PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

প্রশ্নঃ 'এ' ধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য আলোচনা অথবা, এ ধ্বনি উচ্চারণের যে কোনাে পাঁচটি নিয়ম

'এ' ধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য আলোচনা অথবা, এ ধ্বনি উচ্চারণের যে কোনাে পাঁচটি নিয়ম

প্রশ্ন: 'এ' ধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য আলোচনা অথবা, এ ধ্বনি উচ্চারণের যে কোনাে পাঁচটি নিয়ম

প্রশ্ন: 'এ' ধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য আলোচনা অথবা, এ ধ্বনি উচ্চারণের যে কোনাে পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ। 

উত্তর : 'এ'-ধ্বনির দু'রকম উচ্চারণ পাওয়া যায় - সংবৃত ও বিবৃত।
সংবৃত উচ্চারণ : এ উচ্চারণ অনেকটা ইংরেজি মেন (men)-এর এ-এর মতাে।
পদের অন্তে এ সংবৃত হয়।
উদাহরণ : দিকে, পথে, ঘাটে, কাঁদে ইত্যাদি।
তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত এ' সংবৃত হয়।
উদাহরণ : দেশ, শেষ, প্রেম ইত্যাদি।
এ যুক্ত কোনাে সর্বনাম পদ একাক্ষর (monosyllabic) বিশিষ্ট হলে উক্ত এ সংবৃত হয়।
উদাহরণ : কে, যে, সে ইত্যাদি।
'হ' কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে পূর্ববর্তী 'এ'  সংবৃত হয়।
উদাহরণ :দেহ, কেহ, কেষ্ট ইত্যাদি।
ই-কার কিংবা উ-কারের পূর্ববর্তী 'এ' সংবৃত হয়।
উদাহরণ : দেখি, রেণু, বেলুন ইত্যাদি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!