# সম্প্রতি কয়টি মুসলিম দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিয়েছে UK?
উত্তর: ৬টি দেশকে।
# কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, ২০২৪ সালে ব্যাংক ঋণের সুদহার হবে কত শতাংশ?
উত্তর: ১১.৮৯ শতাংশ।
# বাংলাদেশ সরকার প্রথম কবে থেকে শিক্ষর্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে?
উত্তর: ২০১০ সাল।
# সর্বশেষ স্বীকৃতিপ্রাপ্ত ৪টি জিআই পণ্য কোনগুলো?
উত্তর: টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের ভাজা ও ব্ল্যাক বেঙ্গল ছাগল।
# গত ২০২৩ সালে কতটি পণ্য জিআই স্বীকৃতি পেল?
উত্তর: ১০টি পণ্য।
# বর্তমানে বাংলাদেশের কতটি পণ্যকে জিআই স্বীকৃতি দেওয়া হয়েছে?
উত্তর: ২১টি পণ্য।
# সম্প্রতি যুক্তরাষ্ট্রের উৎক্ষেপণকৃত রোবটিক স্পেসপ্লেন নাম কী?
উত্তর: এক্স-৩৭বি।
# ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের কতটি বড় কোম্পানি দেউলিয়া হয়েছে?
উত্তর: সাতটি বড় কোম্পানি।
# ২০২৪ সালে মোট কতটি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে?
উত্তর: ৬৪টি দেশে।
# উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থার নাম কী?
উত্তর: কেসিএনএ।
# পল্লী কবি জসীম উদ্দীন জন্মগ্রহণ করেন কবে?
উত্তর: ১ জানুয়ারি, ১৯০৩।
# 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের লেখক কে?
উত্তর: অদ্বৈত মল্লবর্মণ। (জন্ম: ১ জানুয়ারি, ১৯১৪)
# বর্তমানে দেশে পল্লী উন্নয়ন একাডেমি কতটি?
উত্তর: ৪টি।
# বিজ্ঞান জনপ্রিয় করার জন্য আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন ইউনেস্কোর আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার লাভ করেন কবে?
উত্তর: ১৯৮৩ (জন্ম- ১ জানুয়ারি ১৯৩০)।
# ২০২৪ সালে বিভিন্ন দেশে নির্বাচনে ভোট দেবে বিশ্বের কত কোটি মানুষ?
উত্তর: ৪২০ কোটির বেশি।
# ২১ জানুয়ারি, ২০২৪ কোন দেশ OPEC ত্যাগ করে?
উত্তর: অ্যাঙ্গোলা।
# প্রথম বাংলাদেশি হিসেবে ২০২৩ সালে দ্য হেগ অ্যাওয়ার্ডে ভূষিত হন কে?
উত্তর: অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া।
# গাজায় 'গণহত্যা' চালানোর অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে কোন দেশ?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।
# সিইবিআর এর পূর্বভাস অনুযায়ী, আগামি ২০৩৮ সালের মধ্যে বাংলাদেশ কততম অর্থনৈতিক দেশে পরিণত হবে?
উত্তর: ২০তম।
# সম্প্রতি কোন দেশ BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছেন?
উত্তর: আর্জেন্টিনা।
# বাংলাদেশে কতটি বিদেশি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে?
উত্তর: ৯টি।