ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর - মার্চ ২০২০ Pdf সহ




বাংলাদেশ অংশ

--------------------------
১। ব্যাংক আমানতে সুদের হার ৬% কার্যকর
__ ২ ফেব্রুয়ারি ২০২০।
২। রাজশাহীতে দেশের ৩য় ফরেনসিক ল্যাব উদ্ধোধন
__ ৩ ফেব্রুয়ারি ২০২০।
৩। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফরে যান
__ ৪ ফেব্রুয়ারি ২০২০।
৪। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠিত হয়
__ ৫ ফেব্রুয়ারি ২০২০।
৫। সরকারীভাবে বিদেশ যেতে আগ্রহীদের দেশব্যাপী নিবন্ধন শুরু
__ ৯ ফেব্রুয়ারি ২০২০।
৬। ১৩তম ' অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ -২০২০' এর ফাইনালে ভারতকে হারিয়ে
বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়
__ ৯ ফেব্রুয়ারি ২০২০।
৭। সারাদেশে জুয়া খেলা বন্ধের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় প্রদান
__ ১০ ফেব্রুয়ারি ২০২০।
৮। দেশের সর্বপ্রথম বিশেষায়িত ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক চালু

__ ১৩ ফেব্রুয়ারি ২০২০।
৯। 'বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনর আইন (BRTC) বিল ২০২০' পাস হয়
__ ১১ ফেব্রুয়ারি ২০২০।
১০। 'বাংলাদেশ বাতিঘর বিল ২০২০' পাস হয়
__ ১২ ফেব্রুয়ারি ২০২০।
১১। বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান মারা যান
__ ১৫ ফেব্রুয়ারি ২০২০।
১২। ' কোম্পানি ( সংশোধন) বিল ২০২০' পাস হয়
__ ১৮ ফেব্রুয়ারি ২০২০।
১৩। অনলাইনে ভ্রমণ কর পরিশোধ পদ্ধতি উদ্ধোধন করা হয়
__ ২৫ জানুয়ারি ২০২০।
১৪। বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র সাময়িক সম্প্রচার শুরু করে
__ ২৬ জানুয়ারি ২০২০ ( ১২ ঘন্টা চলে)।
১৫। দেশের ১ম ৬ লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ে
__ ঢাকা - মাওয়া মহাসড়ক।
১৬। দেশের ১ম বেসরকারি বিটুমিন কারখানা
__ ' বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট ' ( উদ্ধোধন - ২২ ফেব্র. ২০২০) ।
১৭। বর্তমানে দেশে তফসিলি ব্যাংক
__ ৬০ টি।
১৮। দেশের ৬০তম তফসিলি ব্যাংক
__ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
১৯। দেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ত বানিজ্যিক ব্যাংক
__ ৬ টি।
২০। সরকারি বিশেষায়িত ব্যাংকের সংখ্যা
__ ৩ টি।
২১। দেশে বর্তমানে বেসরকারি ব্যাংকের সংখ্যা
__ ৫১ টি (এর মধ্যে ৯টি বিদেশী মালিকানাধীন)।
২২। বর্তমানে দেশে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক
__ ১০ টি।
২৩। সম্প্রতি পূর্ণাঙ্গ ইসলামী ধারায় অনুমোদন পাওয়া ব্যাংক ২টির নাম
__ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড।
২৪। বর্তমানে বাংলাদেশের কূটনীতিক মিশন রয়েছে বিশ্বের
__ ৫৮ টি দেশে ৭৭ টি।
২৫। 'L'oreal UNESCO Women in Science Award ' লাভ করেন
__ ড. ফেরদৌসী কাদরি।
২৬। প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপিত হবে
__ শিবচর, মাদারীপুর।
২৭। শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসা জেলার সংখ্যা
__ ৭টি (ঢাকা, ফেনী, গোপালগঞ্জ, নাটোর, পাবনা, জয়পুরহাট ও মেহেরপুর)।
২৮। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশ দূতাবাসের নিজস্ব
চ্যান্সারি ভবন উদ্ধোধন করেন
__ রোম, ইতালিতে ( ৫ ফেব্রুয়ারি ২০২০)।
২৯। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (CID) ৩য় ফরেনসিক ল্যাবরেটরি উদ্ধোধন
করা হয়
__ রাজশাহী (৩ ফেব্রুয়ারি ২০২০; অন্য দুটির অবস্থান - ঢাকা ও চট্টগ্রাম)।
৩০। ' বাংলাদেশ ও রবীন্দ্রনাথ ' গ্যালারির নির্মাণ কাজ উদ্ধোধন করা হয়
__ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা (৮ ফেব্রুয়ারি ২০২০)।
৩১। ' বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ' অবস্থিত
__ খুলনায়।

