# ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী, শেখ হাসিনা বিশ্ব রাজনীতিতে কততম শক্তিশালী নারী?
উত্তর: ৯ম।
# বিশ্বের শক্তিশালী পাসপোর্ট ধারিরা ভিসা ছাড়া আগাম কতটি দেশে ভ্রমণ করতে পারবেন?
উত্তর: ১৯৪টি দেশে।
# বাংলাদেশের পাসপোর্ট ধারিরা ভিসা ছাড়া কতটি দেশে ভ্রমণ করতে পারবে?
উত্তর: ৪২টি দেশে।
# আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড এর ২৫তম আসর কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: এথেন্স, গ্রিস।
# ২০২৪ সালে 'বাংলাদেশ প্রিমিয়াম লীগ' এর কততম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে?
উত্তর: ১০ম আসর।
# নবনির্বাচিত তাইওয়ানের রাষ্ট্রপতির নাম কী?
উত্তর: লাই চিং (ডেমোক্রেটক প্রগ্রেসিভ পার্টি)।
# বাংলাদেশের কোথায় সাদা মাটির পাহাড় দেখা যায়?
উত্তর: নেত্রকোনা।
# মাচু পিচু সভ্যতা কোন দেশে অবস্থিত?
উত্তর: পেরু।
# বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে?
উত্তর: ২ বার।
# বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই কতটি দেশ ভ্রমণ করতে পারবেন?
উত্তর: ৪২ টি।
# নাট্যাচার্য সেলিম আল দীনের প্রকৃত নাম কী?
উত্তর: মইনুদ্দিন আহমেদ। (তিনি ২০০৮ সালের ১৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন)
# ফোর্বস ম্যাগাজিন শেখ হাসিনাকে বিশ্ব রাজনীতিতে কততম শক্তিশালী নারী হিসেবে আখ্যায়িত করেছে?
উত্তর: ৯ম।
# চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে মোট আমদানিকৃত পণ্যের পরিমাণ কত?
উত্তর: ৬ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টন। (সূত্র: এনবিআর)
# ২০২৪ সালের সুচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারীরা কতটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন?
উত্তর: ১৯৪ টি দেশে।
# তাইওয়ানের নবনির্বাচিত রাষ্ট্রপতির নাম কী?
উত্তর: লাই চিং। (তিনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির প্রার্থী)
# ইয়েমেনের রাজধানীর নাম কী?
উত্তর: সানা।
# সর্বপ্রথম বায়োটেকনোলজি প্রযুক্তিটি ব্যবহার করেন কে?
উত্তর: হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি। (১৯১৯ সালে)
# দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কতজন শিশুকে তাদের মাতৃভাষায় পাঠ্যবই দেওয়া হয়েছে?
উত্তর: প্রায় ৯ হাজার।
# সম্প্রতি যুক্তরাষ্ট্রের উৎক্ষেপণকৃত রোবটিক স্পেসপ্লেনের নাম কী?
উত্তর: এক্স-৩৭বি।
# সম্প্রতি বাংলাদেশ ব্যাংক 'ল্যান্ডার অব দ্য লাস্ট রিসোর্ট' নামক সুবিধায় কয়টি ব্যাংকে টাকা ধার দেয়?
উত্তর: ৭টি ব্যাংক।
# ব্ল্যাক হোল রহস্য উদঘাটনে ইসরো কোন রকেট প্রেরণ করেছে
উত্তর: এক্সপোস্যাট।
# সম্প্রতি জাপানে কত মাত্রায় ভূমিকম্প হয়েছে?
উত্তর: ৭.৬ মাত্রায় (৯০ মিনিটে ২০ টি ভূমিকম্প)।
# বর্তমানে দেশে GI সনদ পাপ্ত পণ্যের সংখ্যা কতটি?
উত্তর: ২০ টি (একুশ টি)।
Daily আপডেট GK ১৪ জানুয়ারি ২০২৪
0