PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জুলাই ২০২২ PDF সহ

আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জুলাই ২০২২ PDF সহ


আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জুলাই ২০২২ PDF সহ


# ‘হাকালুকি হাওড় কোথায় অবস্থিত?
উত্তর: মৌলভীবাজার।

# 'বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৭৬ সালে।

# মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে কখন জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়?
উত্তর: ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত।

# Organization of the Islamic Cooperation (OIC)' এর বর্তমান মহাসচিব কে?
উত্তর: হুসেইন ইব্রাহীম তাহা (চাদ)।

# ‘ছাতক সিমেন্ট কারখানা কোথায় অবস্থিত?
উত্তর: সুনামগঞ্জ ।

# কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে?
উত্তর: ১৯২০ সালে।

# 'গোবি মরুভূমি' কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: এশিয়া।

# বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি?
উত্তর: বরেন্দ্র গবেষণা জাদুঘর।

# 'সূর্য দীঘল বাড়ি' চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর: শেখ নিয়ামত শাকের।

# মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কবে গঠিত হয়?
উত্তর: ২৩ অক্টোবর, ২০০১।

# বাংলাদেশের একমাত্র ‘মৎস্য গবেষণা ইনস্টিটিউট” কোথায় অবস্থিত?
উত্তর: ময়মনসিংহ ।

# ‘সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর: ডাক ও টেলিযোগাযোগ ।

# ইউরোপীয় দেশগুলোর বহিঃসীমানার অন্তর্গত অঞ্চলে বিনা বাধায় যাতায়াতের অনুমতি গৃহীত হয় কোন চুক্তির ফলে?
উত্তর: শেনজেন চুক্তি।


# ‘বাইরাকটার টিবি-২' কোন দেশের তৈরি ড্রোন?
উত্তর: তুরস্ক।

# 'ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)' কত সালে গঠিত হয়?
উত্তর: ২০০৭ সালে।

# 'আকান' কোন দেশের ভাষা?
উত্তর: ঘানা।

# ইরানে ইসলামি বিপ্লব (ইরানি বিপ্লব) কত সালে সংঘটিত হয়?
উত্তর: ১৯৭৯ সালে।

# রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?
উত্তর: বলাকা ।

# ‘দাহরান পোর্ট' কোথায় অবস্থিত?
উত্তর: সৌদি আরব।

# মোজাম্বিকের মুদ্রার নাম কী?
উত্তর: মেটিকল।

# নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন কে ?
উত্তর: রাষ্ট্রপতি।

# হোয়াইট হ্যাট হ্যাকারকে কী বলা হয়?
উত্তর: এথিক্যাল হ্যাকার ।

# বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) 'মাঙ্কিপক্স সংক্রমণকে বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক জরুরি সতর্কতা ঘোষণা করেছে কবে?
উত্তর: ২৩ জুলাই, ২০২২।

# 'মিডিয়া মোগল' কার উপাধি?
উত্তর: রুপার্ট মারডক।

# কত সালে সৌদি আরবে প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
উত্তর: ১৯৩২ সালে।

# রোম কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: টিবের।

# বাংলাদেশের প্রথম ইকোপার্কটি কোথায় অবস্থিত?
উত্তর: সীতাকুণ্ড, চট্টগ্রাম।
[ Download PDF ]

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!