Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


Daily আপডেট GK ৩০ ডিসেম্বর ২২৩



# সম্প্রতি কোথায় একাধিক সোনার খনির সন্ধান মিলেছে?
উত্তর: মক্কা, সৌদি আরব।

# চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম কী?
উত্তর: দং জুন।

# মায়ানমারের উত্তরাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীর জোটের নাম কী?
উত্তর: থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স।

# টেকনাফ থেকে সেন্টমার্টিনের মধ্যে অবস্থিত বাংলা চ্যানের দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তর: ১৬.১ কিলোমিটার।

# জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের কত শতাংশ গ্রামীন বসতি বন্যার কবলে পরে?

উত্তর: ৪৩ শতাংশ।

# যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে বিভক্ত করেছে কোন আন্তর্জাতিক লাইন?
উত্তর: সনোরা লাইন।

# চীনের সীমান্ত দখলের বিরুদ্ধে বৈশ্বিক আইনী যুদ্ধকে কী বলে?
উত্তর: লফেয়ার।

# 'খেমার রুজ' কোন দেশের সশস্ত্র রাজনৈতিক সংগঠন?
উত্তর: কম্বোডিয়া।

# ব্যক্তিগত গাড়ি রপ্তানিতে শীর্ষে অবস্থান করছে কোন দেশ?
উত্তর: চীন (২য়- জাপান)।

# বাংলাদেশে বর্তমানে প্রজনন হার কত?
উত্তরঃ ২.৩ শতাংশ।

# দেশে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস পালন করা হয় কবে?
উত্তরঃ ৩০ ডিসেম্বর, ২০২৩।

# স্মার্ট বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট অ্যাপ 'সাথী' নিয়ে আসছে-
উত্তরঃ বিআরটিসি ও ডাক অধিদপ্তর

# কলোরাডোর পর যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাইমারির (প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়নের লড়াই) ব্যালটে মার্কিন সংবিধানের কোন ধারা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা হয়েছে?
উত্তরঃ ধারা-৩ (বিদ্রোহ সংক্রান্ত)।

# ব্যক্তিগত গাড়ি রপ্তানিতে শীর্ষে অবস্থান করছে কোন দেশ?
উত্তরঃ চীন (২য়- জাপান)।

# প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমদ কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ৩০ ডিসেম্বর, ১৯৫৯।

# দেশে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস পালন করা হয় কবে?
উত্তর: ৩০ ডিসেম্বর, ২০২৩।

# কত সালে 'নিখিল ভারত মুসলিমলীগ' প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯০৬ সালে।

# বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয় কত সালে?
উত্তর: ৭ জুলাই, ১৯৭২।

# 'কালি ভিয়েজো' কোন দেশের ঐতিহ্যবাহী উৎসব?
উত্তর: কলম্বিয়া।

# সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫টি পৃথক রাষ্ট্র গঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৯১ সালে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!