PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১৮ জানুয়ারি ২০২৪



# IMF এর তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিশ্বের কত শতাংশ মানুষের চাকরি ঝুকিতে রয়েছে?
উত্তর: প্রায় ৪০ শতাংশ।

# ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি বাড়াতে সরকার কয়টি পণ্যে নগদ সহায়তা করবে?
উত্তর: ৪৩ টি পণ্য।

# ২০২৩ সালে 'ফিফা দ্য বেস্ট (Men) অ্যাওয়ার্ড' লাভ করেন কোন খেলোয়ার?
উত্তর: লিওনেল মেসি।

# ২০২৩ সালে 'ফিফা দ্য বেস্ট (Women) অ্যাওয়ার্ড' লাভ করেন কোন খেলোয়ার?
উত্তর: আইতানা বোনমাতি।

# মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর জন্য বাংলাদেশ ব্যাংক কোন নীতি গ্রহণ করেছে?
উত্তর: মুদ্রা সংকোচনমূলক নীতি।

# বিবিএসের তথ্যনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশে কী পরিমাণ চাল উৎপাদন হয়?
উত্তর: ৩ কোটি ৯১ লাখ টন।

# দুবাইয়ে নির্মানাধীন বিশ্বের সবচেয়ে উচু আবাসিক ক্লকটাওয়ার এর নাম কী?
উত্তর: আইতারনিতাস টাওয়ার (উচ্চতা ১,৪৭৬ ফুট)।

# বাংলাদেশে উৎপাদিত পণ্যসামগ্রী বিশ্বের কতটি দেশে রপ্তানি হয়?
উত্তর: ১৯০টি দেশে।

# বিশ্বের প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয়েছিল কোন দেশে?
উত্তর: ব্রাজিল।

# সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষে অবস্থান করছে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র (বাংলাদেশ ৩৭তম)।

# যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ অধিকারকর্মী মার্টিন লুথার কিং জুনিয়র জন্মগ্রহণ করেন-
উত্তর: ১৯২৯ সালের ১৫ জানুয়ারি।

# সম্প্রতি কোন দেশ থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে?
উত্তর: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।

# ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কী নামে পরিচিত?
উত্তর: 'মনুস্ক'।

# আফ্রিকার দেশ মোজাম্বিকের রাজধানীর নাম কী?
উত্তর: মাপুতো।

# গুয়ানতানামো বন্দিশালা কোথায় অবস্থিত?
উত্তর: কিউবা।

# আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সদর দপ্তর কোথায়?
উত্তর: নেদারল্যান্ডসের হেগ শহরে।

# বিশ্বের দীর্ঘতম রাজত্বকারী রাজার নাম কী?
উত্তর: ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ।

# 'বিভি১০০' কী?
উত্তর: স্মার্টফোনের জন্য নিউক্লিয়ার ব্যাটারি যা চীনের বেটাভোল্ট কোম্পানি তৈরি করেছে।

# মিশরের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতির নাম কী?
উত্তর: জামাল আবদেল নাসের।

# সম্প্রতি আইসিসি দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে কোন ক্রিকেটারকে?
উত্তরঃ ক্রিকেটার নাসিরকে।

# পাকিস্তানে নিযুক্ত কোন দেশের রাষ্ট্রদূতকে সম্প্রতি বহিষ্কার করা হয়?
উত্তরঃ ইরানের।

# মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর জন্য বাংলাদেশ ব্যাংক কোন নীতি গ্রহণ করেছে?
উত্তরঃ মুদ্রা সংকোচনমূলক নীতি।

# IMF এর তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিশ্বের কত শতাংশ মানুষের চাকরি ঝুকিতে রয়েছে?

উত্তরঃ প্রায় ৪০ শতাংশ।

# সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দিয়েছে?
উত্তরঃ ক্রলিং পেগ।

# এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ১৬ টি ছক্কা মারেন-
উত্তরঃ ২ জন (ফিন অ্যালেন, হযরতউল্লাহ্ জাজাই)।

# ইসরায়েল হামাস বন্দিবিনিময় প্রচেষ্টা অব্যাহত রাখতে কাতারের রাজধানী দোহায় রয়েছেন-
উত্তরঃ মার্কিন রাষ্ট্রদূত ব্রেট ম্যাকগার্ক।

# ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি বাড়াতে সরকার কয়টি পণ্যে নগদ সহায়তা করবে?
উত্তরঃ ৪৩ টি পণ্য।

# সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কত শতাংশ মানুষ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে?
উত্তর: 61 শতাংশ।

# বিসিকের শিল্পনগরীতে নারী উদ্যোক্তাদের কত শতাংশ প্লাট বরাদ্দ করা হবে?
উত্তর: 10 শতাংশ।

# সম্প্রতি কোন দেশ ভূমধ্যসাগরে জাহাজ চলাচল বদ্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে?
উত্তর: ইরান।

# স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
উত্তর: সপ্তম।

# বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: জেনারেল আঃ গনি ওসমানী।

# মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরের অধীনে ছিল?
উত্তর: 7 নং।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.