ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

BCS প্রস্ততি: সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর Pdf সহ



📌 নতুন সড়ক পরিবহন আইন- ২০১৮ কার্যকর হয়- ১
নভেম্বর, ২০১৯।
📌 সম্প্রতি জাপানের সেরা তরুণ বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়েছেন- ডা. আরিফ।
📌 বিশ্বব্যাংকে বাংলাদেশের নতুন বিকল্প নির্বাহী পরিচালক- মােহাম্মদ শফিউল আলম।
📌 বাংলাদেশ জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে- ২৬ সেপ্টেম্বর, ২০১৯।
📌 বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা- ১৬৭টি।
📌 বাংলাদেশে মােট হাইওয়ে থানার সংখ্যা- ৩৬টি।
📌 বাংলাদেশে বর্তমানে পৌরসভার সংখ্যা- ৩২৯টি। (সর্বশেষ- শ্যামনগর, সাতক্ষীরা)।
📌 এ পর্যন্ত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনূদিত হয়েছে- ১৩টি ভাষায় (সর্বশেষ - ইতালিয়ান ভাষায়)।
📌 রুশ ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী' অনুবাদ করেন- ভিতালি ভি নাওমকিন।
📌 বর্তমানে দেশের বৃহত্তম পানি শােধনাগর- পদ্মা (জশলদিয়া) পানি শােধনাগার, লৌহজং, মুন্সিগঞ্জ।
📌 দেশের প্রথম হাইব্রীড বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হবে- ফেনীর সােনাগাজীতে।
📌 ভারতে বাংলাদেশের ৬ষ্ঠ মিশন হতে যাচ্ছে- তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে।
📌 সম্প্রতি বারােমাসি সজনের নতুন জাত উদ্ভাবন করেছে- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)।
📌 দেশের দ্বিতীয় পূর্ণাঙ্গ ট্যানারিপল্লী গড়ে তােলা হবে- বঙ্গবন্ধু শিল্পনগরীতে (মিরসরাই, চট্টগ্রাম)।
📌 গড়ে প্রতিবছর প্রবাসীরা যে পরিমাণ অর্থ দেশে পাঠায়- ১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার।
📌 জাতিসংঘের পরিবেশ কর্মসূচীর ‘ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ডে হিরাে’ এর স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের যে প্রতিষ্ঠান- আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি।

📌 বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে- মিয়ানমারে।
📌 মাননীয় প্রধানমন্ত্রী ২০১৯ সালকে যে বছর হিসেবে ঘােষণা করেছেন- এপিআই ও ফার্মাসিউটিক্যাল শিল্প বছর।
📌 চলতি অর্থবছরে এডিপিতে বরাদ্দের পরিমাণ- ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা।
📌 বর্তমানে দেশে ব্যাংক ঋণ পুনঃতফসিল করা যাবে কত শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে- ২%।
📌 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী ভিসি- শিরিন আখতার।
📌 পােশাক রপ্তানিতে শীর্ষ তিন দেশ (২০১৮-১৯)- চীন।
(প্রথম), ভিয়েতনাম (দ্বিতীয়) ও বাংলাদেশ (তৃতীয়)।
📌 ‘নিঃসঙ্গ নক্ষত্র' উপন্যাসের রচয়িতা- সাদাত হােসাইন।
📌 বর্তমানে বাংলাদেশে অতি দারিদ্র্যের হার- ১১.৩%।
📌 অতি দারিদ্র্যের হার কত শতাংশ হলে কোন দেশকে
দারিদ্র্যমুক্ত দেশ বলা যায়- ৩% এর নিচে।
📌 ইউরােপীয় ইউনিয়নে পােশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান- ২য়।
📌 যুক্তরাষ্ট্রে পােশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান- ৩য়।
📌 বিশ্বে পােশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান- ৩য়।
📌 বিবিএস এর তথ্য মতে, বাংলাদেশী নাগরিকদের খাদ্যে দৈনিক মাথাপিছু ব্যয়- ৬০ টাকা।
📌 সম্প্রতি আর্ক-এশিয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সােনারগাঁও-এ।
📌 নির্মিতব্য পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা- ১৩২০ মেগাওয়াট।
📌 স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
📌 স্বর্ণ মজুদে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র।
📌 রৌপ্য উৎপাদনে শীর্ষ দেশ- মেক্সিকো।
📌 পেঁয়াজ উৎপাদনে শীর্ষ দেশ- চীন।


