ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জুন ২০২২ PDF সহ

আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জুন ২০২২ PDF সহ


আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জুন ২০২২ PDF সহ



☞ ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)' এর বর্তমান গভর্নর কে?
উত্তর: শক্তিকান্ত দাস (২৫তম)।

☞ রাখাইনদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম কী?
উত্তর: সাংগ্রাই ।

☞ ফ্রান্সের গুয়াদলুপ দ্বীপের ম্যানগ্রোভ বনে সন্ধান পাওয়া বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়াটি কোন প্রজাতির?
উত্তর: থিওমারগারিতা ম্যাগনিফিকা।

☞ ‘দ্য ইন্ডিয়া অ্যাহেড' গ্রন্থটির লেখক কে?
উত্তর: এস. জয়শঙ্কর।

☞ তাজিকিস্তানের রাজধানীর নাম কী?
উত্তর: দুশানবে।

☞ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৯৯ সালে।

☞ পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে কয়টি জেলায় হাওর রয়েছে? উত্তর: ৭টি।

☞ শহীদজননী জাহানারা ইমাম কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২৬ জুন, ১৯৯৪।

☞ কত সাল থেকে প্রতিবছর ২৬ জুন, জাতিসংঘ ঘোষিত ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস' হিসাবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে?
উত্তর: ১৯৮৮ সাল।


☞ দুটি প্রাণী একসঙ্গে পাশাপাশি অবস্থান করার ফলে যদি একটি প্রাণী উপকৃত হয় এবং অন্যটি ক্ষতিগ্রস্থ হয়, তখন এ ধরনের সম্পর্ককে কী বলে?
উত্তর: পরজীবিতা।

☞ ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নিযুক্ত হন কে?
উত্তর: শেরেবাংলা এ কে ফজলুল হক।

☞ IMEI এর পূর্ণরূপ কী?
উত্তরঃ International Mobile Equipment Identity.

☞ 'ডটার অব দ্য ইস্ট (Daughter of the East)' বলা হয় কাকে?
উত্তরঃ বেনজির ভুট্টো, পাকিস্তান

☞ বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয়?
উত্তরঃ ২টি (০,১)

☞ জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান 'নিপোর্ট (NIPORT)' কোথায় অবস্থিত?
উত্তরঃ আজিমপুর, ঢাকা

☞ ‘ওয়াল স্ট্রীট' কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউইয়র্ক

☞ ‘আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর বর্তমান মহাপরিচালক কে?
উত্তরঃ গাই রাইডার (যুক্তরাষ্ট্র)

☞ বঙ্গবন্ধু আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন?
উত্তরঃ ১৯৬৬ সালে

☞ বাসযোগ্য শহরের তালিকায় বর্তমানে ঢাকার অবস্থান কত?
উত্তরঃ ১৬৬ তম

☞ ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান ‘তমদ্দুন মজুলিশ' কার নেতৃত্বে গঠিত হয়?
উত্তরঃ অধ্যাপক আবুল কাশেম

☞ ‘আন্তর্জাতিক পরমানু শক্তি সংস্থা ( IAEA)'এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ভিয়েনা, অস্ট্রিয়া

☞ ‘দহগ্রাম ছিটমহল' কোথায় অবস্থিত?
উত্তরঃ পাটগ্রাম, লালমনিরহাট।

☞ ‘আনতারা ( ANTARA)' কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা?
উত্তরঃ ইন্দোনেশিয়া

☞ ওপেক (OPEC) এর বর্তমান সদস্য দেশ কয়টি?
উত্তরঃ ১৩টি (সর্বশেষ - কঙ্গো)

☞ 'সেন্টমার্টিন দ্বীপ'-এ '-এর অপর নাম কী?
উত্তরঃ নারিকেল জিঞ্জিরা

☞ বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
উত্তরঃ যশোর

☞ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ২৩ জুন ১৯৪৯

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জুন ২০২২ PDF সহ"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All