ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

Daily আপডেট GK জানুয়ারি ২০২৩ PDF ফাইল



ডিসেম্বর মাসে ঘটে যাওয়া ঘটনাবলি নিয়ে তৈরি Daily আপডেট GK জানুয়ারি ২০২৩ এর PDF ফাইল ডাউনলোড করে নিন

Download link

ফুটবল বিশ্বকাপ ২০২২
★স্বাগতিক দেশ: কাতার। বিশ্বকাপ আসর: ২২তম।

★সময়কাল: ২০ নভেম্বর থেকে ১৮ই ডিসেম্বর, ২০২২।

★অংশগ্রহণকারী দল: ৩২টি।

★★মাসকট: লায়িব (La'eeb)। আরবি শব্দ লায়িব অর্থ দক্ষ খেলোয়াড়।

★থিম সং- Hayaa Hayaa

★অফিসিয়াল ফুটবলের নাম: রিহলা। রিহলা আরবি শব্দ যার অর্থ ভ্রমণকারী।

★মোট ভেন্যু: ৮টি।

★মোট ম্যাচ: ৬৪টি।

★মোট গোলসংখ্যা: ১৭২টি।

★★ উদ্বোধনী ম্যাচ: কাতার বনাম ইকুয়েডর, ২০ নভেম্বর ২০২২

★★ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়- ১৮ই ডিসেম্বর, ২০২২, আর্জেন্টিনা বনাম ফ্রান্স, ফলাফল: (৩-৩) টাইব্রেকারে ৪-২ গোলে আর্জেন্টিনা জয়ী

★ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়- লুসাইল স্টেডিয়াম, কাতার।

★★★চ্যাম্পিয়ন দল: আর্জেন্টিনা (৩য় শিরোপা)।

★★রানার-আপ দল: ফ্রান্স।

★★৩য় স্থান: ক্রোয়েশিয়া

★★গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স (৮টি গোল)।

★★★গোল্ডেন বল: লিওনেল মেসি, আর্জেন্টিনা।

★★গোল্ডেন গ্লাভস: এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা)।

★★ উদীয়মান যুব খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।

★দু’টি সেমিফাইনাল, তৃতীয় স্থানের ম্যাচ এবং ফাইনাল ম্যাচের নতুন বলের নাম দেওয়া হয়েছে ‘আল হিম’, যার অর্থ স্বপ্ন।

★প্রথম হ্যাট-ট্রিককারী খেলোয়াড়: গনজালো রামোস (পর্তুগাল)।

★২য় এবং ফাইনালে হ্যাট-ট্রিককারী খেলোয়াড়: কিলিয়ান এমবাপ্পে, (ফ্রান্স)।

★বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় - পাবলো মার্টিন গাভি (স্পেন)।

★১ম লাল কার্ড দেখা খেলোয়াড়ের নাম: গোলরক্ষক ওয়েন হেনেসি (ওয়েলস)।

★কাতার বিশ্বকাপে ১ম ম্যাচ জয়ী দলের নাম: ইকুয়েডর (২-০) গোল। বিপক্ষ দল: কাতার।

★পাঁচ বিশ্বকাপে ১ম গোল করা খেলোয়াড়: ক্রিস্টিয়ানো রোনালদো, (পর্তুগাল)।

★কাতার বিশ্বকাপে মুসলিম অংশগ্রহণকারী দেশের সংখ্যা- ৬টি। নাম যথাক্রমে, কাতার, মরক্কো, সৌদি আরব, ইরান, সেনেগাল ও তিউনিশিয়া।

★★★২০২৬ সালের ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- ৩টি দেশে। যথা: মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা। *অংশগ্রহণকারী দল সংখ্যা: ৪৮টি দল।

Download link

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "Daily আপডেট GK জানুয়ারি ২০২৩ PDF ফাইল"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All