PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর



  1. চলিত ভাষা কি নামে পরিচিত মৌখিক ভাষা
  2. বাংলা ভাষার রূপ কয়টি- ২টি (লেখ্যবূপ ও কথ্যরূপ)
  3. বাংলা চলিত রীতির প্রবর্তক কে- প্রমথ চৌধুরী
  4. কোন পত্রিকাকে চলিত রীতির মুখপাত্র বলা হয়- সবুজপত্র, (সম্পাদক-প্রমথ চৌধুরী, ১৯১৪)
  5. লেখ্য ভাষার রূপ দুটির নাম কি- সাধু ও চলিত
  6. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য- ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
  7. সাধু ভাষার প্রয়ােগ সর্বপ্রথম কে করেন। রামমােহন রায়, (বেদান্ত গ্রন্থে ১৮১৫ সালে)
  8. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ কে রচনা করেন। রাজা রামমােহন রায়
  9. ক্রিয়াপদ- কখনাে কখনাে বাক্যে উহ্য থাকতে পারে
  10. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযােগী- নাটকের সংলাপে
  11. পৃথিবীর আদি ভাষা গােষ্ঠীর নাম- ইন্দো ইউরোেপিয়ান
  12. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন- শ্রীকৃষ্ণ কীর্তন
  13. ব্যাকরণের কাজ কি- ভাষার অভ্যন্তরীন শৃঙ্খলা আবিষ্কার করা
  14. বাংলায় শব্দ গঠনে কত প্রকার প্রত্যয় ব্যবহৃত হয়- ৩
  15. ব্যাকরণের আলােচ্য বিষয়- ৪টি (ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপত্ত্ব, বাক্যত্ত্ব, অর্থত্ত্ব)
  16. বাংলা শব্দতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে- রবীন্দ্রনাথ ঠাকুর
  17. শব্দের মূল একক- ধ্বনি
  18. গৌড়ীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়- ১৮৩৩ (লেখক-রাজা রামমােহন, প্রথম ব্যাকরণ)
  19. ডঃ মুহম্মদ শহিদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব- গৌড়ীয় প্রাকৃত থেকে
  20. সাধ ভাষার শব্দে ঙ্গ এর স্থলে চলিত ভাষায় ব্যবহৃত হয়- ঙ
  21. কোন বাক্যটি গুরুচন্ডালী দোষমুক্ত- সে এখন স্কুলে যাবে
  22. চলিত ভাষার রীতির ক্ষেত্রে উপযুক্ত- পরিবর্তনশীল
  23. পার হইয়া এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে হবে- পেরিয়ে
  24. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়- সাধু ভাষায়
  25. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি- বি+আ+ কৃ+অন
  26. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলােচিত হয়- অর্থতত্তব
  27. পাণিনি কে ছিলেন- বৈয়াকরণিক
  28. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন- এনবি হ্যালহেড
  29. প্রয়ােগ শব্দটি কিভাবে গঠিত- প্রযুজ (যােগ্য করা) + ঘঞ
  30. ণত বিধি সাধারণত কোন শব্দে প্রযাজ্য- তৎসম
  31. উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ- প্রত্যয়জনিত
  32. নারীকে সম্বােধনের ক্ষেত্রে প্রযােজ্য- শ্রদ্ধাস্পদাসু
  33. বিদেশি শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় না- ষ।
  34. অতৎসম শব্দে ব্যবহার হয় না-ণ

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. আপনাদের পিডিএফ গুলো আমার অনেক উপকারে আসে।যা লিখে শেষ করা যাবে না।কিছু পিডিএফ ফাইল ঝামেলা করে। আশা রাখি www.PDF Drive.com এদের মতো সহজে ডাউনলোড করতে পারি। ধন্যবাদ Exambd পরিবারকে।

    ReplyDelete

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!