উত্তর: যুক্তরাষ্ট্র।

#টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাটট্রিক করেন কোন বোলার?
উত্তর: অলক কাপালী।

# বাতাসের মান সূচক কত হলে তা' অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়?
উত্তর: ১৫১-২০০।

# লোহিত সাগরে প্রেরিত ইরানের যুদ্ধজাহাজের নাম কী?
উত্তর: আলবোর্জ।

# ২০২৩ সালে দেশে মোট কী পরিমাণ প্রবাসী আয় এসছে?
উত্তর: ২,১৯০ কোটি ডলার।

# 'মোসাদ' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
উত্তর: ইসরায়েল।

# আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয়?
উত্তর: ১৯৬৮ সালে। (মামলা দায়ের করা হয় ৩ জানুয়ারি, ১৯৬৮ সালে)

# 'আমার পণ' কবিতার লেখক কে?
উত্তর: মদনমোহন তর্কালঙ্কার। (জন্ম: ৩ জানুয়ারি, ১৮১৭)

# বাংলার 'হাতেম তাই' বলা হয় কাকে?
উত্তর: হাজী মুহম্মদ মুহসীন। (জন্ম: ৩ জানুয়ারি, ১৭৩২)

# ঢাকার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৫২ সালে।

# ২০২৩ সালে দেশে মোট কী পরিমাণ প্রবাসী আয় এসেছে?
উত্তর: ২ হাজার ১৯০ কোটি ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)

# চলতি অর্থবছরের প্রথমার্ধে মোট কত কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে?
উত্তর: ২,৭৫৪ কোটি ডলার। (সূত্র: ইপিবি)

# 'এক্সপোস্যাট' কী?
উত্তর: ভারতের প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহ যা কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করবে।

# 'সিলেট' জেলার নামকরণ করেন কে?
উত্তর: হযরত শাহ্ জালাল (রঃ)।

# দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কতজন শিশুকে তাদের মাতৃভাষায় পাঠ্যবই দেওয়া হয়েছে?
উত্তর: প্রায় ৯ হাজার।

# সম্প্রতি যুক্তরাষ্ট্রের উৎক্ষেপণকৃত রোবটিক স্পেসপ্লেনের নাম কী?
উত্তর: এক্স-৩৭বি।

# সম্প্রতি বাংলাদেশ ব্যাংক 'ল্যান্ডার অব দ্য লাস্ট রিসোর্ট' নামক সুবিধায় কয়টি ব্যাংকে টাকা ধার দেয়?
উত্তর: ৭টি ব্যাংক।

# ব্ল্যাক হোল রহস্য উদঘাটনে ইসরো কোন রকেট প্রেরণ করেছে?
উত্তর: এক্সপোস্যাট।

# সম্প্রতি জাপানে কত মাত্রায় ভূমিকম্প হয়েছে?
উত্তর: ৭.৬ মাত্রায় (৯০ মিনিটে ২১ টি ভূমিকম্প)।

# বর্তমানে দেশে GI সনদ পাপ্ত পণ্যের সংখ্যা কতটি?
উত্তর: ২১ টি (একুশ টি)।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!