📌 পেঁয়াজ আমদানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র।
📌 পেয়াজ রপ্তানিতে শীর্ষ দেশ- নেদারল্যান্ডস।
📌 দেশে অনলাইনে প্রবসীদের ভােটার হওয়ার কার্যক্রম প্রথম শুরু করা হয় যে দেশের প্রবাসীদের মাধ্যমে- মালয়েশিয়া।
📌 বাংলাদেশে মােবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে- ১৬টি প্রতিষ্ঠান।
📌 সম্প্রতি প্রথম বাংলাদেশী নারী হিসেবে নাসায় নিয়ােগ পেয়েছেন- মাহজাবীন হক।
 📌 দক্ষিণ এশিয়ার দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান- দ্বিতীয় ।
📌 বর্তমানে দেশে মােট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা- ১৫৪টি
(সরকারি- ৪৯টি এবং বেসরকারি- ১০৫টি)।
📌 দেশ বিভাগকে কেন্দ্র করে রচিত ‘অসুখী দিন' উপন্যাসের রচয়িতা- কথাসাহিত্যিক শাহীন আখতার।
📌 ২০১৯ সালে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূণিঝড়ের সংখ্যা - ৭টি (বাংলাদেশ ও ভারতে আঘাত হানে- ২টি, ফণী ও বুলবুল)।
📌 দেশে বর্তমানে তরুণ জনসংখ্যা- ২২%।
📌 দেশে বর্তমানে মেডিকেল কলেজের সংখ্যা- ১১১টি
(সরকারি- ৩৬টি, বেসরকারি ৬৯টি এবং সেনাবাহিনী
নিয়ন্ত্রিত- ৬টি)।  
📌 ঘূর্ণিঝড় বুলবুল উৎপত্তি হয়- বঙ্গোপসাগর থেকে।
📌 ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশে আঘাত হানে- ৯ নভেম্বর, ২০১৯ ।
📌 বুলবুল হচ্ছে- ফারসি ভাষার শব্দ, এর স্ত্রীবাচক শব্দ বুলবুলি। (অর্থ- মাথায় ঝুটি আছে এমন কালচে বাদামি রঙের ছােট গায়ক পাখি বিশেষ)।
📌 ঘূর্ণিঝড় বুলবুলের নামকরণ করে- পাকিস্তান।
২০১৯ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সমূহ:-
২০১৯ সালে নভেম্বর মাস পর্যন্ত বঙ্গোপসাগরে মােট ৭টি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে যেগুলাে বঙ্গোপসাগরের উপকূলবর্তী দেশগুলোতে আঘাত হেনেছে।


📌 পামুক যে দেশে আঘাত হানে - চীন।
📌 ফণী যে দেশে আঘাত হানে - ভারত ও বাংলাদেশ।
📌 বায়ু যে দেশে আঘাত হানে - ভারত।
📌 হিক্কা যে দেশে আঘাত হানে - ভারত।
📌 কায়ার যে দেশে আঘাত হানে - ভারত।
📌 মাহা যে দেশে আঘাত হানে - ভারত।
📌 বুলবুল যে দেশে আঘাত হানে -  ভারত ও বাংলাদেশ।
📌 বৈশ্বিক স্বাস্থ্য সূচকে বাংলাদেশের অবস্থান- ৮৮তম।
📌 স্বাস্থ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান- ১১৩ তম।
📌 পৃথিবী থেকে পােলিও নির্মূলের অন্যতম নায়ক হিসেবে বিবেচনা করা হয়- বাংলাদেশের এসএম আমজাদকে।
📌 ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ' প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২১ সালে।
📌 বর্তমানে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা- পল্লী বিদ্যুতায়ন বাের্ড (আরইবি)।
📌 দেশে প্রথমবারের মতাে সাবমেরিন ক্যাবল ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে- চট্টগ্রামের সন্দ্বীপে।
📌 পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে- বাংলাদেশে (১১ নভেম্বর, ১৯৭০)।
📌 ১৯৬০ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের সংখ্যা- ৩৬টি।
📌 ২০১৮ সালে জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশের অবস্থান- প্রথম।


