PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুন ২০২২ PDF সহ

আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুন ২০২২ PDF সহ


আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুন ২০২২ PDF সহ



# শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানীর নাম কী?
উত্তরঃ শ্রী জয়বর্ধনপুর কোট্টে

# জাতিসংঘের 'ওশান সমম্মেলন -২০২২' কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তরঃ লিসবন (পর্তুগাল)

# 'ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI) কোন দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা?
উত্তরঃ যুক্তরাষ্ট্র

# বর্তমান জার্মানির মুদ্রা ওয়েসমার্ক' এর পূর্ব নাম কী ছিল?
উত্তরঃ রেইচমার্ক

# মৃত্যের সৎকারের জন্য 'চিলঘর' ব্যবহার করে কোন ধর্মাবলম্বীরা?
উত্তরঃ জোরোস্ট্রীয়

# 'আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা ( IRENA) এর বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ১৬৭টি (সর্বশেষ সদস্য- সান মেরিনো)

# 'গারুদা' কোন দেশের বিমান সংস্থা?
উত্তরঃ ইন্দোনেশিয়া

# প্রথম বিশ্বকাপ ফুটবলে মোট কয়টি দল অংশগ্রহণ করে?
উত্তরঃ ১৩টি (১৯৩০)

# 'পার্টনারস ইন দ্য ব্লু প্যাসিফিক' এর সদস্য সংখ্যা কয়টি?
উত্তরঃ ৫টি


# আর্মেনিয়া ও আজারবাইজান কোন ভূ খন্ড নিয়ে সংঘর্ষে লিপ্ত?
উত্তরঃ নাগার্নো- কারা বাখ

# বাংলাদেশ কত সালে 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' পরিকল্পনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়?
উত্তরঃ ২০১৬ সালে

# 'পোড়ামাটির সেনাবাহিনী ( Terracotta Army) কোন দেশের প্রত্নবস্তু?
উত্তরঃ চীন

# সুইস ব্যাংকিং আইনের ধারাটি বিশ্বব্যাপী কী নামে পরিচিত?
উত্তরঃ আর্টিকেল -৪৭

# কত সালে 'দ্য গ্রান্ড কাউন্সিল অব জেনেভা প্রথম ব্যাংক গোপনীয়তা আইন প্রণয়ন করেছিল?
উত্তরঃ ১৭১৩ সালে

# কোনো কারণে সংসদ ভেঙ্গে গেলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে?
উত্তরঃ ৯০ দিন

# বিশ্বের প্রাচীনতম পতাকা কোনটি, যা আজও ব্যবহৃত হচ্ছে?
উত্তরঃ ডেনব্রুেগ (ডেনমার্ক)

# মাইকেল মধুসূদন দত্ত কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২৯ জুন, ১৮৭৩।

# ক্রিস্টোফার কলম্বাস কত সালে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন?
উত্তর: ১৪৯২ সালে।

# ‘বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)'-এর বর্তমান সদস্য সংখ্যা কতটি?
উত্তর: ১৮৭ (সর্বশেষ সদস্য- নাউরু)।

# 'ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সী ফর অ্যাসাইলাম (EUAA)'-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ভালেটে, মাল্টা।

# কমপ্লেক্স কম্পিউটারের নকশা তৈরি করেন কে?
উত্তর: ড. স্টিবিজ

# ফুটবল খেলায় ব্যবহৃত ‘VAR’ এর পূর্ণরূপ কী?
উত্তর: Video Assistant Referee.

# তাসমান সাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
উত্তর: কুক প্রণালি।

# 'জি-৭ সম্মেলন-২০২২' কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: জার্মানি (৪৮তম)

# 'I Have a Dream' শীর্ষক বিখ্যাত ভাষণটি কে দেন?
উত্তর: মার্টিন লুথার কিং।

# বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি?
উত্তর: নাউরু

# ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)' এর বর্তমান প্রধান (ব্যবস্থাপনা পরিচালক) কে?
উত্তর: ক্রিস্টালিনা জর্জিয়েভা (বুলগেরিয়া)।

# সম্পূর্ণ বাংলায় দেশের সর্বপ্রথম ব্রাউজার কোনটি?
উত্তরঃ দুরন্ত।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!