PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২৩ জুলাই ২০২৩



# বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রথম নিউজ প্রেজেন্টারের নাম কী?
উত্তর: অপরাজিতা (চ্যানেল ২৪)

# মার্কিন যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্তদের রাজধানী বলা হয় কোন শহরকে?
উত্তর: নর্থ পোর্ট, ফ্লোরিডা

# ' সুশাসন' শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?
উত্তর: বিশ্বব্যাংক

# বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর তথ্য মতে বাংলাদেশের বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত শতাংশ?
উত্তর: ৪৪.৫ শতাংশ

# বাংলাদেশে বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টি?
উত্তর: ৪৪ টি। (সর্বশেষ দল- বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

# 'পিপলস লিবারেশন আর্মি নেভি (পিএলএএন)' কোন দেশের নৌবাহিনী?
উত্তর: চীন


# কৃত্রিম উপগ্রহ চল্লিমা ১ কোন দেশের তৈরি?
উত্তর: উত্তর কোরিয়া

# তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান শপথ নেন কবে?
উত্তর: ৩ জুন ২০২৩

# থাইল্যান্ডের মুভ ফরোয়ার্ড পার্টির প্রধান কে?
উত্তর: পিটা লিমজারোয়েনরাত

# সম্প্রতি তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দূতাবাস খুলেছে কোন দেশ?
উত্তর: হন্ডুরাস।

# ইরানের তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির নাম কী?
উত্তর: ফাত্তাহ।

# আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ISS) বিজ্ঞানীরা কোন ফুল ফোটাতে সক্ষম হন?
উত্তর: জিনিয়া।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!