৩২। 'শেখ রাসেল পানি শোধনাগার ' অবস্থিত
__ চট্টগ্রামে।
৩৩। বর্তমানে বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি রয়েছে
__ ৪৫ টি দেশের।
৩৪। বিলুপ্তি প্রজাতির মাছ সংরক্ষণে দেশের বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ
মুক্ত জলাশয়ে স্থাপিত অভয়াশ্রম
__ ৪৩২ টি।
৩৫। বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নাম
__ শ ম রেজাউল করিম।
৩৬। বর্তমান সমাজকল্যাণ মন্ত্রীর নাম
__ মো. আশরাফ আলী খান খশরু।
৩৭। বর্তমান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নাম
__ শরীফ আহমেদ।
৩৮। বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ
__ আমার দেখা নয়াচীন (প্রকাশিত - ২ ফেব্রুয়ারি ২০২০)।
৩৯। 'আমার দেখা নয়াচীন' বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই প্রকাশ করে
__ বাংলা একাডেমী।
৪০। 'আমার দেখা নয়াচীন' গ্রন্থের ইংরেজি অনুবাদক
__ অধ্যাপক ফখরুল আলম।
৪১। ২০২০ সালে ভারতের ২য় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ' পদ্মভূষণ ' লাভ
করেন
__ সৈয়দ মোয়াজ্জেম আলী।
৪২। ২০২০ সালে ভারতের ৩য় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ' পদ্মশ্রী ' লাভ
করেন
__ ড. এনামুল হক।
৪৩। সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক নাগরিক সম্মাননা 'মেডেল অব
ইনডিপেনডেন্স অব ফার্স্ট অর্ডার ' লাভ করেন
__ ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান।
৪৪। ২০২০ সালে একুশে পদক লাভ করেন
__ ২০ ব্যক্তি ও ১ টি প্রতিষ্ঠান।
৪৫। গবেষণায় 'একুশে পদক ২০২০' লাভ করে
__ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (BERI)।
৪৬। ২০২০ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন
__ ৯ ব্যক্তি ও ১ টি প্রতিষ্ঠান।
৪৭। শিক্ষাক্ষেত্রে ' স্বাধীনতা পুরস্কার ২০২০' লাভ করে
__ ' ভারতেশ্বরী হোমস ' প্রতিষ্ঠান।
৪৮। সাহিত্যক্ষেত্রে ' স্বাধীনতা পুরস্কার -২০২০' লাভ করেন
__ মুক্তিযোদ্ধা এসএম রইজ উদ্দিন আহম্মদ।
৪৯। 'অমর একুশে গ্রন্থমেলা ২০২০' উৎসর্গ করা হয়

__ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে।
৫০। সরকার যে নদীকে ' বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ' ঘোষণার সিন্ধান্ত নিয়েছে
__ 'হালদা' নদী।
৫১। ১ এপ্রিল ২০২০ থেকে ক্রেডিট ছাড়া সব ধরনের ঋণে সর্বোচ্চ ৯% সুদ
কার্যকরের নির্দেশ দেয়
__ বাংলাদেশ ব্যাংক।
৫২। বঙ্গবন্ধুর ওপর ' Mphil ও PhD ' কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে
__ জাতীয় বিশ্ববিদ্যালয় ( ৮ ফেব্রুয়ারি ২০২০)।
__________
নতুন মুখ
----------------
৫৩। অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত
__ মো. আবদুল মুহিত।
৫৪। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার
__ রিয়ার এডমিরাল নাজমুল হাসান।
৫৫। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার
__ মো. আবু জাফর।
৫৬। ' ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB)' এর নতুন
চেয়ারপারসন
__ অধ্যাপক ড. পারভীন হাসান।
৫৭। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বর্তমান চেয়ারম্যান
__ সাজ্জাদুল হাসান।
৫৮। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার (SPARSO) বর্তমান
চেয়ারম্যান
__ মিজানুর রহমান।
৫৯। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (BPDB) বর্তমান চেয়ারম্যান
__ প্রকৌশলী মো. বেলায়েত হোসেন।
৬০। ঢাকা স্টক এক্সচেঞ্জের (DSE) বর্তমান চেয়ারম্যান
__ মো. ইউনুসুর রহমান।
৬১। চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (CSE) বর্তমান চেয়ারম্যান
__ আসিফ ইব্রাহিম।
৬২। জাতীয় জাদুঘরের বর্তমান মহাপরিচালক
__ মো. আজহারুল ইসলাম।
৬৩। 'ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ' এর বর্তমান মহাপরিচালক
__ আনিস মাহমুদ।
৬৪। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বর্তমান মহাপরিচালক
__ প্রকৌশলী এ এম আমিনুল হক।
_______________
রিপোর্ট সমীক্ষা
------------------------
৬৫। বিশ্বের ব্যয়বহুল দেশের তালিকায় বাংলাদেশ
__ ১১০ তম।
৬৬। ২০১৯ সালে জাহাজ ভাঙায় শীর্ষ দেশ
__ বাংলাদেশ।
৬৭। বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচকে বিশ্বে বাংলাদেশ
__ ১২৪ তম।
৬৮। বৈশ্বিক সামাজিক উত্তরণ সূচকে বিশ্বে বাংলাদেশ

__ ৭৮ তম।
৬৯। দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি
__ বাংলাদেশে (১১.৪%)।
৭০। যানজটে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান
__ ১০ম।
৭১। দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশ
__ ১৪ তম ( উর্ধক্রমে ১৪৬ তম।
৭২। বৈশ্বিক গণতন্ত্র সূচকে বিশ্বে বাংলাদেশ
__ ৮০ তম।
৭৩। বৈশ্বিক উদার গণতন্ত্র সূচকে বাংলাদেশ
__ ১৪৫ তম।
৭৪। বৈশ্বিক নির্বাচনী গণতন্ত্র সূচকে বাংলাদেশ
__ ১৩০ তম।
৭৫। বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বিশ্বে বাংলাদেশ
__ ৮৩ তম।
৭৬। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশ
__ ৩১ তম।
৭৭। বৈশ্বিক জাতীয়তার মান সূচকে বাংলাদেশ
__ ১৩৭ তম।
৭৮। বৈশ্বিক লিঙ্গসমতা সূচকে বাংলাদেশ
__ ৫০ তম।
৭৯। বিশ্বব্যাংকের নারী, ব্যবসা ও আইন ২০২০ শীর্ষক প্রতিবেদনে
বাংলাদেশ
__ ১৭১ তম।
৮০। বর্তমানে দেশে মাথাপিছু দৈনিক মাছের চাহিদা
__ ৬০ গ্রাম।
৮২। দেশে বর্তমানে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা
__ ১২৭৭ টি।
৮৩। দেশে সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা
__ বাংলাদেশ প্রতিদিন (৫,৫৩০০০)।
৮৪। ইংরেজি দৈনিকের মধ্যে সর্বাধিক প্রচারিত পত্রিকা
__ Daily Star (৪৪,৮১৪)।
৮৫। দেশে বর্তমানে প্রতি এক লাখ মানুষের জন্য বিচারক রয়েছেন
__ ১ জন।
৮৬। বর্তমানে দেশের আপিল বিভাগের বিচারপতির সংখ্যা
__ ৭ জন।
৮৭। বর্তমানে দেশের হাইকোর্ট বিভাগের বিচারপতির সংখ্যা
__ ৯৭ জন।
৮৮। দেশে বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন
__ ১৫৩ জন।
__________
খেলাধুলা
----------------
৮৯। ১৩তম ' অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ -২০২০' চ্যাম্পিয়ন
__ বাংলাদেশ (যে কোনো ক্রীড়া আসরে এটিই ১ম শিরোপা)।
৯০। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ' প্লেয়ার অব দ্য ফাইনাল ' হন
__ আকবর আলী, বাংলাদেশ।
৯১। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩টি ডাবল
সেঞ্চুরি করেন
__ মুশফিকুর রহিম।
৯২। ২য় বাংলাদেশী হিসেবে ১ম শ্রেণীর ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেন
__ তামিম ইকবাল ( ১ম বাংলাদেশী রকিবুল হাসান)।

