ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২১ সাম্প্রতিক প্রশ্নোত্তর ( PDF সহ )



কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২১ সাম্প্রতিক প্রশ্নোত্তর ( PDF সহ )


বাংলাদেশ

প্রশ্ন : দেশে নির্মিতব্য নতুন দু'টি ভূমি জরিপ প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: পটুয়াখালী ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট ও যশোর ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট।

প্রশ্ন : বর্তমানে দেশে চালুকৃত ফায়ার স্টেশনের সংখ্যা কতটি?
উত্তর: ৪৫৬টি। চলমান প্রকল্পের কাজ শেষ হলে ফায়ার স্টেশনের সংখ্যা হবে ৫৬৫টি।

প্রশ্ন: ২৮ অক্টোবর ২০২১ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) কোন স্টক এক্সচেঞ্জে ‘কমোডিটি এক্সচেঞ্জ' প্রতিষ্ঠায় প্রাথমিক অনুমোদন দেয়?
উত্তর: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE)।

প্রশ্ন : ২৫ অক্টোবর ২০২১ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কার নামে নামকরণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়?
উত্তর: বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব।

প্রশ্ন: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা প্রেস ক্লাবে কবে 'বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্ৰ' (বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার) উদ্বোধন করা হয়?
উত্তর: ২৮ অক্টোবর ২০২১।


প্রশ্ন : উপন্যাসিকা কী?
উত্তর: উপন্যাসিকা এমন ধরনের সাহিত্যকর্ম, যা ছোটগল্পের চেয়ে বড় আবার উপন্যাসের চেয়ে ছোট এবং যা সাধারণত কাল্পনিক ও বর্ণনামূলক।

প্রশ্ন : জলবায়ু সংকট মোকাবিলা ও দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কোন ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেয়?
উত্তর: ডক্টর অব লিটারেচার (ডি-লিট)।

প্রশ্ন: দেশে করোনা চিকিৎসায় মানুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয় কবে?
উত্তর: ৮ নভেম্বর ২০২১

প্রশ্ন : কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে?
উত্তর: ২০টি।


আন্তর্জাতিক

প্রশ্ন : ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP26 কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ৩১ অক্টোবর-১৩ নভেম্বর ২০২১।

প্রশ্ন: ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP26 কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: গ্লাসগো, স্কটল্যান্ড।

প্রশ্ন: MoTTV Creations Limited কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?
উত্তর: উগান্ডা।

প্রশ্ন: IPTV'র পূর্ণরূপ কী?
উত্তর: Intemet Protocol Television।

প্রশ্ন: ৬ অক্টোবর ২০২১ জাপানের শ্রমিক ইউনিয়ন রেঙ্গো (RENGO)-এর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কে?
উত্তর: তোমোকো ইয়োশিনো।

প্রশ্ন : ২ নভেম্বর ২০২১ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র নির্বাচিত হন কে?
উত্তর: এরিক এডামস।

প্রশ্ন : জার্মানির আইনসভার নিম্নকক্ষ বুন্দেসটাগের তৃতীয় নারী স্পিকার কে?
উত্তর: বেয়ার্বেল বাস।

প্রশ্ন ৪ নভেম্বর ২০২১ কোন দেশে বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর উদ্বোধন করা হয়?
উত্তর: সৌদি আরব।

প্রশ্ন। টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (IPLF) কোন দেশ ভিত্তিক সংগঠন?
উত্তর: ইথিওপিয়া।

প্রশ্ন: ১৫ অক্টোবর ২০২১ ইতালির নতুন জাতীয় এয়ারলাইন্স হিসেবে কারা যাত্রা শুরু করে?
উত্তর: ITA Airways

প্রশ্ন : PNS Tughril (F261) কোন দেশের যুদ্ধজাহাজ?
উত্তর: পাকিস্তান (নির্মাতা চীন)।

প্রশ্ন: প্রথম নারী হিসেবে মহাকাশে হাঁটেন কে?
উত্তর: ভেতলানা সার্ভিতসকায়া (রাশিয়া)

প্রশ্ন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বোর্ডের চেয়ারম্যান কে?
উত্তর: আঙুলা মিয়া সিং বাইস।

প্রশ্ন : প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন কে?
উত্তর: জেসিকা ওয়াটকিনস (সম্ভাব্য তারিখ ১৫ এপ্রিল ২০২২)।

প্রশ্ন: ১৯তম NAM সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ২০২৩ সালে, উগান্ডা।

প্রশ্ন: যুক্তরাজ্যের প্রতিষ্ঠান রোলস রয়েলস নির্মিত দ্রুততম বৈদ্যুতিক বিমানের নাম কী?
উত্তর: Spirit of Innovation।


ক্রীড়াঙ্গন

প্রশ্ন : টানা চার বলে চার উইকেট পেলে ক্রিকেটের পরিভাষায় তাকে কী বলে?
উত্তর: ডাবল হ্যাটট্রিক।

প্রশ্ন টি-২০ বিশ্বকাপে ৪ বলে ৪ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার কে?
উত্তর: কার্টিস ক্যামফার (আয়ারল্যান্ড)।

প্রশ্ন: ICC'র নন টেস্ট প্লেয়িং দেশ হিসেবে টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে প্রথম জয় পাওয়া দেশ কোনটি?
উত্তর: নামিবিয়া।

প্রশ্ন: অষ্টম টি-২০ বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৬ অক্টোবর-১৩ নভেম্বর ২০২২ অস্ট্রেলিয়া।

প্রশ্ন: ২০২৫ সালে নবম চ্যাম্পিয়নস ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: পাকিস্তান।

প্রশ্ন : ২০২৯ সালে দশম চ্যাম্পিয়নস ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ভারত।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

2 Responses to "কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২১ সাম্প্রতিক প্রশ্নোত্তর ( PDF সহ ) "

  1. Thank you for sharing useful information with us. please keep sharing like this. And if you are searching a unique and Top University in India, Colleges discovery platform, which connects students or working professionals with Universities/colleges, at the same time offering information about colleges, courses, entrance exam details, admission notifications, scholarships, and all related topics. Please visit below links:

    Advantages of Getting Master of Computer Application (MCA) Degree After Graduation

    What are the career and jobs opportunities after Master of Computer application (MCA)

    ReplyDelete

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All