ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

৪১তম BCS প্রস্তুতি: ১৫০+ সাম্প্রতিক তথ্য





জাতীয়_বাজেট (২০১৯-২০)

1. জাতীয় বাজেট ২০১৯-২০
2. মোট বাজেট– ৫,২৩,১৯০ কোটি টাকা
3. সামগ্রিক আয়– ৩,৮১,৯৭৮ কোটি টাকা
4. মোট রাজস্ব আয়– ৩,৭৭,৮১০ কোটি টাকা
5. বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP)– ২,২,৭২১ কোটি টাকা

6. জিডিপি প্রবৃদ্ধির হার – ৮.২%
7. মাথাপিছু আয় (প্রক্ষেপন) – ২,১৭৩ ডলার
8. মুদ্রাস্ফীতির লক্ষ্য – ৫.৫%
9. ভ্যাটের স্তর – ৪ টি [৫%, ৭.৫%, ১০% ও ১৫%]
10. করমুক্ত আয়সীমাঃ সাধারণ– ২,৫০,০০০ টাকা, মহিলা ও ৬৫ বছরের উর্ধ্ব ব্যক্তি– ৩,০০,০০০ টাকা

11. সর্বোচ্চ ব্যয়ের খাত জনপ্রশাসন– ৯৬,৪৭০ কোটি (মোট বাজেটের ১৮.৫%)
12. সর্বোচ্চ আয়ের খাত মূল্য সংযোজন কর (VAT)– ১,২৩,০৬৭ কোটি টাকা (মোট বাজেটের ২৩.৫%)

অর্থনৈতিক_সমীক্ষা-২০১৯


1. জনসংখ্যা (প্রাক্কলিত) – ১৬ কোটি ৩৭ লক্ষ (১৬৩.৭ মিলিয়ন)
2. জনসংখ্যা বৃদ্ধির হার– ১.৩৭%
3. পুরুষ-মহিলা অনুপাত– ১০০.২ : ১০০
4. জনসংখ্যার ঘনত্ব– ১১০৩ জন (প্রতি বর্গ কিমি)
5. প্রত্যাষিত গড় আয়ুষ্কাল–৭২ বছর (পুরুষ – ৭০.৬ বছর ও মহিলা – ৭৩.৫ বছর)

6. স্বাক্ষরতার হার– ৭২.৩% (পুরুষ– ৭৪.৩% ও মহিলা– ৭০.২%)
7. দারিদ্র্যের হার– ২১.৮% এবং চরম দারিদ্র্যের হার – ১১.৩%
8. চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (মা: ডলারে) – ১৯০৯ মা. ড.
9. চলতি মূল্যে মাথাপিছু জিডিপি (মা: ডলারে) – ১৮২৭ মা. ড.
10. স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার – ৮.১৩%

11. মূল্যস্ফীতি গড় (জুলাই-মার্চ, ২০১৯)¬ – ৫.৪৪%
12. মোট ব্যাংক–৫৯টি(রাষ্ট্র মালিকানাধীন–০৬টি, বিশেষায়িত–০৩টি, বেসরকারি–৪১ টি, বৈদেশিক–০৯টি)
13. ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান– ৩৪ টি
14. মোট শ্রমশক্তির শতকরা হারঃ কৃষি–৪০.৬%, শিল্প–২০.৪%, সেবা–৩৯%
15. খাত সমূহের অবদানঃ কৃষি- ১৩.৬০%, শিল্প- ৩৫.১৪%, সেবা- ৫১.২৬%
16. বর্তমানে বিদ্যুত সুবিধার আওতায় এসেছে দেশের মোট জনগনের – ৯৩%

Recent_GK:

1.‘অসমাপ্ত আত্মজীবনী’ ইতালিয়ান ভাষায় অনুবাদ করেছেন আন্না কোক্কিয়ারেল্লা (১৩ তম)

2. Forbes The World's 100 Most Powerful Women 2019:
1st - Angela Merkel (Germany)
29th - Sheikh Hasina Wajed (Bangladesh)
100th - Greta Thunberg (Sweden)
3. ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
4.প্রথম বাংলাদেশি ও দিত্বীয় বাঙালি হিসেবে নাইট হুট উপাধি প্রাপ্ত- স্যার ফযলে হাসান আবেদ।(২০১০)
5.বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশ 50তম
শীর্ষে আইসল্যান্ড। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষে ।

6. জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি | ১৮৯টি দেশের মধ্যে ১৩৫তম।
7.গ্লোবাল ই- কর্মাস সূচকে ১৫২ দেশের মধ্যে বাংলাদেশ ১০৩। শীর্ষদেশ - সুইজাররল্যান্ড।
8.৩৪ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে -ফিনল্যান্ডের সানা মেরিন।
9.নেপালের কাঠমান্ডুতে ১৩তম এসএ গেমসে তায়কোয়ান্দোতে বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণপদক জিতেছেন দিপু চাকমা।
SA games এ বাংলাদেশের পদক সংখ্যা ১৪২ টি, (স্বর্ণ ১৯ টি)। বাংলাদেশ পঞ্চম স্থান অধিকার করেছে। SA games অনুষ্ঠিত হয়েছিল নেপালের কাঠমুন্ডু এবং পোখারায়।
10.ওয়ার্ল্ড ক্র্যাফট সিটি এখন - সোনারগাঁও
বাংলাদেশের প্রথম কোনো এলাকা হিসেবে বিশ্বের ওয়ার্ল্ড ক্র্যাফট সিটি বা বিশ্ব কারুশিল্প নগর’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

স্বীকৃতি দেয়: ওয়ার্ল্ড ক্র্যাফট কাউন্সিল – WCC (৮ অক্টোবর, ২০১৯)।

WIPO কর্তৃক জামদানি শাড়ী ২০১৬ সালে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিলো।

11. 'মিস ওয়ার্ল্ড ২০১৯' প্রতিযোগিতার মুকুট জিতলেন 'জ্যামাইকার টনি অ্যান সিং'।
12. গ্রেটা থানবার্গ কে পারসন অফ দ্যা ইয়ার-২০১৯ হিসেবে বেছে নিয়েছে টাইম ম্যাগাজিন।
13. GDP growth rate in 2018-2019 8.15%
14. BRAC is world's largest NGO established in 1972.
15. Cop 25- madrid,spain cop 26 -scotland

16. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা শুরু হবে ২জানুয়ারি,২০২১ সালে।
17. a.) International Year of plant and health -2020
b). International Year of Peace and Trust -2021
c) Nelson Mendela Decade of Peace - (2019 - 2028)
d) Which of the following has recently accepted the Presidency of the G20 group? - Saudi Arabia
18. ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার ‘অকুলাস মিডিয়াম’ কিনে নিয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ এডোবি।
19. বর্তমানে দারিদ্র‍্যের হার--২০.৫%
চরম দারিদ্র‍্যের হার --১০.৫%
20. ১৯৬ তম স্বাধীন দেশ হতে চলেছে — বুগেনভিলে (গণভোটের মাধ্যমে পাপুয়া নিউ গিনি থেকে আলাদা স্বাধীন দেশ হবে)।

21. বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এ যুক্ত হতে যাচ্ছে দুটি নতুন ড্রিম লাইনার - সোনার তরী ও অচিন পাখি।
22. ১২ ডিসেম্বর - ডিজিটাল বাংলাদেশ দিবস।

23. 2য় প্রেক্ষিত পরিকল্পনা 2021-2041
24. ১ জানুয়ারী ২০২০, OPEC ত্যাগ করবে - ইকুয়েডর।
25. বাংলা বন্ড চালু হয় লন্ডন স্টক একচেঞ্জ - ১১ নভেম্বর

26. গাম্বিয়ার রাজধানি-বাঞ্জু, আয়তন ১০০০০+ বর্গকিলোমিটার, মায়ানমার এর বিরুদ্ধে রোহিঙ্গা নিধনের জন্য মামলা করে ১১নভে,২০১৯, শুনানি চলছে।
27. ১৮ ডিসেম্বর, আন্তর্জাতিক অভিবাসী দিবস।প্রতিপাদ্য: "দক্ষ হয়ে বিদেশ গেলে,অর্থ সম্মান দুই -ই মেলে"
28. 2020 সালের T-20 বিশ্বকাপ অস্ট্রেলিয়া তে অনুষ্ঠিত হবে।
29. 2020 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে টোকিও , জাপান ।
30. Position in the UN peace activities:
1st Ethiopia,
2nd Rwanda
3rd Bangladesh

31.COP -25 held in Real Madrid, Spain
COP -26 ( Glasgow, Scotland)
32.CAB- Citizenship Amendment Bill
NRC-National Register of Citizens
33.মুজিব বর্ষ ১৭ মার্চ ২০২০- ২৫ মার্চ ২০২১।
34. ১০০০ তম T20 ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যান অফ দ্যা ম্যাচঃ মুশফিকুর রহিম। দিল্লি তে অনুষ্ঠিত হয়েছিল।
35. IMF এর বর্তমান সদস্য দেশ কতটি?
উ: ১৮৯ টি

