ডিসেম্বর মাসে ঘটে যাওয়া ঘটনাবলি নিয়ে তৈরি Daily আপডেট GK জানুয়ারি ২০২৩ এর PDF ফাইল ডাউনলোড করে নিন
★সময়কাল: ২০ নভেম্বর থেকে ১৮ই ডিসেম্বর, ২০২২।
★অংশগ্রহণকারী দল: ৩২টি।
★★মাসকট: লায়িব (La'eeb)। আরবি শব্দ লায়িব অর্থ দক্ষ খেলোয়াড়।
★থিম সং- Hayaa Hayaa
★অফিসিয়াল ফুটবলের নাম: রিহলা। রিহলা আরবি শব্দ যার অর্থ ভ্রমণকারী।
★মোট ভেন্যু: ৮টি।
★মোট ম্যাচ: ৬৪টি।
★মোট গোলসংখ্যা: ১৭২টি।
★★ উদ্বোধনী ম্যাচ: কাতার বনাম ইকুয়েডর, ২০ নভেম্বর ২০২২
★★ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়- ১৮ই ডিসেম্বর, ২০২২, আর্জেন্টিনা বনাম ফ্রান্স, ফলাফল: (৩-৩) টাইব্রেকারে ৪-২ গোলে আর্জেন্টিনা জয়ী
★ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়- লুসাইল স্টেডিয়াম, কাতার।
★★★চ্যাম্পিয়ন দল: আর্জেন্টিনা (৩য় শিরোপা)।
★★রানার-আপ দল: ফ্রান্স।
★★৩য় স্থান: ক্রোয়েশিয়া
★★গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স (৮টি গোল)।
★★★গোল্ডেন বল: লিওনেল মেসি, আর্জেন্টিনা।
★★গোল্ডেন গ্লাভস: এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা)।
★★ উদীয়মান যুব খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
★দু’টি সেমিফাইনাল, তৃতীয় স্থানের ম্যাচ এবং ফাইনাল ম্যাচের নতুন বলের নাম দেওয়া হয়েছে ‘আল হিম’, যার অর্থ স্বপ্ন।
★প্রথম হ্যাট-ট্রিককারী খেলোয়াড়: গনজালো রামোস (পর্তুগাল)।
★২য় এবং ফাইনালে হ্যাট-ট্রিককারী খেলোয়াড়: কিলিয়ান এমবাপ্পে, (ফ্রান্স)।
★বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় - পাবলো মার্টিন গাভি (স্পেন)।
★১ম লাল কার্ড দেখা খেলোয়াড়ের নাম: গোলরক্ষক ওয়েন হেনেসি (ওয়েলস)।
★কাতার বিশ্বকাপে ১ম ম্যাচ জয়ী দলের নাম: ইকুয়েডর (২-০) গোল। বিপক্ষ দল: কাতার।
★পাঁচ বিশ্বকাপে ১ম গোল করা খেলোয়াড়: ক্রিস্টিয়ানো রোনালদো, (পর্তুগাল)।
★কাতার বিশ্বকাপে মুসলিম অংশগ্রহণকারী দেশের সংখ্যা- ৬টি। নাম যথাক্রমে, কাতার, মরক্কো, সৌদি আরব, ইরান, সেনেগাল ও তিউনিশিয়া।
★★★২০২৬ সালের ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- ৩টি দেশে। যথা: মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা। *অংশগ্রহণকারী দল সংখ্যা: ৪৮টি দল।