📌 দেশে অভ্যন্তরীণ বিমানবন্দর চালু আছে- ৮টি।
📌 জাতিসংঘের ২০১৯ সালের সুশাসন সূচকে বাংলাদেশ- ১৪৮তম (শীর্ষে- দক্ষিণ কোরিয়া)।
📌 ২০১৯-২০ অর্থবছরের বাজেট মােট জিডিপির- ১৮.১%।
📌 পাট দিয়ে তৈরি ঢেউটিন- জুটিন (উদ্ভাবক- ড. মুবারক আহমেদ খান)।
📌 বর্তমানে রপ্তানিতে চামড়া খাতের অবদান- ৪%।
📌 বাংলাদেশে সেবাখাত রয়েছে - ২১টি।
📌 সম্প্রতি হাইকোর্ট যে নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘােষণা করেছে- তুরাগ নদী।
📌 বাংলাদেশের প্রথম বাশ উদ্যান- সিলেটে।
📌 ‘তমব্রু' শরণার্থী শিবির অবস্থিত- বান্দরবানে।
📌 বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল- সুসানে গীতি।
📌 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-২' উৎক্ষেপণ করা হবে- ২০২৩ সালের মধ্যে।
📌 ‘আপন দলের মানুষ' ছােটগল্পটির রচয়িতা- নির্মলেন্দু গুণ।
📌 এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চশিক্ষিত বেকারে সংখ্যায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
📌 প্রায় ৫০০-৮০০ বছরের পুরনাে সুলতানি আমলে নির্মিত বিখ্যাত ‘গলাকাটা মসজিদ অবস্থিত- ঝিনাইদহের বরোবাজারে।
📌 ‘রাইজিং সাইলেন্স’ হচ্ছে সম্প্রতি লন্ডনে প্রদর্শিত একাত্তরের বীরাঙ্গনাদের নিয়ে ব্রিটিশ-বাংলাদেশি নির্মাতা লিসা গাজী কর্তৃক নির্মিত পুরস্কারজয়ী তথ্যচিত্র।
📌 সম্প্রতি বাংলাদেশ থেকে অস্ত্র কিনতে আগ্রহ দেখিয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র।
📌 সম্প্রতি দেশে চালু হওয়া জমির মালিক হিসেবে নিবন্ধন করার ডিজিটাল পদ্ধতির নাম- ‘ই-নামজারি'।
📌 জাতীয় নদী রক্ষা কমিশনের বর্তমান চেয়ারম্যান- ড. মুজিবর রহমান হাওলাদার।
📌 প্রথমবারের মতাে লন্ডন স্টক এক্সচেঞ্জে চালু হওয়া 'টাকা বন্ড' এর নাম- বাংলা বন্ড।
📌 বর্তমানে বাংলাদেশে অনুমতি পাওয়া বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা- ৪৪টি (পূর্ণ সম্প্রচারে আছে- ৩০টি, সম্প্রচারের অপেক্ষায় আছে- ১১টি এবং ফ্রিকোয়েন্সি পায়নি ৩টি)।
📌 বাংলাদেশের বাইরে আর কতটি দেশে বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার আছে- ১৪টি।
📌 দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস- দারাজ ম বাংলাদেশ।
📌 সর্বাধিক রাষ্ট্র ভ্রমণ করা প্রথম বাংলাদেশি- নাজমুন নাহার (১৩৫টি রাষ্ট্র)।
📌 সম্প্রতি যুক্তরাষ্ট্রের ‘পিচ টর্চ অ্যাওয়ার্ড' পুরস্কার পেয়েছেন - বাংলাদেশের নাজমুন নাহার।
📌 বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া পরবর্তী সাইক্লোনের নাম হবে - পবন (নামকরণ করেছে শ্রীলঙ্কা)।
📌 বর্তমানে বাংলাদেশে শিশু মৃত্যুর হার- ৪%।


