ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

মুক্তিযুদ্ধ থেকে যে প্রশ্নগুলো বারবার আসে PDF সহ




বিসিএস, বিশ্ববিদ্যালয় প্রস্তুতি ও বিভিন্ন চাকুরির পরিক্ষায় মুক্তিযুদ্ধ থেকে যে প্রশ্নগুলো বারবার
আসে তা নিম্নে দেওয়া হল। আপনি চাইলে PDF আকারেও ডাউনলোড করে নিতে পারেন

☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন - ইন্দিরা গান্ধী
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন - নিকোলাই পদগর্ণি।
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী ছিলেন -আলেক্সেই কোসিগিন।
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন - রিচার্ড নিক্সন।
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন - হেনরি কিসিঞ্জার।
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে চীনের প্রেসিডেন্ট ছিলেন - দোং বিষু।
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে চীনের প্রধানমন্ত্রী ছিলেন - ঝু এনলাইন।
☞ মুক্তিযুদ্ধকালীন নিজস্ব ডাকটিকিট প্রবর্তন করা হয় - ২৯ জুলাই, ১৯৭১।
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে ডাক বিভাগের প্রথম পোস্টমাস্টার ছিলেন - মওদুদ আহমেদ।
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রথম ডাকটিকিটের নকশা করেন - বিমান মল্লিক।
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে ডাকটিকিটগুলো ছাপানো হয় - ইংল্যান্ডের ফরম্যাট ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেস হতে।

☞ শহীদ বুদ্ধিজীবী দিবস - ১৪ ডিসেম্বর।
☞ মুক্তিযুদ্ধে নিহত একমাত্র নারী সাংবাদিক -সেলিনা পারভীন।
☞ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পূর্বাঞ্চলীয় কমান্ডার লেঃ জেনারেল নিয়াজীর নিকট যুদ্ধ বন্ধ এবং আত্নসমর্পনের
প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন - ১৪ ডিসেম্বর, ১৯৭১।
☞ পাক বাহিনী আত্নসমর্পন করে - ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৪ টা ৩১ মিনিটে।
☞ পাক বাহিনী আত্মসমর্পণ করে - রেসকোর্স ময়দানে।
☞ জেনারেল নিয়াজি আত্মসমর্পনের জন্য যোগাযোগ করে - মার্কিন দুতাবাসে।
☞ আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বাক্ষর করেন - ২ জন।
☞ পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন - জেনারেল নিয়াজি।
☞ যৌথবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন - লে. জে. জগজিৎ সিং অরোরা।
☞ আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন - এ.কে. খন্দকার।
☞ আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না - এম এ জি ওসমানী (সিলেটে ছিলেন)।
☞ বাংলাদেশের পক্ষে আত্মসমর্পণ দলিল তৈরি করেন - জ্যাকব, নাগরা ও কাদের সিদ্দিকী।
☞ পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণ দলিল তৈরি করেন - নিয়াজি, রাও ফরমান ও জামশেদ।
☞ নিয়াজি আত্মসমর্পণ করেন - ৯১,৫৪৯ জন সৈন্য নিয়ে।

☞ মুক্তিযুদ্ধে একমাত্র মহিলা কমান্ডার ছিলেন -আশালতা বৈদ্য (কোটালিপাড়া, গোপালগঞ্জ)।
☞ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন - বঙ্গবন্ধু।
☞ মুক্তিযুদ্ধের সেক্টর ছিল - ১১ টি।
☞ মুক্তিযুদ্ধের সাব-সেক্টর ছিল - ৬৪ টি।
☞ ১০ নং সেক্টর ছিল - নৌ সেক্টর।
☞ নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না - ১০ নং
সেক্টরে।
☞ দেশকে ১১ টি সেক্টরে ভাগ করেছিলেন - তাজউদ্দিন আহমেদের
নির্দেশে এম এ জি ওসমান গণি।

★মুক্তিযুদ্ধ বিষয়ে বিসিএস ও অন্যান্য
প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে
এমন কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের
বিশেষ আয়োজন।
১. বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির
জনকের নাম কী?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন
সেক্টরের অধীনে ছিলো?
উত্তরঃ দুই নম্বর সেক্টর
৩. অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?

