ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক প্রশ্নোত্তর অক্টোবর ২০২১ ( PDF সহ)

কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক প্রশ্নোত্তর অক্টোবর ২০২১ ( PDF সহ)


কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক প্রশ্নোত্তর অক্টোবর ২০২১ ( PDF সহ)


বাংলাদেশ

প্রশ্ন : ২১ সেপ্টেম্বর ২০২১ প্রধানমন্ত্রী SDG অর্জনে কোন পদক লাভ করেন?
উত্তর: এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড।

প্রশ্ন : বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১১৬তম।

প্রশ্ন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমান সাক্ষরতার হার কত?
উত্তরঃ ৭৫.৬%।

প্রশ্ন: বিইউ শিম-৭ এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।

প্রশ্ন: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২১' জাতীয় সংসদে পাশ হয় কবে?
উত্তর: ১৫ সেপ্টেম্বর ২০২১।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত?
উত্তর: ২৯২.১১ মা.ড বা ২৪,৮৩০ টাকা (১ মা.ড = ৮৫ টাকা ধরে)।

প্রশ্ন : ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ-এর নতুন নাম কী?
উত্তর: দ্য ইন্টারন্যাশনাল অ্যাকর্ড ফর হেলথ অ্যান্ড সেফটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা ইন্টারন্যাশনাল অ্যাকর্ড।

প্রশ্ন: ২৪ আগস্ট ২০২১ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত মার্কিন ডলারে পৌঁছে?
উত্তর: ৪৮.০৪ বিলিয়ন মার্কিন ডলার।

প্রশ্ন বাংলাদেশ সরকার এ পর্যন্ত বিশ্বের কতটি দেশের সাথে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি করেছে?
উত্তর: ৪৪টি।

প্রশ্ন : রাষ্ট্রীয় মালিকানাধীন বেতার কেন্দ্রের সংখ্যা কতটি?
উত্তর: ১৪ টি।

প্রশ্ন: পদ্মা সেতুর ওপর সর্বশেষ রোড | প্ল্যাব কবে বসানো হয়?
উত্তর: ২৩ আগস্ট ২০২১।

প্রশ্ন: বাংলাদেশ ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) নারী উন্নয়ন সংস্থার সংবিধিতে স্বাক্ষর করে কবে?
উত্তর: ১৪ সেপ্টেম্বর ২০২১।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে কতটি করোনার টিকা প্রয়োগ হচ্ছে?
উত্তর: ৪টি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না ও সিনোফার্ম।


প্রশ্ন : পদ্মা সেতুর নিরাপত্তার লক্ষ্যে কোন দু'টি থানা প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: ‘পদ্মা সেতু উত্তর’ ও ‘পদ্মা সেতু দক্ষিণ'।

প্রশ্ন: মার্কিন বিচার বিভাগে প্রথম বাংলাদেশি বিচারক (জজ) হিসেবে নিয়োগ পান কে?
উত্তর: নুসরাত চৌধুরী।

প্রশ্ন: ৬ সেপ্টেম্বর ২০২১ কোন দেশে 'বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার' উদ্বোধন করা হয়?
উত্তর: ভারতের নয়াদিল্লির প্রেসক্লাব অব ইন্ডিয়ায়।

প্রশ্ন : বর্তমানে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কতটি?
উত্তর: ১৪৬টি।

প্রশ্ন : AIP'র পূর্ণরূপ কী?
উত্তর: Agricultural Important Person।
প্রশ্ন: বাংলাদেশ ও ভারত 'মৈত্রী দিবস' কবে?
উত্তর: ৬ ডিসেম্বর।

আন্তর্জাতিক

প্রশ্ন: মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI কবে ৯/১১ হামলার নথি প্রকাশ করে?
উত্তর: ১২ সেপ্টেম্বর ২০২১।

প্রশ্ন : বিশ্বে প্রথম স্থায়ী করোনার টিকা হিসেবে অনুমোদন পায় কোনটি?
উত্তর: ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা।

প্রশ্ন : 'পাঞ্জশি'র শব্দের অর্থ কী?
উত্তর: পাঁচ সিংহ। ফারসি পাঞ্জ শের থেকে এ নামের উৎপত্তি। পাঞ্জশির বর্তমানে আফগানিস্তানের একটি প্রদেশ।

প্রশ্ন: সর্বাধুনিক কমব্যাট ড্রোন 'আকিনচি' (Akinci) কোন দেশের তৈরি?
উত্তর: তুরস্ক।

প্রশ্ন: যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
উত্তর : Secretary of State for Foreign, Commonwealth and Development Affairs | পূর্বনাম: Secretaries of State for Foreign and Commonwealth Affairs

প্রশ্ন: মহাকাশে প্রথম অপেশাদার নভোচারী নিয়ে SpaceX'র ড্রাগন করে রওনা দেয়?
উত্তর: ১৬ সেপ্টেম্বর ২০২১।

প্রশ্ন: হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জালালুদ্দিন হাক্কানি।

প্রশ্ন: আফগানিস্তানে তালেবান সরকার গঠন করে কবে?
উত্তর: ৭ সেপ্টেম্বর ২০২১।

প্রশ্ন : কানাডার পার্লামেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো জয়লাভ করে কোন দল?
উত্তর: বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি

প্রশ্ন : ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (IPI) প্রথম নারী চেয়ারম্যান কে?
উত্তর : খাদিজা প্যাটেল (দক্ষিণ আফ্রিকা)।


প্রশ্ন: ২০২১ সালের ইউএস ওপেনের পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হয় কে?
উত্তর: পুরুষ : দানিল মেদভেদেভ (রাশিয়া) ও নারী : এমা রাদুকানু (যুক্তরাজ্য)। বিজ্ঞান-প্রযুক্তি

প্রশ্ন: পাবজি (PUBG) কোন দেশ ভিত্তিক ভিডিও গেম?
উত্তর: দক্ষিণ কোরিয়া।

প্রশ্ন: PUBG'র পূর্ণরূপ কী?
উত্তর: PlayerUnknown's Battlegrounds প্রশ্ন Li-Fi প্রযুক্তি কী?
উত্তর: Li-Fi (Light Fidelity) একটি ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি।

প্রশ্ন : Li-Fi প্রযুক্তি কে, কবে উদ্ভাবন করেন?
উত্তর: জার্মান বিজ্ঞানী হ্যারল্ড হ্যাস, ২০১১ সালে।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

2 Responses to "কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক প্রশ্নোত্তর অক্টোবর ২০২১ ( PDF সহ)"

  1. সাব-ইন্সপেক্টর ও পুলিশ সার্জেন্ট নিয়োগ গাইড টা দিন

    ReplyDelete
  2. amakkay Daily current affiars add da

    ReplyDelete

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All