___________________
আন্তর্জাতিক অংশ
-------------------------------
৯৩। ফিলিস্তিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তাসহ সব ধরনের
সম্পর্ক ছিন্ন করে
__ ১ ফেব্রুয়ারি ২০২০।
৯৪। অভিশংসন বিচারে ডোনাল্ড ট্রাম্প অব্যাহতি লাভ করেন
__ ৫ ফেব্রুয়ারি ২০২০।
৯৫। চীনের প্রেসিডেন্ট প্রাণঘাতী করোনাভাইরাসের বিরোদ্ধে ' জনযুদ্ধ '
ঘোষণা করে
__ ৬ ফেব্রুয়ারি ২০২০।
৯৬। ৩৩তম আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়
__ ৯ -১০ ফেব্রুয়ারি ২০২০ ( ইথিওপিয়া)।
৯৭। এন্টার্কটিকা মহাদেশে ১ম বারের মত ২০° সেলসিয়াসের ওপর তাপমাত্রা
রেকর্ড করা হয়
__ ৯ ফেব্রুয়ারি ২০২০।
৯৮। 'নাসা ও ইএসএ ' এর যৌথ উদ্যোগে ১ম সৌর অরবিটার/ সোলো উৎক্ষেপন
করা হয়
__ ১০ ফেব্রুয়ারি ২০২০।
৯৯। ৪৩তম 'International Fund for Agriculture Development ' অনুষ্ঠিত হয়
__ ১১-১২ ফেব্রুয়ারি ২০২০ (রোম,ইতালি)।
১০০। ৫৬তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন (MSC) অনুষ্ঠিত হয়
__ ১৪-১৬ ফেব্রুয়ারি ২০২০ ( জার্মানির মিউনিখে)।
১০১। ভারতীয় সশস্ত্র বাহিনীতে লিঙ্গ বৈষম্য দূর করতে সুপ্রিম কোর্টের
ঐতিহাসিক রায় প্রদান
__ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
১০২। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা তাপস পাল মারা যান
__ ১৮ ফেব্রুয়ারি ২০২০।
১০৩। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের 'চিতেসতু ওয়াতানাবের' মারা
যান
__ ২৩ ফেব্রুয়ারি ২০২০।
১০৪। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেন
__ ২৪ ফেব্রুয়ারি।
__ ২৫ ফেব্রুয়ারি ২০২০ দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাজে যোগ
দেন।
১০৫। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফর করেন
__ ২৪-২৫ ফেব্রুয়ারি ২০২০।
১০৬। মিশরের সাবেক ৪র্থ প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা যান
__ ২৫ ফেব্রুয়ারি ২০২০।
১০৭। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা
প্রকাশ করেন
