ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

প্রাচীন বাংলার জনপদসমূহ PDF সহ



প্রাচীন বাংলার জনপদসমূহ


☞ প্রাচীনকালে বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলোর নাম দেওয়া হয়েছিল - জনপদ।

☞ বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম - পুণ্ড্র।

☞ বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র - মহাস্থানগড়।

☞ প্রাচীন পুণ্ড্রনগর অবস্থিত - মহাস্থানগড়।

☞ মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল - পুণ্ড্রনগর।

☞ বাংলাদেশে প্রাচীন লিপি পাওয়া যায় - পুন্ড্র জনপদে পাথরের চাকতিতে খোদাই করা লিপি থেকে।

☞ বরেন্দ্র বলতে বোঝায় - উত্তরবঙ্গকে।


☞ হিউয়েন সাঙের বিবরণ অনুসারে কামরূপ ছিল - সমতট জনপদ।

☞ রাঢ় জনপদের লোকের প্রকৃতি - অত্যন্ত নিষ্ঠুর ও রূঢ়।

☞ ‘গঙ্গারিডই’ নামক প্রাচীন শক্তিশালী রাজ্যটি অবস্থিত - গঙ্গা নদীর তীরে।

☞ গৌড়ের রাজধানী - কর্ণসুবর্ণ।

☞ বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল - বঙ্গ।

☞ প্রাচীনকালে এদেশের নাম ছিল - বঙ্গ।

☞ বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল - বঙ্গ।

☞ রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত - বরেন্দ্রভূমি।

☞ প্রাচীন গৌড় নগরীর যে অংশবিশেষ বাংলাদেশের যে জেলায় অবস্থিত - চাঁপাইনবাবগঞ্জ।

☞ গৌড়ের স্বাধীন নরপতি শশাঙ্কের রাজধানী ছিল - কর্ণসুবর্ণ।

☞ মহাস্থানগড় যে বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন - মৌর্য।

☞ প্রাচীন বাংলার যে এলাকা কর্ণসুবর্ণ নামে কথিত হতো - মুর্শিদাবাদ।

☞ বর্তমান বাংলাদেশের যে অংশকে সমতট বলা হতো - কুমিল্লা ও নোয়াখালী।



☞ বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হলো - হরিকেল।

☞ যে শতকে বঙ্গ ও গৌড় নামে দুইটি স্বাধীন জনপদের উদ্ভব হয় - ষষ্ঠ।

☞ প্রাচীন বাংলায় যে অঞ্চল বাংলার পূর্বাংশে অবস্থিত ছিল - হরিকেল।

☞ চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম - হরিকেল।

☞ সিলেট প্রাচীন যে জনপদের অন্তর্ভুক্ত - হরিকেল।

☞ প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা - চট্টগ্রাম।

☞ প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত - বর্ধমান।

☞ সমগোত্রীয় শহর - শ্রীহট্ট, বিক্রমপুর, জাহাঙ্গীরনগর।


Download link

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All