PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১৫ জানুয়ারি ২০২৪



# সম্প্রতি কোন দেশ থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে?
উত্তর: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।

# ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কী নামে পরিচিত?
উত্তর: 'মনুল্ক'।

# মাছের ত্বক থেকে জেলাটিন উদ্ভাবন করেছেন কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দ?
উত্তর: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

# সম্প্রতি বাংলাদেশে বাজারজাতকৃত সয়াবিন তেলে কোন উপাদান পাওয়া গেছে?
উত্তর: ট্রান্স ফ্রাটি এসিড।

# স্প্যানিশ সুপার লীগে বারসোলনাকে হারিয়ে শিরোপা জীতেছে কোন দল?
উত্তর: রিয়াল মাদ্রিদ।

# পুরান ঢাকার বাসিন্দাদের পৌষসংক্রান্তি উৎসবের নাম-
উত্তর: 'সাকরাইন উৎসব'।

# এশিয়ান কাপ-২০২৪ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হচ্ছে-
উত্তর: কাতারে।

# সম্প্রতি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে কোন দেশ?
উত্তর: উত্তর কোরিয়া।

# মালদ্বীপের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা কোন ভাষায় কথা বলে?

উত্তর: দিবেহি।

# লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে ২০২৪ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৯৭তম।

# ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন কোন দেশের?
উত্তর: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। সূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্স

# বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ডিসেম্বর মাসে বিশ্বে করোনায় কতজন মানুষের মৃত্যু হয়েছে?
উত্তর: অন্তত ১০ হাজার।

# গাড়ি রপ্তানিতে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন। [রিপোর্ট: চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন (সিপিসিএ)]

# কোন দেশকে হাজার পাহাড়ের দেশ বলা হয়?
উত্তর: রুয়ান্ডা।

# 'আইনস্টাইন প্রোব' কী?
উত্তর: ব্ল্যাকহোলের (কৃষ্ণগহ্বর) রহস্য উন্মোচনের জন্য চীন কর্তৃক মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম।

# ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্যমতে, বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি কোনটি?
উত্তর: জ্বালানিসংকট।

# ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশে মাথাপিছু কী পরিমাণ বিনিয়োগ প্রয়োজন?
উত্তর: ৪০০ ডলার।

# 'আফ্রিকা কাপ অব নেশনস-২০২৩' কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে?
উত্তরঃ আইভরিকোস্ট (৩৪তম)।

# হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি কোন সনদ অর্জন করেছে?
উত্তরঃ ISAGO

# যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মানবদেহে পরীক্ষাকৃত নিপাহ ভাইরাসের টিকার নাম কী?
উত্তরঃ চ্যাডোক্স-১ নিপাহ বি।

# জাতিসংঘের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল কত শতাংশ?
উত্তরঃ ৬ শতাংশ।

# মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে অস্ত্রবিরতির মধ্যস্থতা করেছে কোন দেশ?
উত্তরঃ চীন (বৈঠক হয়েছে- কুনমিং শহরে)।

# ফোর্বস ম্যাগাজিন বিশ্ব রাজনীতিতে নবম শক্তিশালী নারী হিসেবে আখ্যায়িত করেছে কাকে?
উত্তরঃ শেখ হাসিনাকে।

# গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরাইয়ের বিরুদ্ধে মামলা করেছে কোন দেশ?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।

# বাংলাদেশের কতজন গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসের মাধ্যমে ব্যাংকিং সেবা নিচ্ছে?
উত্তরঃ প্রায় ৮০ লাখ গ্রাহক।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!