__ ২৮ জানুয়ারি ২০২০।
১০৮। ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে
__ ৩ নভেম্বর ২০২০।
১০৯। কাতারের বর্তমান প্রধানমন্ত্রীর নাম
__ শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি।
১১০। ইরাকের বর্তমান প্রধানমন্ত্রীর নাম
__ মোহাম্মদ তৌফিক এলাহী।
১১১। কসোভোর বর্তমান প্রধানমন্ত্রীরনাম
__ আরবিন কুর্তি।
১১২। যুক্তরাজ্যের বর্তমান অর্থমন্ত্রী নাম
__ ঋষি সুনাক ( সাজিদ জাভিদের স্থলাভিষিক্ত হন)।
১১৩। আফ্রিকান ইউনিয়নের (AU) বর্তমান চেয়ারপারসন
সিরিল রামাফোসা, দক্ষিণ আফ্রিকা।
১১৪। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস
(IFRCS) এর বর্তমান মহাসচিব
__ জাগান চ্যাপাগেইন, নেপাল।
১১৫। 'আইবিএম' এর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)
__ অরবিন্দ কৃষ্ণ ( ভারতীয় বংশোদ্ভূত)।
১১৬। আরব বিশ্বের ১ম দেশ হিসেবে পরমাণু চুল্লি নির্মাণের লাইসেন্স
অনুমোদন দেয়
__ সংযুক্ত আরব আমিরাত।
১১৭। বিশ্বের সবচেয়ে বড় দুই ইঞ্জিন চালিত বিমানের নাম
__ বোয়িং '৭৭৭ এক্স ' ( দৈর্ঘ্য ২৫২ ফুট)।
১১৮। সম্প্রতি যে দেশের ডাকটিকিটে জেরুজালেম শহরের ছবি চিত্রায়িত
করা হয়
__ ওমান।
১১৯। করোনাভাইরাসের ৭ম প্রজাতির নাম
__ 2019 Novel Corona Virus (2019-nCoV).
১২০। Novel Corona virus- এর সংক্রমণে ফ্লু'র মতো উপসর্গ নিয়ে যে রোগ হয়,
তার নাম
__ COVID-19.
১২১। পঙ্গপাল হলো
__ এক প্রকার পতঙ্গ। ইংরেজি Locust বা পঙ্গপাল শব্দটি এসেছে Vulgar Latin
শব্দ Locusta থেকে। যার অর্থ ফড়িং বা পতঙ্গ (Crasshopper).
১২২। ২০২০ সালে যুক্তরাজ্যের নতুন নোটে যে বাংলাদেশী বিজ্ঞানীর
মুখচ্ছবি দেখা যাবে
__ আচার্য জগদীশ চন্দ্র বসু (৫০ পাউন্ডের মুদ্রায়)।
১২৩। ইউরোপীয় পার্লামেন্টের বর্তমান সদস্য সংখ্যা
__ ৭০৫ জন।
১২৪। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এর বর্তমান সদস্য দেশ
__ ১৭৭ টি।
১২৫। 'IFAD' এর ১৭৭তম সদস্যপদ লাভ করে
__ পোল্যান্ড (২৯ জানুয়ারি ২০২০)।
১২৬। ৩১ জানুয়ারি ২০২০ ইউরোপীয় ইউনিয়ন (EU) ত্যাগ করে
__ যুক্তরাজ্য।
১২৭। ইউরোপীয় ইউনিউনের (EU) বর্তমান সদস্য সংখ্যা

