Agradut Recent Job Solution 2022 PDF ফাইল
অফিস সহায়ক প্রশ্ন ব্যাংক ও সমাধান ফ্রি PDF ফাইল
গণগ্রন্থাগার অধিদপ্তর
পদ: কম্পিউটার অপারেটর;
তারিখ: ০২.১২.২২
সময়: ৯০ মিনিট
পূর্ণমানঃ ৯০
ক) মনীষা = মনস + ঈষা
খ) কুঞ্ঝটিকা = কৃৎ + ঝটিকা
গ) পর্যালোচনা = পরি+আলোচনা
২। শুদ্ধরূপ লিখুনঃ
ক) তরান্বিত = ত্বরান্বিত
খ) অধগতি = অধোগতি
গ) শুষা = শুশ্রূষা
ঘ) সাম্মাসিক = ষান্মাসিক
ঙ) সান্তনা = সান্ত্বনা
চ) শারিরীক = শারীরিক
৩। এক কথায় প্রকাশ করুন:
ক) যাকে শাসন করা দুঃসাধ্য = দুঃশাসন
খ) চক্ষুর সম্মুখে সংঘটিত = চাক্ষুষ
গ) যা লাফিয়ে চলে = প্লবগ
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
ক) এন্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা?
উত্তরঃ এন্টনি ফিরিঙ্গি কবিগান রচয়িতা হিসেবে খ্যাতি অর্জন করেন।
খ) পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের রচয়িতা কে?
উত্তর: সৈয়দ শামসুল হক
গ) শরৎচন্দ্রের শ্রীকান্ত কোন শ্রেণির গ্রন্থ?
উত্তরঃ শ্রীকান্ত শরত্চন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জীবনচরিত মূলক উপন্যাস
ঘ) বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি সংখ্যা কয়টি?
উত্তরঃ বাংলা ভাষায় ২৫টি যৌগিক স্বরধ্বনি রয়েছে।
ঙ) পরাশ্রয়ী বর্ণ কয়টি ও কি কি?
উত্তর: ৩টি। পরাশ্রয়ী বর্ণ তিনটি হলো: ং,ঃ, ঁ
চ) বউদিদি> বউদি কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
উত্তরঃ ব্যঞ্জনচ্যুতির পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনির একটি লোপ পায়।
৫। "সামাজিক বনায়নের' গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন।
উত্তরঃ সামাজিক বনায়ন মূলত জনসাধারণ, বিশেষ করে পলয়ীর জনগণ এবং দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের অর্থনৈতিক, বাস্তুসংস্থানিক ও সামাজিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে পরিচালিত বনায়ন। সামাজিক বনায়নের লক্ষ্য কেবল গাছ নয়, গ্রামের দরিদ্র জনগোষ্ঠীও। এ ধরনের সহায়তার লক্ষ্য শুধু গাছ লাগানো ও সেসব গাছের যত্ন নেওয়ার জন্য নয়, বরং গাছ রোপণকারীরা যাতে লাগানো গাছের সুফল পাওয়ার আগ পর্যন্ত সসম্মানে জীবিকা নির্বাহ করতে পারে তারও নিশ্চয়তা বিধান। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রদত্ত সামাজিক বনায়নের সংজ্ঞা হচ্ছে, বনায়ন কার্যক্রমে জনগণকে সরাসরি সম্পৃক্তকরণের যে কোনো পরিস্থিতি। শিল্পভিত্তিক বৃহদায়তন বনায়ন এবং কেবল কর্মসংস্থান ও মজুরিভিত্তিক উন্নয়ন সহায়ক অন্যান্য ধরনের বনায়ন সামাজিক বনায়ন নয়, বরং গোষ্ঠীভিত্তিক বনায়নে উৎসাহ ও সহায়তা প্রদানকল্পে বনশিল্প ও সরকারি প্রচেষ্টায় পরিচালিত কর্মকান্ড সামাজিক বনায়নের অন্তর্ভুক্ত। বাংলাদেশে সামাজিক বনায়নের ইতিহাস বন প্রাতিষ্ঠানিক সাথে ওতপ্রোতভাবে জড়িত।
English
৬। Fill in the blank:
a) He was absent.......meeting. (from)
b) I am ashamed.... his conduct. (of)
c) The boy is deficient English (in)
৭। Use right form of verb:
a) He behaves as if he (is) mad. (were)
b) You had better (to take) rest. (take)
c) While (walk) at the station, I met him (was walking)
৮। Write sentence with meaning:
b) You had better (to take) rest. (take)
c) While (walk) at the station, I met him (was walking)
৮। Write sentence with meaning:
a) On the sly (গোপনে, secretly): I knew you were taking the pill on the sly.
b) Out and out (পুরোপুরি , Thoroughly, absolute): That man is a crook out and out.
c) Bring to mind (স্মরণ করিয়ে দেওয়া): That music brings to mind our first date.