📌 সারাদেশে জাতীয় জরুরী তথ্যসেবা ‘৯৯৯ চালু হয় -
১২ ডিসেম্বর, ২০১৭ সালে।
📌 ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার - মুহাম্মদ ইমরান।
📌 ২০২০ সালে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হবে- সপ্তম ।
📌 'গুলিয়াখালি সমুদ্র সৈকত' অবস্থিত- মুরাদপুর, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
📌 বাংলাদেশ পেঁয়াজ আমদানি করে- ৮টি দেশ থেকে (ভারত, পাকিস্তান, চীন, মিয়ানমার, মিশর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং উজবেকিস্তান)। 
📌 বাংলাদেশ সরকার পাটের মােড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে- ১৭টি পণ্যে।
📌 ‘মুজিব বর্ষ উদযাপনের সময়সীমা- ১৭ মার্চ, ২০২০ সাল থেকে ২৬ মার্চ, ২০২১ সাল পর্যন্ত। 
📌 সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যের এলপিজি রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে- ত্রিপুরা। 
📌 দেশে আয়কর মেলা প্রবর্তন করা হয় - ২০১০ সালে। 
📌 আয়কর মেলা-২০১৯ এর সময়সীমা- ১৪-২০ নভেম্বর।
📌 বঙ্গবন্ধু স্যাটেলাইট-২' যে ধরনের স্যাটেলাইট হিসেবে কাজ করবে- হাইব্রিড স্যাটেলাইট (বঙ্গবন্ধু-১ হলাে কমিউনিকেশন স্যাটেলাইট)।
📌 ‘ঘুষের হুমকির ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান - ১৭৮তম।
📌 বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্রের নাম- ‘ইতি, তােমারই ঢাকা। 
📌 প্রস্তাবিত 'খান জাহান আলী' বিমানবন্দর নির্মাণ করা হবে - বাগেরহাটের রামপালে।
📌 সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ‘হারপার কলিন্স' থেকে প্রকাশিত বাংলা উপন্যাস- ‘বাবু বাংলাদেশ’ (রচয়িতা- সদ্য প্রয়াত গবেষক ড. নুমাইর আতিফ চৌধুরী)।
📌 নিরাপদে বাইসাইকেল চলাচলের জন্য দেশে প্রথমবারের মতাে আলাদা লেন তৈরি করা হয়েছে - রাজধানীর আগারগাঁওয়ে।
 📌 সম্প্রতি দীপ্তি টিভি কর্তৃক জলবায়ু নিয়ে নির্মিত অ্যানিমেশন ছবির নাম- টুমরাে। 
📌 আর্ক এশিয়ার নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ এম আহমেদ (বাংলাদেশ)।
📌 সম্প্রতি দেশে যে ওষুধ কোম্পানীর উৎপাদন, আমদানি ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে- রেনিটিডিন।
📌 বর্তমানে দেশে ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান- ৩৬টি।
📌 বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বর্তমানে বিদেশে মােট বাংলাদেশির সংখ্যা- ১ কোটি ১৫ লাখ।
📌 রােহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাব উত্থাপন করেন- ৪ দফা।
📌 সম্প্রতি দেশের বাইরে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কার্যক্রম শুরু হয়েছে- চীনের ওয়াংঝুতে।
📌 পদ্মা সেতুর মাধ্যমে দেশের প্রবৃদ্ধি বাড়বে- ১%।
 📌 এইচএসবিসির তথ্যমতে, ২০১৯ সালে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি হবে- ৮%। 
📌 দেশে চালু হওয়া ‘দেশি পেমেন্ট ও লাইফস্টাইল' অ্যাপের নাম- ডিমানি।
📌 বর্তমানে দেশে চালুকৃত স্থলবন্দর- ১২টি (মােট স্থলবন্দর ২৪টি, ২৪তম স্থলবন্দর- ভােলাগঞ্জ, সিলেট)। 
📌 সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা করা হয়েছে - জাতিসংঘ সদরদপ্তরে। 
📌 চট্টগ্রামে শেখ মুজিব শিল্পনগরে বিনিয়ােগ করেছে ৫৯টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান।
📌 সম্প্রতি হলিউডের চলচ্চিত্র বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে কাজের সুযােগ পাওয়া দুই তরুণ চলচ্চিত্রকার- আরিফুর রহমান এবং রেজওয়ান শাহরিয়ার। 
📌 সম্প্রতি লন্ডনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের তালিকায় স্থান পেয়েছে- বাংলাদেশের টিউলিপ সিদ্দিক। 
📌 প্রধানমন্ত্রীর ভারত সফরে সমঝােতা স্মারক স্বাক্ষরিত হয় - ৭টি এবং যৌথ প্রকল্প উদ্বোধন করা হয়- ৩টি। 
📌 চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ফেনী নদী থেকে ভারতকে পানি দিবে- ১.৮২ কিউসেক।
📌 গবাদি পশুতে সংক্রমণ হওয়া দেশের নতুন ভাইরাস- লাম্পি স্কিন ডিজিজ। 
📌 দেশে সবচেয়ে বেশি পেয়াজ উৎপাদিত হয়- পাবনা জেলার সুজানগর উপজেলায়। 
📌 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্যমতে, ২০৩০ সালে বাংলাদেশ হবে বিশ্বের- ২৪তম অর্থনীতির দেশ। 
📌 বাংলাদেশ আইসিটি পণ্য রপ্তানি করে- ৩৫টি দেশে।
📌 সম্প্রতি ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে- নওগাঁর নৃত্য নিকেতন। 