36.IMF এর উদ্দেশ্য কী?
উ:মুদ্রা বিনিময় ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখা
37. IMF এর রিজার্ভের একক কী?
উ: SDR
38. SDR এর পূর্ণরুপ কী?
উ: special drawing rights
39.SDR ভূক্ত মুদ্রা কতটি?
উ: ৫ টি (মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, চীনের ইউয়ান জাপানের ইউয়েন ও রাশিয়ার রুবল)

40. SDR চালু হয় কত সালে?
উ: ১৯৬৯ সালে
41.IMF ত্যাগকারী দেশ কোনটি?
উ: কিউবা
42. এশিয়ার কোন দেশ জাতিসংঘের সদস্য কিন্তু IMF এর সদস্য নয়?
উ: উত্তর কোরিয়া।

More_GK:

০১. বর্তমান বিশ্বের সেরা ধনী - অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস।
০২.২০১৮ সালের product of the year ঘোষনা করা হয়- ওষুধ শিল্পকে।
০৩. বাংলাদেশে 4G চালু হয়- ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
০৪. "পতাকা ৭১" ভাস্কর্যটির ভাস্কর - রুপম রায় (মুন্সিগঞ্জে)
০৫. দারিদ্র্যের হার সবচেয়ে কম- নারায়ণগঞ্জ জেলায়।
০৬. দেশের ২য় পারমানবিক বিদুৎ কেন্দ্র হবে- হিজলা, বরিশাল।
০৭. গ্যাস অনুসন্ধানে বাংলাদেশকে ভাগ করা হয়েছে- ২৩ ব্লকে।
০৮. ট্রারিফ কমিশন - বানিজ্য মন্ত্রণালয়ের অধীন।
০৯. বাংলাদেশ সবচেয়ে বেশি ঋন পায়- IDA থেকে।
১০. দারিদ্র্যের হার সবচেয়ে বেশি- কুড়িগ্রাম জেলায়।

১১. মাহাথির মোহাম্মদের বর্তমান দলের নাম- পাকাতান হারাপান।
১২. ২০১৮ সালে নোবেল পুরষ্কার স্থগিত যে বিষয়ে - সাহিত্য।
১৩. ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এর বৈঠক হয় - ক্যাপেলা রিসোর্ট, সেন্টোসা দ্বীপ, সিঙ্গাপুর।
১৪. ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয়- হেলসিংকি, ফিনল্যান্ড।
১৫. কমনওয়েলথের বর্তমান সদস্য - ৫৩ টি (সর্বশেষ গাম্বিয়া)
১৬- মাইকেল ওন্দাৎজে যে বইটির জন্য ম্যান বুকার পুরষ্কার পান- 'দ্য ইংলিশ পেশেন্ট "
১৭. টি টোয়েন্টি নারী বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হয়- ওয়েস্ট ইন্ডিজে।
১৮. সপ্তাহ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- অস্ট্রেলিয়া (২০২০ সালে)
১৯. বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর "ম্যান অফ দ্যা ফাইনাল "- অ্যান্তনি গ্রিজম্যান
২০. আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশের পক্ষে ১ম হ্যাট্রিক করেন- ফাহিমা খাতুন।

২১. বাংলাদেশ- ভারত মৈত্রী ভবন অবস্থিত - রাজশাহীতে।
২২. পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান অংশ- ....
২৩. পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন পদ্ধতির উদ্ভাবক- তৌহিদুল ইসলাম।
২৪. দেশকে মাদকমুক্ত ঘোষণা করা হবে- ২০৪১ সালের মধ্যে।

২৫. নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস- "দ্য টু আওয়ার জব ডটকম"।
২৬. অর্থনৈতিক সমীক্ষা ২০১৯অনুযায়ী দেশের বর্তমান মাথাপিছু আয়- ১৯০৯মা. ডলার।
২৭. সম্প্রতি ২১ শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য যে দেশ বিল পাস করেছে- অস্ট্রেলিয়া।
২৮. সংবিধানের ১৭তম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে- ২৫ বছর।
২৯. রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র - A pair of Sandal.
৩০. বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা - ৫৮ টি ( রাষ্ট্রীয় ৯টি)।

৩১. দেশের ফুলের রাজধানী বলা হয়- যশোরের গদখালীকে।
৩২. বর্তমানে দেশে মোট উৎপাদনরত গ্যাসক্ষেত্র- ২৭ টি।
৩৩. বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম- ৩০৫৩ দিন।
৩৪. দেশে বর্তমানে নদী বন্দর- ৩২ টি।
৩৫. বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে e-passport যুগে যাত্রা শুরু করে- ১১৯ তম।
৩৬. মাদক বিরোধী অভিযানের নাম ছিল- চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।
৩৭. বর্তমানে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক - ১৯ টি পণ্যে।
৩৮. বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
৩৯. ইমরান খানের রাজনৈতিক দলের নাম- তেহরিক-ই-ইনসাফ।
৪০. অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - স্কট মরিসন।

