ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( BRDB ) এর MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF সহ



বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

পদের নামঃ উপজলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

পরীক্ষার তারিখঃ ১৪ অক্টোবর ২০২২

পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা

পূর্ণমান: ১০০


বাংলা অংশের সমাধানঃ

১. অনীক শব্দের অর্থ কি?
উত্তরঃ সৈনিক

২. ক্ষীয়মাণ এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ বর্ধমান

৩. 'Co-opted' - এর পরিভাষা কোনটি?
উত্তরঃ সহযোজিত

৪. কারাগারের রোজনামচা-
উত্তরঃ দিনলিপি

৫. বাক্য সংকোচন করুনঃ মৃত্তিকা দিয়ে তৈরি-
উত্তরঃ মৃন্ময়

৬. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ শুশ্রূষা

৭. 'Hand out' এর বাংলা পরিভাষা কোনটি?
উত্তরঃ জ্ঞাপনপত্র

৮. বাতাস শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ গন্ধবহ

৯. নিচের কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ কল্যাণীয়েষু

১০. বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা?
উত্তরঃ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

১১. 'আ মরি বাংলা ভাষা' এ প্রবাদে আ দ্বারা কি প্রকাশ পেয়েছে?
উত্তরঃ আনন্দ

১২. কোন শব্দের নারীবাচক শব্দ হয় না?
উত্তরঃ সভাপতি

১৩. নষ্ট হওয়া স্বভাব যার-
উত্তরঃ নশ্বর

১৪. বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা-
উত্তরঃ ছিন্নগল্প

১৫. নিচের কোন শব্দটির কোন লিঙ্গান্তর হয় না?
উত্তরঃ ঢাকী


সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ

১৬. বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযোদ্ধা হলে?
উত্তরঃ তারামন বিবি

১৭. ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?
উত্তরঃ মুন্সিগঞ্জ এবং ফরিদপুর

১৮. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তরঃ ৫টি [পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম]

১৯. গন্ডোয়ানাল্যান্ড কোন স্থানের পূর্বনাম?
উত্তরঃ দিনাজপুর

২০. ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম কি?
উত্তরঃ স্পরসো [SPARSO]

২১. বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে?
উত্তরঃ পঞ্চগড়ে

২২. বাংলাদেশে সর্ববৃহৎ সার কারখানা কোথায় অবস্থিত?
সঠিক উত্তর নাই [সঠিক উত্তর যমুনা সার কারখানা, এটি জামালপুর অবস্থিত]

২৩. বাংলাদেশের কোথায় প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপিত হয়?
উত্তরঃ টুঙ্গিপাড়া [গোপালগঞ্জ]

২৪. বাংলাদেশের পাহাড়শ্রেণির ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ কোনটি?
উত্তরঃ টারশিয়ারি

২৫. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
উত্তরঃ ষাট গম্বুজ মসজিদ

২৬. বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশ নেয়?
উত্তরঃ লস এঞ্জেলস

২৭. এদেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষা কে অবৈতনিক, সার্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে?
উত্তরঃ কুদরত-ই-খুদা কমিশন, ১৯৭২

২৮. ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৭টি

২৯. বাংলার প্রাচীনতম শিলালিপি 'ব্রাহ্মী লিপি' কোথায় পাওয়া গেছে?
উত্তরঃ মহাস্থানগড়

৩০. তিনবিঘা করিডোর কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ লালমনিরহাট

৩১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে?
উত্তরঃ ৪টি

৩২. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
উত্তরঃ এ. এন. এ. সাহা

৩৩. ঢাকা শহরের গোড়াপত্তন হয়?
উত্তরঃ মুঘল আমলে

৩৪.নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তরঃ ২ বছর

৩৫. কার্ল মার্ক্স নিচের কোন বইটির রচিয়তা?
উত্তরঃ Das Capital

৩৬. পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তরঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে

৩৭. গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত?
উত্তরঃ অস্ট্রেলিয়ায়

৩৮. "Adam's Peak" তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
উত্তরঃ শ্রীলঙ্কা

৩৯. তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ভারত-পাকিস্তান

৪০. ইউফ্রেটিস নদীর অন্য নাম কি?
উত্তরঃ ফোরাত

৪১. বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
উত্তরঃ বঙ্গ

৪২. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
উত্তরঃ ১৯১১ সালে

৪৩. WTO এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
উত্তরঃ জেনেভা

৪৪. ন্যাটো (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৯ সালে

৪৫. সোয়াচ অব নো গ্রাউন্ড বলতে কি বুঝায়?
উত্তরঃ বঙ্গোপসাগরের খাত

৪৬. আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক কে?
উত্তরঃ ব্যরন পিয়ারে দ্য কুবার্তা

৪৭. নিচের কোন দেশটি (Group of Seven) জি-৭ এর সদস্য নয়?
উত্তরঃ সুইডেন

৪৮. Sustainable Development Goals (SDGs) এর লক্ষ্য কয়টি?
উত্তরঃ ১৭ টি

৪৯. বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরবনের দক্ষিণে

৫০. সীমান্ত গান্ধী নামে পরিচিত কে?
উত্তরঃ আব্দুল গাফফার খান


বিজ্ঞান অংশের সমাধানঃ

৫১. বঙ্গবন্ধু-২ স্যাটালাইট কোন ধরনের স্যাটেলাইট হবে?
উত্তরঃ আর্থ অবজারভেশন স্যাটেলাইট