📌 বাংলাদেশের পােশাক রপ্তানিতে বর্তমান প্রবৃদ্ধি- ১১.৮১%। 
📌 সম্প্রতি তিনদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসা জাপানের দুটি যুদ্ধ জাহাজের নাম- বানজো এবং তাকাশিমা । 
📌 সম্প্রতি ইউনেস্কো বাংলাদেশের যে শহরকে ‘WCC (World Craft City for Jamdani) হিসেবে স্বীকৃতি দিয়েছে- সােনারগাঁও (নারায়ণগঞ্জ)। 
📌 বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়েছে- রংপুর বিভাগে।
 📌 বাংলাদেশে দারিদ্র্যের হার কমেছে- বরিশাল বিভাগে। 
📌 জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এর গভর্নিং বাের্ডের চেয়ারপার্সন- প্রধানমন্ত্রী। 
📌 বাংলাদেশ ব্যাংকের নিকট থেকে এজেন্ট ব্যাংকিং এর লাইসেন্স পেয়েছে- ২১ টি ব্যাংক (কার্যক্রম পরিচালনা করছে- ১৯টি ব্যাংক)।
📌 মােংলা বন্দরের পূর্বনাম- চালনা বন্দর ।
📌 ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষা- চাকমা। 
📌 সর্বপ্রথম ডেঙ্গু ভাইরাসের জীবনরহস্য উন্মােচন করেন- ড. মাে. আলিমুল ইসলাম (বাকৃবি)। 
📌 বাংলাদেশে ৩ তালাক নিষিদ্ধ করা হয়- ১৯৬৫ সালে। 
📌 বিশ্বে ৩ তালাক নিষিদ্ধ করেছে- ২০টি দেশ।
📌 দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ অবস্থিত- দিনাজপুরে।📌 নদী রক্ষায় অবদানের জন্য প্রবর্তিত পদক - বঙ্গবন্ধু নদী পদক (প্রবর্তন- ২০১৯)।
📌 ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহনে ব্যবহৃত
বাংলাদেশের রুট - ৮টি।
📌 দেশে সর্বপ্রথম টুরিস্ট বাস চালু হয়েছে- সিলেটে।
📌 দেশে রেমিট্যান্স আহরণে শীর্ষ ব্যাংক - অগ্রণী ব্যাংক।
📌 ভূমি সংক্রান্ত যেকোনাে সমস্যা সমাধানে চালু হওয়া জরুরি হটলাইন - ১৬১২২।
📌 বিশ্বব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে - ৭.২%।
📌 এডিবি’র তথ্যমতে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে - ৮%।।
📌 সম্প্রতি বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা পেয়েছে - সােনারগাঁও।
📌 সম্প্রতি দেশে আবিষ্কার হওয়া মাছির নতুন প্রজাতি - জিওগােড়াকাস মধুপুরী।
📌 মিস ওয়ার্ল্ড বাংলাদেশ- ২০১৯ নির্বাচিত হয়েছেন- নানজিবা তােরসা।
📌 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ পর্যন্ত স্বাক্ষরিত হওয়া সমঝােতা স্মারকের সংখ্যা - ৫৩টি।
📌 বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হবে- সৈয়দপুরে (নীলফামারী)।
📌 দেশে নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব- খন্দকার আনােয়ারুল ইসলাম।
📌 ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি' গড়ে তােলা হচ্ছে- গাজীপুরের
কালিয়াকৈরে।
📌 ‘জাতীয় জীবপ্রযুক্তি মেলা- ২০১৯ এর স্লোগান- ‘টেকসই উন্নয়নে জীবপ্রযুক্তি।
📌 সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হয়েছে। দক্ষিণ ত্রিপুরার চোত্তাখােলায় বাংলাদেশ-ভারত মৈত্রী উদ্যানে।
📌 কানাডায় ৪৩তম জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী
বাংলাদেশী- ৩ জন (আফরােজা হােসেন, ফাইজ কামাল এবং খালিশ আহমেদ)।


