PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২৮ জানুয়ারি ২০২৪



# সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস সিস্টেমে কোন দেশের মুদ্রা যুক্ত করা হয়েছে?
উত্তর: চীনের মুদ্রা ইউয়ান।

# শিশু সাহিত্যে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩' পেয়েছেন কে?
উত্তর: তপঙ্কর চক্রবর্তী।

# বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩' পেয়েছেন
উত্তর: সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং মোঃ মজিবুর রহমান।

# বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কী?
উত্তর: সংবাদ প্রভাকর। (ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়)

# ফরায়েজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৮৪০ সালে (২৮ জানুয়ারি)।

# ২০২৩ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন কে?
উত্তর: উসমান খাঁজা।

# বিশ্বের সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী বেসরকারী কোম্পানি কোনটি?
উত্তর: ওয়াল মার্ট।

# জাতিসংঘের তথ্যমতে, হুতি হামলার পর সুয়েজ খালে জাহাজ চলাচল কত শতাংশ কমেছে?
উত্তর: ৪২ শতাংশ।

# গত তিন বছরে কতজন বাংলাদেশি শ্রমিক কাজের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছে?
উত্তর: ১৫ লাখ ২১ হাজার। (সূত্র: বিএমইটি)

# ঐতিহাসিক 'ওড্ডা ফাতেহ খাঁ' মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: কুমিল্লায়। (১৭৮০ সালে এটি নির্মিত হয়)

# সুন্দরবনের কাঁকড়া ধরার নিষিদ্ধ সময় কখন?

উত্তর: জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস। (সূত্র: বন বিভাগ)

# ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ কত ডলারের শুঁটকি রপ্তানি করেছে?
উত্তর: ২৫,৪৫,৫১৪ মার্কিন ডলার। (সূত্র: ইপিবি)

# সম্প্রতি কোন বাংলাদেশি ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা 'পদ্মশ্রী'-তে ভূষিত হন?
উত্তর: প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

# 'মর্তমান দ্বীপ' কোন দেশে অবস্থিত?
উত্তর: মিয়ানমার।

# বর্তমানে NAM জোটের সদস্য সংখ্যা কতটি?
উত্তর: ১২০টি।

# কোন দেশ প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।

# সম্প্রতি যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের চুক্তি করেছে কোন দুটি দেশ?
উত্তর: ভারত ও ফ্রান্স।

# ইসরায়েলের সবচেয়ে বড় মানবাধিকার সংগঠনের নাম কী?
উত্তর: বেইতসালেম।

# বাংলাদেশ সরকার কত সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে?
উত্তর: ২০৩০ সাল।

# টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে কচ্ছপ সংরক্ষণে কাজ করা বেসরকারি সংস্থাটির নাম কী?
উত্তর: কোডেক (কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার)।

# বর্তমানে TIN (কর সনাক্তকরণ নম্বর) ধারীদের আমানতের আয়ের উপর কত শতাংশ কর দিতে হয়?
উত্তর: ১০ শতাংশ (TIN ব্যতিত ১৫ শতাংশ)।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!