PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২৭ জানুয়ারি ২০২৪



# বিএমইটি এর তথ্যমতে, কতজন বাংলাদেশি শ্রমিক কাজের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছে?
উত্তর: ১৫ লাখ ২১ হাজার।

# ইপিবি তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ কত ডলারের শুঁটকি রপ্তনি করেছে?
উত্তর: ২৫,৪৫,৫১৪ মার্কিন ডলার।

# সম্প্রতি কোন বাংলাদেশি ভারতের মর্যাদাপূর্ণ বেসামরিক রাষ্ট্রীয় পদক 'পদ্মশ্রী' -তে ভুষিত হন?
উত্তর: রেজওয়ানা চৌধুরী বন্যা।

# কোন দেশ প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।

# মালদ্বীপের আইনসভা 'মজলিস' এর বর্তমান আসন সংখ্যা কতটি?
উত্তর: ৮০টি।

# RTGS ব্যবস্থায় বর্তমানে কয়টি মুদ্রার লেনদেনে নিষ্পত্তি করা হয়?
উত্তর: ৫টি মুদ্রা।

# ২০২৩ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন কে?
উত্তর: প্যাট কামিন্স, অস্ট্রেলিয়া।

# বন বিভাগ তথ্যমতে, সুন্দরবনে কাঁকড়া ধরার নিষিদ্ধ সময় কখন?
উত্তর: জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস।

# সম্প্রতি মিয়ানমারের কোন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী শান রাজ্যের হোপাং শহরে নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা চালু করেছে?
উত্তর: দ্য ইউনাইটেড ওয়া স্টেট পার্টি (ইউডব্লিউএসপি)।

# বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তদৈর্ঘ্য কত?
উত্তর: প্রায় ২৭১ কিলোমিটার।

# সম্প্রতি ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা 'পদ্মশ্রী'তে ভূষিত হতে যাচ্ছেন কোন বাংলাদেশি?
উত্তর: রেজওয়ানা চৌধুরী বন্যা।

# ২০১৮ সালে নাসা শনি গ্রহের টাইটান উপগ্রহে কোন পারমাণবিক শক্তি চালিত হেলিকপ্টার পাঠাতে যাচ্ছে?
উত্তর: ড্রাগনফ্লাই।

# সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কোন অঙ্গরাজ্যে?
উত্তর: আলাবামা (কেনেথ স্মিথ)।

# ২০২৩ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার (পুরুষ) হয়েছেন কে?
উত্তর: উসমান খাজা, অস্ট্রেলিয়া।

# ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে সম্প্রতি টাইম ম্যাগাজিনের সাংবাদিক সাইমন শুস্টার যে বইটি লিখেছেন, তার নাম কী?
উত্তর: দ্য শোম্যান।

# 'Social Diagnosis' গ্রন্থটির লেখক কে?
উত্তর: ম্যারি রিচমন্ড (যুক্তরাষ্ট্র)।

# 'ওরভোয়া (অর্থ- আবার দেখা হবে)' কোন ভাষা থেকে আগত?
উত্তর: ফরাসি।

# 'এল ডোরাডো' আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত?
উত্তর: কলম্বিয়া।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.