৯। Translate into English:
a) বইটি কেমন কাটছে?
How is the book going?
b) আম খাওয়া ভালো
Eating mangoes is good
c) দশের লাঠি একের বোঝা
Many a little makes a mickle.
b) Out and out (পুরোপুরি , Thoroughly, absolute): That man is a crook out and out.
c) Bring to mind (স্মরণ করিয়ে দেওয়া): That music brings to mind our first date.
৯। Translate into English:
a) বইটি কেমন কাটছে?
How is the book going?
b) আম খাওয়া ভালো
Eating mangoes is good
c) দশের লাঠি একের বোঝা
Many a little makes a mickle.
১০। Transform the following sentences according to direction:
a) You are ordered to go away (active)
উত্তরঃ Go out at once
b) I never drink tea (Interrogative)
Do I never drink tea?
c) When it was raining, he woke up (simple)
At the time of his waking up, it was raining.
১১। Write a paragraph on 'Global Warming' উত্তরঃ
উত্তরঃ Go out at once
b) I never drink tea (Interrogative)
Do I never drink tea?
c) When it was raining, he woke up (simple)
At the time of his waking up, it was raining.
১১। Write a paragraph on 'Global Warming' উত্তরঃ
'Global Warming'
Global warming is a hike in the average global temperature on earth. Burning of excess fossil fuel and the release of toxic fumes into the atmosphere is the major cause behind global warming. Global warming can have disastrous effects on living organisms. The impacts of global warming are widespread and unspecific. Some areas experience a sudden rise in the temperature while others witness a sudden fall in it. The major reason for global warming is the burning of fossil fuel for energy. It has been noted that the average temperature on the earth has increased by 1.5 degrees Celsius in the past decade. This is a reason for worry as it can damage ecosystems and might result in the disruption of the environment. Global warming can be checked if we take concrete steps towards restoring the lost vegetation in our forests. We can also use clean energy sources like wind energy, solar energy, and tidal energy to check the rise in global warming.
১৬। পূর্ণরূপ লিখুনঃ a) http b) PIN
উত্তরঃ HTTP = Hypertext Transfer Protocol
PIN = Personal Identification Number
১৭। JPG কি ধরনের ফাইল?
উত্তরঃ JPEG বা JPG কাতে মূলতঃ ছবির একটি বুঝায়। ১৮। মাইক্রোপ্রসেসরের জনক কে?
উত্তরঃ মার্শিয়ান টেড হফ
১৯। 'ক্ষ' লিখতে বিজয় কী-বোর্ডের কোন বাটনগুলো প্রেস করতে হবে?
উত্তরঃ ক + ষ
২০। কম্পিউটারের স্থায়ী প্রতিশক্তিকে কি বলে?
উত্তর: ROM
২১। কম্পিউটারের ৪টি আউটপুট ডিভাইসের নাম লিখুন?
উত্তরঃ মনিটর, প্রিন্টার, হেডফোন, প্রজেক্টর
২২। প্রেগারিজম কি?
উত্তরঃ যদি নিজের পুরনো কিছু লেখা, কপি করে সেটিকে আবার নতুনভাবে কোনো জায়গায় paste করেন, তাহলে এটি হবে Self Plagiarism। অনেক সময় বিভিন্ন লেখক, তাদের পুরনো কিছু বিষয় নিয়ে লেখা জিনিস কে modify না করে, নতুন করে সেই পুরোনো জিনিস copy করে, একই লেখা লিখে দেয়। তাই এটা হল এক ধরনের প্রেগারিজম।
২৩। কম্পিউটারের মৌলিক গেইট কয়টি ও কি কি?
উত্তরঃ ডিজিটাল বর্তনীতে মৌলিক গেট তিনটি। AND, OR, NOT
২৪। F1 ফাংশন কী এর কাজ কি?
উত্তরঃ F1: প্রায় প্রতিটি প্রোগ্রামের হের ডায়ালগ বক্স ওপেন করা যায়।
২৫। প্রথম স্মার্টফোন কত সালে চালু হয়?
উত্তরঃ ১৯৯৪ সালে
২৬। মাইক্রোসফট Word এ নতুন প্লাইড তৈরির সংক্ষিপ্ত পদ্ধতি
উত্তরঃ ১. মাইক্রোসফট ওয়ার্ড চালুমাত্র নতুন ডকুমেন্ট তৈরি
২. কিবোর্ড শর্টকাট Ctrl + N কমান্ডের মাধ্যমে
৩. ফাইল ট্যাব থেকে Blank document সিলেক্ট করে
৪. ফাইল এক্সপ্লোরার (File Explorer)-এর রাইট ড্রপডাউন থেকে
২৭। কম্পিউটার থেকে ইন্টারনেটে ফাইল স্থানান্তরের প্রক্রিয়াকে কি বলে?
