ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুলাই ২০২২ PDF সহ

আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুলাই ২০২২ PDF সহ


আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুলাই ২০২২ PDF সহ

# ওইসিডি (OECD) কী?
উত্তরঃ উন্নত ৩৮টি দেশের অর্থনৈতিক সহযোগিতামূলক সংগঠন।

# জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে?
উত্তরঃ বিজয়া লক্ষ্মী পন্ডিত (ভারত)

# দ্য গার্ডিয়ান কী?
উত্তরঃ ব্রিটিশ সাময়িকী

# আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ওভারে সবচেয়ে এক্সপেনসিভ বোলারের নাম কী?
উত্তরঃ স্টুয়ার্ট ব্রড (৩৫ রান)

# 'জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর তথ্যমতে, স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ৩য় (১ম-ভারত, ২য় -চীন)

# জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?
উত্তরঃ ৭ম

# ইলিশ উৎপাদনে বিশ্বে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ প্রথম

# 'জি-৭' এর একমাত্র এশীয় সদস্যদেশ কোনটি? উত্তরঃ জাপান

# নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নম্বরকে কী বলে?
উত্তরঃ আইপি অ্যাড্রেস

# হিজবুল্লাহ আন্দোলন কোন দেশের সাথে সম্পর্কিত?
উত্তরঃ লেবাবন

# পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র কোনটি?
উত্তরঃ ইন্দোনেশিয়া

# নাকে দেয়ার কোভিড-১৯ টিকা ন্যাজাল ভ্যাকসিন আবিষ্কার করেছে কোন দেশ?
উত্তরঃ সুইডেন

# 'সোজন বাদিয়ার ঘাট' কাব্যের লেখক কে?
উত্তরঃ জসীমউদ্দীন

# বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কত সালে গঠিত হয়?
উত্তরঃ ১৯৮০ সালে

# 'দ্য ট্র্যাজেডি অফ হ্যামলেট, প্রিন্স অব ডেনমার্ক' নাটকটি কার লেখা?
উত্তরঃ উইলিয়াম শেক্সপিয়র

# পদার্থের ক্ষুদ্রতম কণার নাম 'পরমাণু' বা অ্যাটম' দেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ ডেমোক্রিটাস

# ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কত সালে গঠিত হয়?
উত্তর: ২০০৪ সালে।

# সর্বশেষ আন্তর্জাতিক হিসাব অনুযায়ী, বিশ্বে বাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান কততম?
উত্তর: ১৬৬তম।

# ফুলের গর্ভাশয় বড় হয়ে কীসে পরিণত হয়?
উত্তর: ফল।

# গণপ্রজাতন্ত্রী চীন ‘এক দেশ, দুই ব্যবস্থা নীতি বাস্তবায়ন করে কোন দেশে?
উত্তর: হংকং।

# ‘অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)'-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: প্যারিস, ফ্রান্স।

# গ্রিক পুরাণে আইন ও ন্যায়বিচারের দেবী বলা হয় কাকে?
উত্তর: থেমিস (Themis)।

# যুক্তরাষ্ট্রকে বাইবেলে বর্ণিত ‘পাহাড় শীর্ষে আলোকোজ্জ্বল নগর' হিসাবে দাবি করেছিলেন কে?
উত্তর: রোনাল্ড রিগ্যান।

# কোন আইনের অধীনে ‘বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)' গঠিত হয়?
উত্তর: বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১।

# 'হোজির নদ' কোন জেলায় অবস্থিত?
উত্তর: বাগেরহাট।

# বাংলাদেশের আইন অনুযায়ী, কত বছর বয়স পর্যন্ত কাউকে শিশু হিসাবে গণ্য করা হয়?
উত্তর: ১৮ বছর।

# যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস কত তারিখে পালিত হয়?
উত্তর: ৪ জুলাই (২০২২ সালে ২৪৬তম)।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুলাই ২০২২ PDF সহ"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All