PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক প্রশ্নোত্তর অক্টোবর ২০২১ ( PDF সহ)

কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক প্রশ্নোত্তর অক্টোবর ২০২১ ( PDF সহ)


কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক প্রশ্নোত্তর অক্টোবর ২০২১ ( PDF সহ)


বাংলাদেশ

প্রশ্ন : ২১ সেপ্টেম্বর ২০২১ প্রধানমন্ত্রী SDG অর্জনে কোন পদক লাভ করেন?
উত্তর: এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড।

প্রশ্ন : বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১১৬তম।

প্রশ্ন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমান সাক্ষরতার হার কত?
উত্তরঃ ৭৫.৬%।

প্রশ্ন: বিইউ শিম-৭ এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।

প্রশ্ন: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২১' জাতীয় সংসদে পাশ হয় কবে?
উত্তর: ১৫ সেপ্টেম্বর ২০২১।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত?
উত্তর: ২৯২.১১ মা.ড বা ২৪,৮৩০ টাকা (১ মা.ড = ৮৫ টাকা ধরে)।

প্রশ্ন : ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ-এর নতুন নাম কী?
উত্তর: দ্য ইন্টারন্যাশনাল অ্যাকর্ড ফর হেলথ অ্যান্ড সেফটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা ইন্টারন্যাশনাল অ্যাকর্ড।

প্রশ্ন: ২৪ আগস্ট ২০২১ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত মার্কিন ডলারে পৌঁছে?
উত্তর: ৪৮.০৪ বিলিয়ন মার্কিন ডলার।

প্রশ্ন বাংলাদেশ সরকার এ পর্যন্ত বিশ্বের কতটি দেশের সাথে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি করেছে?
উত্তর: ৪৪টি।

প্রশ্ন : রাষ্ট্রীয় মালিকানাধীন বেতার কেন্দ্রের সংখ্যা কতটি?
উত্তর: ১৪ টি।

প্রশ্ন: পদ্মা সেতুর ওপর সর্বশেষ রোড | প্ল্যাব কবে বসানো হয়?
উত্তর: ২৩ আগস্ট ২০২১।

প্রশ্ন: বাংলাদেশ ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) নারী উন্নয়ন সংস্থার সংবিধিতে স্বাক্ষর করে কবে?
উত্তর: ১৪ সেপ্টেম্বর ২০২১।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে কতটি করোনার টিকা প্রয়োগ হচ্ছে?
উত্তর: ৪টি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না ও সিনোফার্ম।


প্রশ্ন : পদ্মা সেতুর নিরাপত্তার লক্ষ্যে কোন দু'টি থানা প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: ‘পদ্মা সেতু উত্তর’ ও ‘পদ্মা সেতু দক্ষিণ'।

প্রশ্ন: মার্কিন বিচার বিভাগে প্রথম বাংলাদেশি বিচারক (জজ) হিসেবে নিয়োগ পান কে?
উত্তর: নুসরাত চৌধুরী।

প্রশ্ন: ৬ সেপ্টেম্বর ২০২১ কোন দেশে 'বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার' উদ্বোধন করা হয়?
উত্তর: ভারতের নয়াদিল্লির প্রেসক্লাব অব ইন্ডিয়ায়।

প্রশ্ন : বর্তমানে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কতটি?
উত্তর: ১৪৬টি।

প্রশ্ন : AIP'র পূর্ণরূপ কী?
উত্তর: Agricultural Important Person।
প্রশ্ন: বাংলাদেশ ও ভারত 'মৈত্রী দিবস' কবে?
উত্তর: ৬ ডিসেম্বর।

আন্তর্জাতিক

প্রশ্ন: মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI কবে ৯/১১ হামলার নথি প্রকাশ করে?
উত্তর: ১২ সেপ্টেম্বর ২০২১।

প্রশ্ন : বিশ্বে প্রথম স্থায়ী করোনার টিকা হিসেবে অনুমোদন পায় কোনটি?
উত্তর: ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা।

প্রশ্ন : 'পাঞ্জশি'র শব্দের অর্থ কী?
উত্তর: পাঁচ সিংহ। ফারসি পাঞ্জ শের থেকে এ নামের উৎপত্তি। পাঞ্জশির বর্তমানে আফগানিস্তানের একটি প্রদেশ।

প্রশ্ন: সর্বাধুনিক কমব্যাট ড্রোন 'আকিনচি' (Akinci) কোন দেশের তৈরি?
উত্তর: তুরস্ক।

প্রশ্ন: যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
উত্তর : Secretary of State for Foreign, Commonwealth and Development Affairs | পূর্বনাম: Secretaries of State for Foreign and Commonwealth Affairs

প্রশ্ন: মহাকাশে প্রথম অপেশাদার নভোচারী নিয়ে SpaceX'র ড্রাগন করে রওনা দেয়?
উত্তর: ১৬ সেপ্টেম্বর ২০২১।

প্রশ্ন: হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জালালুদ্দিন হাক্কানি।

প্রশ্ন: আফগানিস্তানে তালেবান সরকার গঠন করে কবে?
উত্তর: ৭ সেপ্টেম্বর ২০২১।

প্রশ্ন : কানাডার পার্লামেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো জয়লাভ করে কোন দল?
উত্তর: বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি

প্রশ্ন : ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (IPI) প্রথম নারী চেয়ারম্যান কে?
উত্তর : খাদিজা প্যাটেল (দক্ষিণ আফ্রিকা)।


প্রশ্ন: ২০২১ সালের ইউএস ওপেনের পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হয় কে?
উত্তর: পুরুষ : দানিল মেদভেদেভ (রাশিয়া) ও নারী : এমা রাদুকানু (যুক্তরাজ্য)। বিজ্ঞান-প্রযুক্তি

প্রশ্ন: পাবজি (PUBG) কোন দেশ ভিত্তিক ভিডিও গেম?
উত্তর: দক্ষিণ কোরিয়া।

প্রশ্ন: PUBG'র পূর্ণরূপ কী?
উত্তর: PlayerUnknown's Battlegrounds প্রশ্ন Li-Fi প্রযুক্তি কী?
উত্তর: Li-Fi (Light Fidelity) একটি ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি।

প্রশ্ন : Li-Fi প্রযুক্তি কে, কবে উদ্ভাবন করেন?
উত্তর: জার্মান বিজ্ঞানী হ্যারল্ড হ্যাস, ২০১১ সালে।

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. সাব-ইন্সপেক্টর ও পুলিশ সার্জেন্ট নিয়োগ গাইড টা দিন

    ReplyDelete
  2. amakkay Daily current affiars add da

    ReplyDelete

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!