উত্তরঃ ফাইল ট্রান্সফার প্রোটোকল (Bs File Transfer Protocol) একটি স্ট্যান্ডার্ড যোগাযোগ প্রোটোকল যা কম্পিউটার নেটওয়ার্কে একটি সার্ভার থেকে ক্লায়েন্ট কম্পিউটারে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।
২৮। বেশিরভাগ প্রোগ্রামে এমন কি ব্যবহার করা হয় যা কোন কোন প্রোগ্রামারের অংশ এবং ব্যবহারকারীকে নির্দিষ্ট পদক্ষেপের জন্য গাইড করে?
উত্তর:
২৯। ৪টি ইংরেজি ফন্টের নাম লিখুন।
উত্তর Times New Roman, Berlin Sans FB, Arial Narrow, Bodoni MT.
৩০। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়?
উত্তরঃ ন্যানো সেকেন্ড
PDF Download
কম্পিউটার
১৬। পূর্ণরূপ লিখুনঃ a) http b) PIN
উত্তরঃ HTTP = Hypertext Transfer Protocol
PIN = Personal Identification Number
১৭। JPG কি ধরনের ফাইল?
উত্তরঃ JPEG বা JPG কাতে মূলতঃ ছবির একটি বুঝায়। ১৮। মাইক্রোপ্রসেসরের জনক কে?
উত্তরঃ মার্শিয়ান টেড হফ
১৯। 'ক্ষ' লিখতে বিজয় কী-বোর্ডের কোন বাটনগুলো প্রেস করতে হবে?
উত্তরঃ ক + ষ
২০। কম্পিউটারের স্থায়ী প্রতিশক্তিকে কি বলে?
উত্তর: ROM
২১। কম্পিউটারের ৪টি আউটপুট ডিভাইসের নাম লিখুন?
উত্তরঃ মনিটর, প্রিন্টার, হেডফোন, প্রজেক্টর
২২। প্রেগারিজম কি?
উত্তরঃ যদি নিজের পুরনো কিছু লেখা, কপি করে সেটিকে আবার নতুনভাবে কোনো জায়গায় paste করেন, তাহলে এটি হবে Self Plagiarism। অনেক সময় বিভিন্ন লেখক, তাদের পুরনো কিছু বিষয় নিয়ে লেখা জিনিস কে modify না করে, নতুন করে সেই পুরোনো জিনিস copy করে, একই লেখা লিখে দেয়। তাই এটা হল এক ধরনের প্রেগারিজম।
২৩। কম্পিউটারের মৌলিক গেইট কয়টি ও কি কি?
উত্তরঃ ডিজিটাল বর্তনীতে মৌলিক গেট তিনটি। AND, OR, NOT
২৪। F1 ফাংশন কী এর কাজ কি?
উত্তরঃ F1: প্রায় প্রতিটি প্রোগ্রামের হের ডায়ালগ বক্স ওপেন করা যায়।
২৫। প্রথম স্মার্টফোন কত সালে চালু হয়?
উত্তরঃ ১৯৯৪ সালে
২৬। মাইক্রোসফট Word এ নতুন প্লাইড তৈরির সংক্ষিপ্ত পদ্ধতি
উত্তরঃ ১. মাইক্রোসফট ওয়ার্ড চালুমাত্র নতুন ডকুমেন্ট তৈরি
২. কিবোর্ড শর্টকাট Ctrl + N কমান্ডের মাধ্যমে
৩. ফাইল ট্যাব থেকে Blank document সিলেক্ট করে
৪. ফাইল এক্সপ্লোরার (File Explorer)-এর রাইট ড্রপডাউন থেকে
২৭। কম্পিউটার থেকে ইন্টারনেটে ফাইল স্থানান্তরের প্রক্রিয়াকে কি বলে?
উত্তরঃ ফাইল ট্রান্সফার প্রোটোকল (Bs File Transfer Protocol) একটি স্ট্যান্ডার্ড যোগাযোগ প্রোটোকল যা কম্পিউটার নেটওয়ার্কে একটি সার্ভার থেকে ক্লায়েন্ট কম্পিউটারে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।
২৮। বেশিরভাগ প্রোগ্রামে এমন কি ব্যবহার করা হয় যা কোন কোন প্রোগ্রামারের অংশ এবং ব্যবহারকারীকে নির্দিষ্ট পদক্ষেপের জন্য গাইড করে?
উত্তর:
২৯। ৪টি ইংরেজি ফন্টের নাম লিখুন।
উত্তর Times New Roman, Berlin Sans FB, Arial Narrow, Bodoni MT.
৩০। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়?
উত্তরঃ ন্যানো সেকেন্ড