__ ২৭ টি।
১২৮। ১ ফেব্রুয়ারি ২০২০ পুনরায় কমনওয়েলথ-এ যোগদান করে
__ মালদ্বীপ।
১২৯। কমনওয়েলথ-এর বর্তমান সদস্য সংখ্যা
__ ৫৪ টি।
১৩০। ৩১ জানুয়ারি ২০২০ ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (EIB) ত্যাগ করে
__ যুক্তরাজ্য।
১৩১। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (EIB) এর বর্তমান সদস্য সংখ্যা
__ ২৭ টি।
১৩২। মার্কিন ইতিহাসে ২য় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসন বিচার
চলাকালে ' বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন' ভাষণ প্রদান করেন
__ ডোনাল্ড ট্রাম্প ।
১৩৩। সম্প্রতি মহাকাশে একসাথে ৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে
__ চীন (২০ ফেব্রুয়ারি ২০২০)।
১৩৪। মহাকাশে বর্তমানে সবচেয়ে বেশি স্যাটেলাইট রয়েছে
__ যুক্তরাষ্ট্রের ( ১৬৭৬ টি)।
১৩৫। গুজরাটের আহমেদাবাদে নির্মিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট

স্টেডিয়াম উদ্ধোধন করেন
__ ডোনাল্ড ট্রাম্প ( নাম - সর্দার প্যাটেল স্টেডিয়াম,ধারণক্ষমতা -
১,১০,০০০)।
১৩৬। ইতিহাসের ১ম দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (EU) ত্যাগ করে
__ যুক্তরাজ্য।
১৩৭। ২২ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত করোনাভাইরাসের নতুন প্রজাতি ছড়িয়ে পড়ে
বিশ্বের
__ ৫ টি মহাদেশের ৩২ টি দেশে।
১৩৮। বিশ্বে মানবদেহে ১ম বারের মত করোনাভাইরাস সনাক্ত করা হয়
__ ১৯৬০ সালে।
১৩৯। চীনের বাইরে ১ম বারের মত করোনাভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া
যায়
__ থাইল্যান্ডে ( ১৩ জানুয়ারি ২০২০)।
১৪০। ইউরোপের ১ম দেশ হিসেবে করোনাভাইরাস আক্তান্ত রোগী শনাক্ত হয়
__ ফ্রান্সে ( ২৪ জানুয়ারি ২০২০)।
১৪১। মধ্যপ্রাচ্যের ১ম দেশ হিসেবে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়
__ সংযুক্ত আরব আমিরাতে ( ২৯ জানুয়ারি ২০২০)।
১৪২। আফ্রিকার ১ম দেশ হিসেবে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়
__ মিসরে ( ১৪ ফেব্রুয়ারি ২০২০)।
১৪৩। মধ্যপ্রাচ্যের ১ম দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ২জন রোগী
মারা যায়
__ ইরানে (১৯ ফেব্রুয়ারি ২০২০) ।
১৪৪। সম্প্রতি ব্রাজিলের বিজ্ঞানীরা নতুন এক ভাইরাস আবিষ্কার করে, নাম
দেয়
__ ইয়ারাভাইরাস / ইয়ারাভাইরাস ব্রাসিলিয়েনসিস।

১৪৫। কাবা - শরিফ ও মদিনায় সেলফি তোলা নিষিদ্ধ করেছে
__ সৌদি আরব।
১৪৬। বিদেশী কর্মীদের জন্য কাফালা বা স্পন্সরশীপ পদ্ধতি শিগগিরই
বাতিল করছে
__ সৌদি আরব।
১৪৭। ৯২তম ' অস্কার পুরস্কার ২০২০' এর সেরা চলচ্চিত্র
__ প্যারাসাইট।
১৪৮। ' বাফটা ফিল্ম অ্যাওয়ার্ড ২০২০' এর সেরা চলচ্চিত্র
__ ব্রিটিশ চলচ্চিত্র : ১৯১৭।
১৪৯। ভারতের ৬৫তম ' ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২০' এর সেরা চলচ্চিত্র
__ গালি বয় ( স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র - দেশি)।
১৫০। বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী
__ কানে তানাকা, জাপান (১১৭ বছর)।
________________
রিপোর্ট সমীক্ষা
--------------------------
১৫১। বিশ্বের সেরা থিংক ট্যাংক প্রতিষ্ঠান
__ Cemegie Endowment For International Peace, যুক্তরাষ্ট্র।
১৫২। যানজটে বর্তমান বিশ্বের শীর্ষ শহর
__ লাগোস, নাইজেরিয়া ( ২য় - কলম্বো)।
১৫৩। বর্তমান বিশ্বে কম যানজটপূর্ণ শহর
__ বাসেল, সুইজারল্যান্ড।
১৫৪। বিশ্বের ব্যয়বহুল দেশের তালিকায় শীর্ষে
__ সুইজারল্যান্ড ( ২য় - নরওয়ে)।
১৫৫। বিশ্বের ব্যয়বহুল দেশের তালিকায় সর্বনিম্ন দেশ
__ পাকিস্তান, ১৩২ তম।
১৫৬। বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচকে শীর্ষ দেশ
__ সুইজারল্যান্ড ( ২য় - যুক্তরাষ্ট্র)।
১৫৭। বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচকে সর্বনিম্ন দেশ

