PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১৮ ডিসেম্বর ২০২৩



# বর্তমান দেশে মাথাপিছু গড় মাসিক আয় কত?
উত্তর: ৭,৬১৪ টাকা (সূত্র: বিবিএস)।

# বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার কত?
উত্তর: ১৮.৭ শতাংশ (সূত্র: বিবিএস)।

# বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?
উত্তর: ২৫.৮২ বিলিয়ন ডলার।

# কত সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথম কার্যক্রম শুরু করে?
উত্তর: সংবিধান অনুযায়ী ১৯৭২ সালে (১৮ ডিসেম্বর)।

# কোন বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি?
উত্তর: বরিশালঃ ২৬.৯ শতাংশ (সর্বনিম্ন খুলনাঃ ১৪.৮ শতাংশ)। [তথ্যসূত্র: বিবিএস]

# ২০২৩ সালের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শিরোপা পেয়েছে কোন দেশ?
উত্তর: বাংলাদেশ।

# বাংলাদেশে 'সুপ্রিম কোর্ট দিবস' কবে পালিত হয়?
উত্তর: ১৮ ডিসেম্বর।

# আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে?
উত্তর: ১৮ ডিসেম্বর।

# বিশ্বের সর্ববৃহৎ অফিস ভবন এর নাম কী?
উত্তর: সুরাত ডায়মন্ড বোর্স (এসডিবি), গুজরাট

# বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদনের কত শতাংশ বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির ব্যবহার করা হয়?
উত্তর: ৪.৩ শতাংশ।

# আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: ১২৪টি দেশ (সর্বশেষ- আর্মেনিয়া)।

# ভারতরে মুদ্রা রুপিতে বানিজ্য পরিচালনায় বাংলাদেশের মোট ব্যাংকের সংখ্যা কতটি?
উত্তর: ৪টি।

# FAO এর তথ্যমতে, পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: সপ্তম।

# নিপাহ ভাইরাস সাধারণত কোন ধরনের প্রাণী তেকে মানুষের দেহে সংক্রমিত হয়ে থাকে?
উত্তর: বাদুড় ও শূকর।

# বিশ্বের কতটি দেশের কাছে বর্তমানে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি আছে?
উত্তর: ৬টি দেশে।

# বাংলাদেশের কত শতাংশ শিশু অপরিণত অবস্থায় জন্ম নেয়?
উত্তর: ১৬.২ শতাংশ।

# সিলেটের হরিপুরে কত সালে প্রথম তেল উৎপাদন শুরু হয়?
উত্তর: ১৯৮৭ সাল।

# বাংলাদেশে কপিরাইটের মেয়াদ কত বছর?
উত্তর: ৬০ বছর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!