📌 সম্প্রতি হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মজীবনী প্রকাশিত হবে- অসমীয়া ভাষায়।
📌 সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে ‘গভইনসাইডার’ এর কাছ  থেকে এশিয়ার সেরা সিটিজেন এনগেজমেন্ট প্রকল্পের স্বীকৃতি পেয়েছে- বাংলাদেশের জাতীয় কল সেন্টার '৩৩৩'।
📌 বাংলাদেশ তামাকমুক্ত দেশে পরিণত হবে- ২০৪০ সালের মধ্যে।
📌 বর্তমানে সরকার রেমিট্যান্সে নগদ প্রণােদনা প্রদান করে- ২%।
📌 জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বর্তমানে বাংলাদেশী সদস্য- ৬,৬৯২ জন।
📌 হাসন রাজা জাদুঘর অবস্থিত- সিলেটের জিন্দাবাজারে।
📌 সম্প্রতি নিরাপদ রাস্তা পারাপারে সরকার চালু করেছে- পুশ বাটন সেবা।
📌 দেশে চামড়াজাত পণ্যের প্রদর্শনী 'লেদারটেক বাংলাদেশ-২০১৯' অনুষ্ঠিত হয় - ৩১ অক্টোবর, ২০১৯।
📌 উন্নত রেলসেবা নিশ্চিত করতে সম্প্রতি বাংলাদেশ
রেলওয়েতে যুক্ত হয়েছে - লােকোমােটিভ সিমুলেটর।
📌 বাংলাদেশে সম্প্রতি চালুকৃত ডিজিটাল ব্যাংক হিসেবের নাম - ই-কেওয়াইসি।
📌 দেশের প্রথম এবং একমাত্র ঔষধি উদ্ভিদের প্রাকৃতিক জিনব্যাংক গড়ে উঠেছে - রাজবাড়িতে।
📌 বাংলাদেশ সুপ্রীমকোর্টে প্রধান বিচারপতির এজলাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়- ১ অক্টোবর, ২০১৯।
📌 “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' এর বাণিজ্যিক সম্প্রচার শুরু হয়- ০২ অক্টোবর, ২০১৯।
📌 ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনাে বাংলাদেশ সফরে আসেন- ১৬ অক্টোবর, ২০১৯।
📌 প্রথমবারের মতাে আশ্বিন মাসের দিন গণনা শুরু হয় (৩১ দিন হিসেবে) - ১৬ অক্টোবর, ২০১৯।
📌 বাংলা টাউন অবস্থিত - ব্ৰিকল্যান্ড (লন্ডন)।
📌 লিটল বাংলা অবস্থিত - লসএঞ্জেলেস (যুক্তরাষ্ট্র)।
📌 রূপসী বাংলা গ্রাম অবস্থিত - আইভরিকোস্ট।
📌 বাংলাদেশ পাড়া অবস্থিত -  নিউইয়র্ক
📌 বাংলাদেশ ভবন অবস্থিত - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
📌 মিনি বাংলাদেশ অবস্থিত - সেরাঙ্গুম (সিঙ্গাপুর)।
📌 বাংলাদেশ স্কয়ার অবস্থিত - লাইবেরিয়া ও ইতালি।
📌 বাংলাদেশ গ্রাম অবস্থিত - কাশ্মীর (ভারত)।
📌 বাংলাদেশ জেলা অবস্থিত - আর্মেনিয়া।
📌 বাংলাদেশ দিবস পালন করে -  কলকাতা।
📌 দ্বিতীয় মাতৃভাষা (বাংলা) - সিয়েরালিয়ন।
📌 বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের- শফিউল আলম (মন্ত্রীপরিষদ সচিব)।
📌 আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) তৃতীয় বৃহত্তম বিনিয়ােগ- বাংলাদেশে।
📌 সম্প্রতি চীনে কালাে তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশের ৫টি ব্যাংক (ইসলামী ব্যাংক, সােশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক)।
📌 বাংলাদেশ কপিরাইট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় - আগারগাঁওয়ে ।
📌 বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি।
📌 বাল্যবিবাহ বন্ধে সরকারি হটলাইন- ৩৩৩।


Download

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "BCS প্রস্ততি: সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর Pdf সহ"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All