৫২. কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে?
উত্তরঃ পাললিক শিলা

৫৩. কোনটি নবায়ণযোগ্য সম্পদ?
উত্তরঃ বায়ু

৫৪. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো?
উত্তরঃ মিথেন

৫৫. হৃদপিন্ডের সংকোচন হওয়াকে বলা হয়?
উত্তরঃ সিস্টোল

৫৬. নিচের কোন প্রযুক্তি Face Recognition System - এর সহায়ক ভূমিকা পালন করে?
উত্তরঃ Applied Artificial Intelligence (AI)

৫৭. লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন?
উত্তরঃ উপরের কোনটি নয় [সঠিক উত্তরঃ ১২০ দিন বা ৪ মাস]

৫৮. কোন পানিতে অক্সিজেন এর পারিমাণ বেশি?
উত্তরঃ নদীর পানিতে

৫৯. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
উত্তরঃ স্ট্রাটোস্ফিয়ার

৬০. বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রুপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে?
উত্তরঃ লাউডস্পিকার

৬১. বাতাসের আদ্রতা মাপার যন্ত্রের নাম?
উত্তরঃ হাইগ্রোমিটার

৬২. কোথায় সাঁতার কাটা সহজ?
উত্তরঃ সমুদ্রে

৬৩. কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়?
উত্তরঃ ক্রোমোপ্লাস্ট

৬৪. Social Networking Sites এ যোগাযোগে কোনগুলো ব্যবহৃত হয়?
উত্তরঃ উপরের সবগুলো

৬৫. চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের?
উত্তরঃ ছয় ভাগের একভাগ


গণিত অংশের সমাধানঃ

৬৬. .১×০.০১×.০০১=?
উত্তরঃ ০.০০০০০১

৬৭. জনাব রেজা তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে অবশিষ্ট ৭,২০,০০০টাকা মেয়েকে দিলেন তার মোট সম্পদের মূল্য কত?
উত্তরঃ ২৪,০০,০০০ টাকা

৬৮.√০.০৯=কত?
উত্তরঃ ০.৩

৬৯. কোনটি বড়? ক) ½ খ) ⅘ গ) 5/7 ঘ) 5/9
উত্তরঃ খ) ⅘

৭০. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকবে?
উত্তরঃ ৬৩

৭১. কোন সংখ্যার তিনগুণের সাথে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষায ৭ বেশি হবে।
উত্তরঃ ১

৭২. একই ট্রেনের গতি ৬০ কিঃমিঃ / ঘন্টা। ১০০ মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে?
উত্তরঃ ৬ সেকেন্ড

৭৩. ⅖ এর 25%?
উত্তরঃ 0.1

৭৪. দুটি সংখ্যার ল.সা.গু ১৪০ ও গ.সা.গু ১২। একটি সংখ্যা ৪৮ হলে অপরটি কত?
উত্তরঃ ৩৬

৭৫. ৯০ ও ১০০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা কয়টি?
উত্তরঃ ১টি [৯৭]

৭৬. a+b+c=0 হলে, a3 +b3 +c3 এর মান কত?
উত্তরঃ 3abc

৭৭. (.1 x .01 x .001)/(.2 x .02 x .002) এর মান কত?
উত্তরঃ 1/8

৭৮. একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২৫০মিটার। ২০০ মিটার লম্বা একটি ট্রেনকে প্ল্যাটফর্ম অতিক্রম করতে ন্যূনতম কত দূরত্ব অতিক্রম করতে হবে?
উত্তরঃ ৪৫০ মিটার

৭৯. কোন স্থানে যতজন লোক প্রত্যেককে তত ৫ টাকা করে চাঁদা দেওয়ায় মোট 4500 টাকা আদায় হল। ওই স্থানের লোক সংখ্যা কত?
উত্তরঃ ৩০ জন

৮০. কোন ত্রিভুজের তিন বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
উত্তরঃ ৩৬০ ডিগ্রি


ইংরেজি অংশের সমাধানঃ

৮১. Will you mind ____ the accounts one more time?
উত্তরঃ checking

৮২. As this is his first job he will have to "put up with" the inconvenience. What is the meaning of the underlined words?
উত্তরঃ endure

৮৩. What is (all) the noise? The underlined word is a/an?
উত্তরঃ adjective

৮৪. _Nelson is a British warship. Put an article in the gap.
উত্তরঃ The

৮৫. The students— a protest march against the college authorities.
উত্তরঃ carried on

৮৬. What is the meaning of the word Emancipate?
উত্তরঃ liberate

৮৭. Find out the correct Spelling.
উত্তরঃ Secretariat

৮৮. I am quite _ home in Algebra.
উত্তরঃ at

৮৯. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ Embarrassment

৯০. The bird sings (sweetly). এখানে sweetly শব্দটি হচ্ছে?
উত্তরঃ adverb

৯১. What is the Antonym of the word Indigenous?
উত্তরঃ Foreign

৯২. What is (all) the noise? The underlined word is a/an?
উত্তরঃ adjective

৯৩. 'The day is declining' What is the Bengali meaning of this sentence?
উত্তরঃ বেলা পড়ে আসছে

৯৪. Which of the following sentence is Correct?
উত্তরঃ No news is good news.

৯৫. The word Bounty is closed to the meaning of?
উত্তরঃ Generosity

৯৬. Which one is the verb?
উত্তরঃ reopen

৯৭. Choose the correct indirect speech of– 'He said to me, Thank you.'
উত্তরঃ He thanked me.

৯৮. 'To have an axe to grind' means?
উত্তরঃ A selfish means to serve

৯৯. Choose the correct Sentence.
উত্তরঃ He has scarcely any money.

১০০. I wish I _ a king. Fill in the gap.
উত্তরঃ were

[ PDF Download ]



বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( BRDB) নিয়োগ বিগত সালের প্রশ্ন সমাধান

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( BRDB ) এর MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান PDF সহ"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All