উত্তর : ইয়াহিয়া খান
৪. সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?
উঃ শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)
৫. ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংক্ষা কত ছিলো?
উত্তরঃ প্রায় দশ লক্ষ
৬.মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?
উত্তরঃ এম. মনসুর আলি।
৭. সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম কী ছিলো?
উত্তরঃ এম. এফ
৮.রাজাকার বাহিনি গঠন করেন কে?
উত্তরঃ মওলানা এ কে এম ইউসুফ
৯.১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?
উত্তরঃ ৩রা december
১০. মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উত্তরঃ আগারগাও
১১. কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?
উত্তরঃ জুলফিকার আলী ভুট্ট
১২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৩. মুক্তিবাহিনী কবে গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই
১৪. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর: ১১টি সেক্টরে
১৫. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
উত্তর: ১৪ ডিসেম্বর
১৬. মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?
উত্তর: প্রায় ৩০ লাখ
১৭. মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?
উত্তর: চারটি
১৮. মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?

উত্তর: ‘জয় বাংলা’।
১৯. যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?
উত্তর: ১৯৭১ সালের ২১ নভেম্বর
২০. আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তভুর্ক্ত ছিল?
উত্তরঃ ১০নং সেক্টর
২১. শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যিদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান
কৌশল ছিল কোনটি?
উত্তরঃ গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ
২২. শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে
ছয়দফা ঘোষনা করেন?
উ: ২৩ মার্চ ১৯৬৬
২৩. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম
২৪. ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ মেজর খালেদ মোশারফ
২৫. মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিলো?
উত্তরঃ মুক্তিফৌজ
২৬. কবে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা করা হয় ?
উ: ৩ মার্চ ১৯৭১
২৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধ২৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?
উত্তরঃ ৬৭৬ জন
২৮.মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী মুক্তিযোদ্ধা কে কে?
উত্তরঃ ডা. সেতারা বেগম ও তারামন বিবি
২৯. কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৭ই মার্চ ১৯৭৩
৩০. বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল

উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১
৩১.মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তরঃ মওলানা আবদুল হামিদ খান ভাসানী
৩২.মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন??
উত্তরঃ তাজউদ্দিন আহমেদ
৩৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম ৩৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম – উত্তরঃ যশোর
৩৪. মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিলো?
উত্তরঃ যুক্তরাজ্য
৩৫.১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম?
উত্তরঃ অপারেশন সার্চ লাইট
৩৬.কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
উত্তরঃ১৪ই ডিসেম্বর
৩৭. শরনার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার?
উত্তরঃ ভারত সরকার
৩৮. মার্ক টলী কোন সংবাদ মাদ্যমের সাংবাদিক?
উত্তরঃ বিবিসি
৩৯.সাইমন ড্রিং কে ছিলেন?
উত্তরঃ ব্রিটিশ সাংবাদিক
৪০.বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের? ?
উত্তরঃ ডাচ
৪১.মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল ?
উত্তরঃ ৩ টি
৪২.আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়?
উত্তরঃ ঢাকা সেনানিবাসে।
৪৩. বাংলার মুক্তি সনদ’ হিসেবে কি পরিচিত?
উত্তরঃ ৭ই মার্চের ভাষন
৪৪.সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’?
উত্তরঃ আইভরি কোস্ট
৪৫. কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?

উত্তরঃ মেজর জেনারেল জ্যাকব
৪৬.  ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত?
উত্তরঃ জুলফিকার আলী ভুট্টো
৪৭. মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত?
উত্তরঃ বিচারপতি আবু সায়িদ চৌধুরী
৪৮.মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?
উত্তরঃ যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস


Download link


SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

1 Response to "মুক্তিযুদ্ধ থেকে যে প্রশ্নগুলো বারবার আসে PDF সহ"

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All