PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১৭ জানুয়ারি ২০২৪



# দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে-
উত্তর: ফেব্রুয়ারিতে।

# 'কবর' নাটকটি প্রথম অভিনীত হয় কোথায়?
উত্তর: ঢাকা কেন্দ্রীয় কারাগারে। (১৭ জানুয়ারি, ১৯৫৩ সালে কারাগারে বসে মুনীর চৌধুরী 'কবর' নাটকের রচনা শেষ করেন)

# বাংলাদেশে কত সাল থেকে এজেন্ট ব্যাংকিং সেবা কার্যক্রম শুরু করা হয়?
উত্তর: ২০১৪ সালে (ব্যাংক এশিয়া ১ম এই সেবা শুরু করে)।

# সার্কের বর্তমান (১৫ তম) মহাসচিব এর নাম কী?
উত্তর: গোলাম সারওয়ার (বাংলাদেশ)।

# ২০২৩ সালের ফিফা 'দ্য বেস্ট' ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড জিতেছেন কোন দল?
উত্তর: ব্রাজিল জাতীয় ফুটবল দল।

# "এশিয়ান কাপ-২০২৪" ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কোন দেশে?
উত্তর: কাতারে।

# ফিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: পেত্তেরি অর্পো।

# সম্প্রতি কোন দ্বীপরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে?
উত্তর: দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নাউরু।

# ২০২৪ সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রথম হিন্দু নারী প্রতিনিধির নাম কী?
উত্তরঃ সাভেরা পারকাশ।
# বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, প্রবাসী আয়ে গত ছয় মাসে প্রবৃদ্ধি হয়েছে কত শতাংশ?
উত্তরঃ ৩ শতাংশ।

# ঢাকা - কক্সবাজার রেলপথে চালু হওয়া নতুন আন্তঃনগর ট্রেনটির নাম কী?
উত্তরঃ পর্যটক এক্সপ্রেস।

# ইপিবি এর তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথমার্ধ্যে মোট কত কোটি ডলারের রপ্তানি হয়েছে?
উত্তরঃ ২,৭৫৪ কোটি ডলার। (সূত্র: ইপিবি)

# বিসিকের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে বর্তমানে কয়টি বিসিক শিল্পনগরী রয়েছে?
উত্তরঃ ৮২ টি।

# আগামী ১৮ জানুয়ারি, ২০২৪ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় "বাংলাদেশ প্যাভিলিয়ন" সাজানো হবে-
উত্তরঃ রিকশাচিত্রশিল্পীদের অলঙ্করণে।

# ২০২৩ সালে দেশে মোট কী পরিমাণ প্রবাসী আয় এসছে?
উত্তরঃ ২,১৯০ কোটি ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)

# লোহিত সাগরে শিপিং নিরাপদ করতে অপারেশন 'Prosperity Guardian' লঞ্চ করেছে কোন দেশ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।

# ২০২৪ সালে 'বাংলাদেশ প্রিমিয়াম লীগ' এর কততম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে?
উত্তর: দশতম আসর।

# বাংলাদেশের পাসপোের্ট ধারিরা ভিসা ছাড়া কতটি দেশ ভ্রমন করতে পারবে?
উত্তর: ৪২টি দেশ।

# ইসরাইয়েলে বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আইসিজে'তে করা মামলার তথ্য- প্রমাণ দিয়ে সাহয্য করেছে কোন দেশ?
উত্তর: তুরস্ক।

# মাছের ত্বক থেকে জেলাটিন উদ্ভাবন করেছেন কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দ?
উত্তর: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের।

# রাজতান্ত্রিক দেশ ভুটানের সদ্য সমাপ্ত নির্বচানের জয়ী হয়েছেন কে?
উত্তর: শেরিং তোবগে।

# সম্প্রতি ভারতে নির্মিত প্রথম সমুদ্র সেতু কোনটি?
উত্তর: সেওয়ারি-নবসেবা অটল সেতু।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.