আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জুন ২০২২ PDF সহ
☞ ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)' এর বর্তমান গভর্নর কে?
উত্তর: শক্তিকান্ত দাস (২৫তম)।
☞ রাখাইনদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম কী?
উত্তর: সাংগ্রাই ।
☞ ফ্রান্সের গুয়াদলুপ দ্বীপের ম্যানগ্রোভ বনে সন্ধান পাওয়া বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়াটি কোন প্রজাতির?
উত্তর: থিওমারগারিতা ম্যাগনিফিকা।
☞ ‘দ্য ইন্ডিয়া অ্যাহেড' গ্রন্থটির লেখক কে?
উত্তর: এস. জয়শঙ্কর।
☞ তাজিকিস্তানের রাজধানীর নাম কী?
উত্তর: দুশানবে।
☞ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৯৯ সালে।
☞ পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে কয়টি জেলায় হাওর রয়েছে? উত্তর: ৭টি।
☞ শহীদজননী জাহানারা ইমাম কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২৬ জুন, ১৯৯৪।
☞ কত সাল থেকে প্রতিবছর ২৬ জুন, জাতিসংঘ ঘোষিত ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস' হিসাবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে?
উত্তর: ১৯৮৮ সাল।
☞ দুটি প্রাণী একসঙ্গে পাশাপাশি অবস্থান করার ফলে যদি একটি প্রাণী উপকৃত হয় এবং অন্যটি ক্ষতিগ্রস্থ হয়, তখন এ ধরনের সম্পর্ককে কী বলে?
উত্তর: পরজীবিতা।
☞ ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নিযুক্ত হন কে?
উত্তর: শেরেবাংলা এ কে ফজলুল হক।
☞ IMEI এর পূর্ণরূপ কী?
উত্তরঃ International Mobile Equipment Identity.
☞ 'ডটার অব দ্য ইস্ট (Daughter of the East)' বলা হয় কাকে?
উত্তরঃ বেনজির ভুট্টো, পাকিস্তান
☞ বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয়?
উত্তরঃ ২টি (০,১)
☞ জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান 'নিপোর্ট (NIPORT)' কোথায় অবস্থিত?
উত্তরঃ আজিমপুর, ঢাকা
☞ ‘ওয়াল স্ট্রীট' কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউইয়র্ক
☞ ‘আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর বর্তমান মহাপরিচালক কে?
উত্তরঃ গাই রাইডার (যুক্তরাষ্ট্র)
☞ বঙ্গবন্ধু আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন?
উত্তরঃ ১৯৬৬ সালে
☞ বাসযোগ্য শহরের তালিকায় বর্তমানে ঢাকার অবস্থান কত?
উত্তরঃ ১৬৬ তম
☞ ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান ‘তমদ্দুন মজুলিশ' কার নেতৃত্বে গঠিত হয়?
উত্তরঃ অধ্যাপক আবুল কাশেম
☞ ‘আন্তর্জাতিক পরমানু শক্তি সংস্থা ( IAEA)'এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ভিয়েনা, অস্ট্রিয়া
☞ ‘দহগ্রাম ছিটমহল' কোথায় অবস্থিত?
উত্তরঃ পাটগ্রাম, লালমনিরহাট।
☞ ‘আনতারা ( ANTARA)' কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা?
উত্তরঃ ইন্দোনেশিয়া
☞ ওপেক (OPEC) এর বর্তমান সদস্য দেশ কয়টি?
উত্তরঃ ১৩টি (সর্বশেষ - কঙ্গো)
☞ 'সেন্টমার্টিন দ্বীপ'-এ '-এর অপর নাম কী?
উত্তরঃ নারিকেল জিঞ্জিরা
☞ বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
উত্তরঃ যশোর
☞ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ২৩ জুন ১৯৪৯