PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১০ জানুয়ারি ২০২৪



# কোন দেশ তাদের শিক্ষাব্যবস্থায় পেট্রিয়টিক এডুকেশন ল বা দেশপ্রেনির্ভর শিক্ষা আইন চালু করেছে?
উত্তর: চীন।

# জাতিসংঘ কোন সালকে 'International year of Camelids' ঘোষণা করেছেন?
উত্তর: ২০২৪ সালকে।

# মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে কত কিলোমিটার লম্বা সমুদ্রপথ তৈরি করা হয়েছে?
উত্তর: ১৪ কিলোমিটার।

# বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন চুল্লি চালু করে কোন দেশ?
উত্তর: জাপান।

# চাঁদের উদ্যেশ্যে সফলভাবে যাত্রা করা মার্কিন নভোজানের নাম কী?
উত্তর: পেরিগ্রিন।

# ভুটানের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া দলের নাম কী?
উত্তর: পিপলস ডেমোক্রেটিক পার্টি।

# ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: গ্যাব্রিয়েল আতাল।

# বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: মিয়ানমার।

# 'মায়ার্সক' কোন দেশভিত্তিক জাহাজ কোম্পানির নাম?
উত্তর: ডেনমার্ক।

# বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয় কবে?
উত্তর: প্রতি বছর ১০ জানুয়ারি।

# সম্প্রতি কোন দেশ তাদের শিক্ষাব্যবস্থায় পেট্রিয়টিক এডুকেশন ল' বা দেশপ্রেমনির্ভর শিক্ষা আইন চালু করেছে?
উত্তর: চীন।

# 'হাপাগ-লয়েড' কোন দেশের জাহাজ কোম্পানি?
উত্তর: জার্মানি।

# ভুটানের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া দলের নাম কী?
উত্তর: সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)।

# ভার্সাই চুক্তি কার্যকর হয় কত সালে?
উত্তর: ১০ জানুয়ারি, ১৯২০ সাল।

# ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: গ্যাব্রিয়েল আতাল (ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী)।

# গত এক লাখ বছরের মধ্যে পৃথিবীর উষ্ণতম বছর ছিল কোনটি?
উত্তর: ২০২৩ (সূত্র: EU-এর কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস)।

# 'লীগ অব নেশনস' বিলুপ্ত হয় কত সালে? উত্তর: ১৯৪৬ সালে।

# সম্প্রতি টাইম ম্যাগাজিনের 'পারসন অব দ্যা ইয়ার' হন কে?
উত্তর: টেইলর সুইফট।

# EIU`র তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে ব্যায়বহুল শহর কোনটি?
উত্তর: সিঙ্গাপুর।

# সম্প্রতি LWG-এর সনদ লাভ করে কোন চামড়া কারখানা?
উত্তর: সাফ লেদার।

# সম্প্রতি দক্ষিণ এশিয়ার বর্ষসেরা শিক্ষক কে?
উত্তর: জহির উদ্দিন আরিফ।

# বাংলাদেশ ব্যাংক এর তথ্যানুযায়ী, বর্তমানে দেশে কয়টি আর্থিক প্রতিষ্ঠান (নন-ব্যাংক) রয়েছে?
উত্তর: ৩৫টি।

# সম্প্রতি কোন দেশ যুকরাষ্ট্রের ৫ অস্ত্র প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে?
উত্তর: চীন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.