৪১. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে
র নতুন মহাসচিব - কুমি নাইডো।
৪২. আফ্রিকান দেশগুলোতে বেলুনের সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে দেয়ার প্রকল্পের নাম- " প্রজেক্ট লুন"।
৪৩. MNP (Mobile Number Portability) সর্বপ্রথম চালু হয় যে দেশে- সিঙ্গাপুর।
৪৪. OPEC এর বর্তমান সদস্য দেশ- ১৫ টি।
৪৫. কফি আনানের আত্মজীবনী - " Interventions: A life in war & Peace "।
৪৬. "মিন্দানাও দ্বীপ" অবস্থিত -ফিলিপাইনে।
৪৭. বিশ্বের ১ম দল হিসেবে ১ হাজার টেস্টের মাইলফলক স্পর্শ করে -ইংল্যান্ড।
৪৮. বর্তমান কমনওয়েলথ মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
৪৯. বাংলাদেশের ৮ম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে - সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
৫০. "Starry Sky-2" নামক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে - চীন।

৫১. "Parker Solar Probe " হচ্ছে - সূর্য অভিযানে নাসার প্রেরিত নভোযান।
৫২. ঐতিহাসিক "রোজ গার্ডেন " অবস্থিত - টিকাটুলি, ঢাকা।
৫৩. দেশের মোট গ্যাসক্ষেত্র - ২৭ টি (উৎপাদনরত- ১৯ টি)
৫৪. "রাজাধিরাজ রাজ্জাক" প্রামাণ্যচিত্রের নির্মাতা - শাইখ সিরাজ।
৫৫. উইজডন বর্ষসেরা তরুণ ক্রিকেটার ২০১৮ - কাগিসো রাবাদা (দঃ আফ্রিকা).।
৫৬. বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট -জাপান ও সিঙ্গাপুরের ( ১৮৯ টি দেশে বিনা ভিসায় ভ্রমন করতে পারেন)।
৫৭. নরওয়ের বিশ্ববিখ্যাত জরিপকারী জাহাজ - ফ্রিডজফ ন্যানসেন।
৫৮. পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক - ১৯ টি পণ্যে।

৫৯. বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে "সড়ক পরিবহন আইন ২০১৮" অনুযায়ী সাজা - সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ জরিমানা বা উভয় দন্ড।
৬০. আওয়ামী মুসলিম লীগ (বর্তমান আওয়ামী লীগ) গঠিত হয় যেখানে- রোজ গার্ডেন, টিকাটুলি, ঢাকা (২৩ জুন, ১৯৪৯)।

৬১. পাকিস্তানের পার্লামেন্ট ভবনের নাম - মজলিস-ই- শূরা।
৬২. পাকিস্তানের ইতিহাসে ১ম অমুসলিম সংসদ সদস্য - মহেশ কুমার মালানি (পিপলস পার্টির)।
৬৩. সম্প্রতি "মহাকাশ বাহিনী " গঠনের সিদ্ধান্ত নিয়েছে - USA.
৬৪. বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের পাবলিক কোম্পানি - "Apple Incorporated ".
৬৫. সপ্তম আইসিসি T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - অস্ট্রেলিয়ায়।
৬৬. সম্প্রতি উদ্বোধনকৃত বাংলাদেশ বিমানের বোয়িং ড্রিমলাইনার উড়ো জাহাজটির নাম-- আকাশবীণা।
৬৭. জাতিসংঘ মানব উন্নয়ন সূচক-২০১৮ তে বাংলাদেশের অবস্থান-- ১৩৬ তম। (শীর্ষে নরওয়ে)
৬৮. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-- ৮ সেপ্টেম্বর।
৬৯. বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার -- ১.১০% ভাগ।
৭০. বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে-- মিয়ানমারে।

৭১. ন্যাটোর বর্তমান সদস্য -- ২৯ টি (সর্বশেষ মন্টিনিগ্রো)
৭২. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম-- Summit, USA এর।
৭৩. বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা -- ৩২২ জন।
৭৪. "তুম্রু" সীমান্তবর্তী অঞ্চলটি -- বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে।


SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "৪১তম BCS প্রস্তুতি: ১৫০+ সাম্প্রতিক তথ্য"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All