NTRCA Teacher Registration Exam Syllabus PDF Download
NTRCA শিক্ষক নিবন্ধন সিলেবাস ( স্কুল, স্কুল২ ও কলেজ ) MCQ ও Written PDF ফাইল
যারা ১৮তম শিক্ষক নিবন্ধন দেওয়ার জন্য আবেদন করেছেন তাদের জন্য NTRCA শিক্ষক নিবন্ধন MCQ ও লিখিত সিলেবাস ( স্কুল, স্কুল২ ও কলেজ ) এর PDF ফাইল দেওয়া হল।
এছাড়াও আমাদের ওয়েবসাইটে বিগরভ১ম থেকে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার MCQ প্রশ্ন সমাধান এবং শিক্ষক নিবন্ধন প্রস্তুতি সহায়ক অনেক PDF ফাইল রয়েছে।
বিঃদ্রঃ এখানে NTRCA কর্তৃক প্রকাশিত সর্বশেষ ১৭তম শিক্ষক নিবন্ধনের জন্য যে সিলেবাস দেওয়া হলে ছিল এখানে সেটার PDF দেওয়া হয়েছে। যেহেতু NTRCA এখন পর্যন্ত ১৮তম শিক্ষক নিবন্ধনের জন্য নতুন কোন সিলেবাস প্রকাশ করেনি। তাই এই সিলেবাসই প্রযোজ্য হবে। তবে NTRCA যদি ১৮তম শিক্ষক নিবন্ধনের জন্য নতুন করে সিলেবাস প্রকাশ করে তবে আমরা সিলেবাস আপডেট করে দিবো ইনশাআল্লাহ। আপনারা এই সিলেবাস অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে থাকুন