PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২১ জানুয়ারি ২০২৪



# বর্তমানে দেশে পল্লী উন্নয়ন একাডেমি কয়টি?
উত্তর: ৪টি।

# বাংলাদেশে NGO কার্যক্রম পরিচালনার জন্য কোন মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়?
উত্তর: সমাজকল্যাণ মন্ত্রণালয়।

# সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দিয়েছে?
উত্তর: ক্রলিং পেগ।

# ২৮তম বাণিজ্য মেলা কবে থেকে শুরু হয়েছে?
উত্তর: ২১ জানুয়ারি, ২০২৪।

# সম্প্রতি ভারত নির্ভরতা কমাতে কোন দেশ থেকে ড্রোন কিনবে মালদ্বীপ?
উত্তর: তুরস্ক।

# 'Animal Farm' কার লেখা?
উত্তর: George Orwell. (মৃত্যু: ১৯৫০ সালের ২১ জানুয়ারি)

# সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করা জাপানের চন্দ্রযান এর নাম কী?
উত্তর: স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম)।

# সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়ার প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ভ্লাদিমির লেনিন। (মৃত্যু: ২১ জানুয়ারি, ১৯২৪)

# শহীদ আসাদ দিবস' কবে পালিত হয়?
উত্তর: ২০ জানুয়ারি।

# চলতি অর্থবছরের প্রথমার্ধে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির পরিমাণ কত?
উত্তর: ১.৭২ শতাংশ।

# পঞ্চম দেশ হিসাবে চাঁদে সফলভাবে অবতরণ করে কোন দেশ?
উত্তর: জাপান (চন্দ্রযানের নাম- মুন স্নাইপার)।

# 'আধাধু' কোন দেশভিত্তিক সংবাদমাধ্যম?
উত্তর: মালদ্বীপ।

# বিশেষ অনুষ্ঠান উপলক্ষে নেলসন ম্যান্ডেলা কর্তৃক পরিহিত পোশাকটির নাম কী?
উত্তর: মাদিবা শার্ট।

# কাসালাং কোন নদীর উপনদী?
উত্তর: কর্ণফুলী।

# 'Our Culture is what we are'-উক্তিটি কার?
উত্তর: ম্যাকাইভার।

# CAREE 'বাগদা চিংড়ি' দেশে কী নামে পরিচিত?
উত্তর: ব্ল্যাক টাইগার।

# কোন কোন ভিটামিনের Posts দৃষ্টিশক্তি ক্ষীণ হতে পারে?
উত্তর: ভিটামিন এ ও ভিটামিন বি১২।

# ২০২৩ সালে বাংলাদেশ কী পরিমাণ চা উৎপাদন হয়েছে?
উত্তর: ১০ কোটি ২৯ লাখ কেজি। (এখন পর্যন্ত সর্বোচ্চ)

# ২০২৬ সাল থেকে পেট্রোবাংলাকে কী পরিমাণ এলএনজি সরবরাহ করবে বেসরকারি খাতের সামিট গ্রুপ?
উত্তর: ১৫ লক্ষ টন।

# বাংলাদেশে সর্বপ্রথম কোথায় চা চাষ শুরু হয়?
উত্তর: ১৮৪০ সালে চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে। (বাণিজ্যিকভাবে ১ম মালনীছড়ায়; ১৮৫৭)

# ন্যাটোর আয়োজন করতে যাওয়া সবচেয়ে বড় মহড়ার নাম কী?
উত্তর: 'স্টিডফাস্ট ডিফেন্ডার ২০২৪'। (৯০ হাজার সেনা অংশগ্রহণ করবে)

# 'জাক্সা' কী?
উত্তর: জাপানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান।

# সম্প্রতি কোন দেশ পানির তলদেশে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে?
উত্তর: উত্তর কোরিয়া।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!