__ ইয়েমেন, ১৩২ তম।
১৫৮। বর্তমানে বিশ্বে ২য় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ
__ চীন ( এর আগে ছিল - রাশিয়া)।
১৫৯। বৈশ্বিক সামাজিক উত্তরণ সূচকে শীর্ষ দেশ
__ ডেনমার্ক ( ২য় - নরওয়ে)।
১৬০। বৈশ্বিক সামাজিক উত্তরণ সূচকে সর্বনিম্ন দেশ
__ আইভরি কোস্ট, ৮২তম ( ২য় - সেনেগাল)।
১৬১। জীবাশ্ম জ্বালানির ব্যবহারে সর্বোচ্চ ক্ষতি হচ্ছে
__ যুক্তরাষ্ট্র, ভারত ও চীনে।
১৬২। রসুন উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ
__ চীন।
১৬৩। আদা রপ্তানিতে শীর্ষ দেশ
__ চীন।
১৬৪। আদা উৎপাদনে শীর্ষ দেশ
__ ভারত।
__________
খেলাধুলা
----------------
১৬৫। সম্প্রতি টেস্টে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন
__ নাসিম শাহ, পাকিস্তান (৯ ফেব্রুয়ারি ২০২০)।
১৬৬। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে অর্ধশত রান করেন
__ কুশল মাল্লা, নেপাল।
১৬৭। টেস্টে সবচেয়ে কম বয়সে অর্ধশত রানের রেকর্ড গড়েন
__ শচীন টেন্ডুলকার, ভারত।
১৬৮। টি-২০ তে সবচেয়ে কম বয়সে অর্ধশত রানের রেকর্ড গড়েন
__ সুন্দিপ জরার, নেপাল।
১৬৯। ১৩তম ' অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ -২০২০' এর রানার্সআপ
__ ভারত।
১৭০। ৯ম ' বিগব্যাশ লিগ ২০১৯-২০' চ্যাম্পিয়ন
__ সিডনি সিক্সার্স ( ম্যান অব দ্য ফাইনাল - জশ ফিলিপ)।
১৭১। ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন

__ নোভাক জোকোভিচ ( সার্বিয়া) ও সোফিয়া কেনিন ( যুক্তরাষ্ট্র)।
১৭২। উন্মুক্ত (Open) যুগে ১ম কোনো খেলোয়াড় হিসেবে ৩টি ভিন্ন দশকে
গ্র্যান্ডস্লাম জয় করেন
__ নোভাক জোকোভিচ, সার্বিয়া।
১৭৩। বর্তমানে পুরুষ ও নারী ফুটবল মিলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের
রেকর্ড
__ কানাডার নারী দলের অধিনায়ক ক্রিস্টিন সিনক্লেয়ার ।
১৭৪। বর্তমানে পুরুষ ফুটবলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের রেকর্ড
__ ইরানের আলি দাইয়ের।
১৭৫। বিশ্বের ১ম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন ফলোয়ারের '
ম্যাজিক ফিগার' স্পর্শ করেন
__ ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল।

Download link

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর - মার্চ ২০২০ Pdf সহ"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All