আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জুলাই ২০২২ PDF সহ
# ‘হাকালুকি হাওড় কোথায় অবস্থিত?
উত্তর: মৌলভীবাজার।
# 'বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৭৬ সালে।
# মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে কখন জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়?
উত্তর: ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত।
# Organization of the Islamic Cooperation (OIC)' এর বর্তমান মহাসচিব কে?
উত্তর: হুসেইন ইব্রাহীম তাহা (চাদ)।
# ‘ছাতক সিমেন্ট কারখানা কোথায় অবস্থিত?
উত্তর: সুনামগঞ্জ ।
# কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে?
উত্তর: ১৯২০ সালে।
# 'গোবি মরুভূমি' কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: এশিয়া।
# বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি?
উত্তর: বরেন্দ্র গবেষণা জাদুঘর।
# 'সূর্য দীঘল বাড়ি' চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর: শেখ নিয়ামত শাকের।
# মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কবে গঠিত হয়?
উত্তর: ২৩ অক্টোবর, ২০০১।
# বাংলাদেশের একমাত্র ‘মৎস্য গবেষণা ইনস্টিটিউট” কোথায় অবস্থিত?
উত্তর: ময়মনসিংহ ।
# ‘সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর: ডাক ও টেলিযোগাযোগ ।
# ইউরোপীয় দেশগুলোর বহিঃসীমানার অন্তর্গত অঞ্চলে বিনা বাধায় যাতায়াতের অনুমতি গৃহীত হয় কোন চুক্তির ফলে?
উত্তর: শেনজেন চুক্তি।
# ‘বাইরাকটার টিবি-২' কোন দেশের তৈরি ড্রোন?
উত্তর: তুরস্ক।
# 'ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)' কত সালে গঠিত হয়?
উত্তর: ২০০৭ সালে।
# 'আকান' কোন দেশের ভাষা?
উত্তর: ঘানা।
# ইরানে ইসলামি বিপ্লব (ইরানি বিপ্লব) কত সালে সংঘটিত হয়?
উত্তর: ১৯৭৯ সালে।
# রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?
উত্তর: বলাকা ।
# ‘দাহরান পোর্ট' কোথায় অবস্থিত?
উত্তর: সৌদি আরব।
# মোজাম্বিকের মুদ্রার নাম কী?
উত্তর: মেটিকল।
# নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন কে ?
উত্তর: রাষ্ট্রপতি।
# হোয়াইট হ্যাট হ্যাকারকে কী বলা হয়?
উত্তর: এথিক্যাল হ্যাকার ।
# বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) 'মাঙ্কিপক্স সংক্রমণকে বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক জরুরি সতর্কতা ঘোষণা করেছে কবে?
উত্তর: ২৩ জুলাই, ২০২২।
# 'মিডিয়া মোগল' কার উপাধি?
উত্তর: রুপার্ট মারডক।
# কত সালে সৌদি আরবে প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
উত্তর: ১৯৩২ সালে।
# রোম কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: টিবের।
# বাংলাদেশের প্রথম ইকোপার্কটি কোথায় অবস্থিত?
উত্তর: সীতাকুণ্ড, চট্টগ্রাম।