১৪৩ সেট লিখিত প্রশ্ন সমাধান ২০২৩ PDF ফাইল
# ইলিশ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
• ১ম।
# তাজউদ্দীন আহমদের জীবননির্ভর 'সাক্ষী ছিলো শিরস্ত্রাণ' বইটির লেখক কে?
• সুহান রিজওয়ান।
# বাংলাদেশে গ্যাস উত্তোলনে নিয়োজিত বিদেশি কোম্পানি 'তাল্লো (Tullow)' কোন দেশভিত্তিক?
• আয়ারল্যান্ড।
# বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত?
• ঝিলংজা, কক্সবাজার
# শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলোজি পার্ক কোথায় অবস্থিত?
• বেজপাড়া, যশোর ।
# বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড' এর প্রবক্তা কোন দেশ?
• চীন।
# সম্প্রতি (৩ জুলাই ২০২৩) ফিফা বিশ্বকাপ জয়ী দলের কোন খেলোয়াড় বাংলাদেশ সফর করেন?
• এমিলিয়েনো মার্টিনেজ
# ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতির নাম কী?
• এডিস
# কোভিড-১৯ ভাইরাসের নাম কী?
• SARS-COV-2
# আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশনের নাম কী?
• গাজীপুর
# ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশী বোলার অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেন?
• তাইজুল ইসলাম
# ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার কত?
• ৭,৬১,৭৮৫ কোটি টাকা
# ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে কি পরিমাণ মাছ উৎপাদিত হয়?
• ৪৭.৫৯ লাখ মেট্রিক টন।
# ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে কত টাকা আয় করেছে?
• ৪,৭৯০ কোটি ৩০ লাখ টাকা।
# চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
• ওয়াং ই।
# ২০২৩ সালে আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসের কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে?
• ১৫তম।
# প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার রজনীকান্ত সেন জন্মগ্রহণ করেন কবে?
• ২৬ জুলাই, ১৮৬৫।
# আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালে বৈশ্বিক অর্থনীতিতে কী পরিমাণ প্রবৃদ্ধি হবে?
• ৩ শতাংশ।
# জাতিসংঘের তথ্য অনুযায়ী, রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত শস্য চুক্তির আওতায় ইউক্রেন এ পর্যন্ত কত টন শস্য রপ্তানি করেছে?
• প্রায় ৩ কোটি ৩০ লাখ টন।