Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০৬ জানুয়ারি ২০২৪



# কাতারে যুক্তরাষ্ট্রের কোন সামরিক ঘাঁটিতে পুনরায় দশ বছরের জন্য সামরিক উপস্থিতির মেয়াদ বাড়াতে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে?
উত্তর: আল উদিদ বিমানঘাঁটি।

# ২০২৩ সালে এলএনজি রপ্তানিতে শীর্ষ অবস্থান করেছে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র।

# ইসরায়েলে হামাসের হামলার পর ইসরায়েলে ঘোষিত গুপ্তহত্যা মিশনের প্রথম শিকার হলেন কে?
উত্তর: সালেহ আল-আরৌরি।

# বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত সর্বমোট উদ্ভাবিত গমের জাত কতটি?
উত্তর: ৩৭টি।

# বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কত সালে স্বাধীনতা পরস্কার লাভ করে?
উত্তর: ২০২২ সালে।

# ২০২৪ সালে G7'র চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: জার্জিয়া মেলোনি (ইতালি)।

# কাজী নজরুল ইসলাম-এর বিখ্যাত বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: বিজলী পত্রিকায়।

# ১ম বাংলাদেশি নারী হিসেবে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সহকারী টেনিস রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে?
উত্তর: মাসফিয়া আফরিন।

# বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ৭ই মার্চ, ১৯৭৩।

# ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নত করতে ADB কত টাকা ঋণ দিবে?
উত্তর: ১,৭৬০ কোটি টাকা। (১৬ কোটি মার্কিন ডলার)

# ইলা মিত্র কোন আন্দোলনের জন্য বিখ্যাত ছিলেন?
উত্তর: তেভাগা আন্দোলন।

# ঢাকা-কক্সবাজার রেলপথে চালু হওয়া নতুন আন্তঃনগর ট্রেনের নাম কী?
উত্তর: পর্যটক এক্সপ্রেস।

# সম্প্রতি মহাকাশের রক্ষণাবেক্ষণের জন্য নির্মাণকৃত নাসার রোবট-এর নাম কী?
উত্তর: ভালকিরি।

# কোন দেশের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৪৭৮ বন্দি বিনিময় চুক্তি হয়?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।

# নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি পর্যবেক্ষক সংস্থাকে কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দিয়েছে?
উত্তর: ৪০ টি (স্থানীয়ভাবে ৮৪ টি)।

# নির্বাচন কমিশন নিবন্ধিত কতটি রাজনৈতিক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে?
উত্তর: ২৮ টি (মোট নিবন্ধিত দল ৪৪ টি)।

# কোন দ্বীপের মালিকানা বছরের ছয় মাস ফ্রান্সের এবং বাকি ছয় মাস স্পেনের থাকে?
উত্তর: ফেসান্ট দ্বীপ (বিদাসোয়া নদীতে অবস্থিত)।

# ১৯৪৬-৫০ সালে উত্তর ময়মনসিংহে কার নেতৃত্বে 'টঙ্ক আন্দোলন' সংঘঠিত হয়?
উত্তর: মণি সিংহ।

# বায়ুদূষণ নিয়ে কাজ করা সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান 'আইকিউএয়ার' -এর তথ্যমতে ঢাকার বায়ুদূষনের প্রধান উৎস কোনটি?
উত্তর: অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.