PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

সাম্প্রতিক সাধারণ জ্ঞান - ডিসেম্বর ২০১৯ (PDF সহ)


সাম্প্রতিক সাধারণ জ্ঞান - ডিসেম্বর ২০১৯ (PDF সহ)


👉👉বাংলাদেশ👈👈
প্রশ্ন : ঘূর্ণিঝড় বুলবুল' (Bulbul) বাংলাদেশে আঘাত হানে কবে?
উত্তর :৯ নভেম্বর ২০১৯।
প্রশ্ন : ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর নামকরণ করে কোন দেশ? উত্তর : পাকিস্তান।
প্রশ্ন : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যসংখ্যা কত?
উত্তর : সভাপতিসহ মােট ১১ জন।
প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হতে যাওয়া নতুন দুটি ড্রিমলাইনারের নাম কী?
উত্তর : সােনার তরী ও অচিন পাখি।
প্রশ্ন : জাতীয় সংসদে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৯ পাস হয় কবে?
উত্তর :১২ নভেম্বর ২০১৯।
প্রশ্ন : বাংলাদেশ প্রতিযােগিতা কমিশনের বর্তমান চেয়ারপার্সন কে?
উত্তর : মাে, মফিজুল ইসলাম।
প্রশ্ন : পাট থেকে ঢেউটিনের আবিষ্কারক কে?
উত্তর : ড. মােবারক আহমেদ খান। পাট (Jute) দিয়ে তৈরি বলে এ টিনের নাম জুটিন (Jutin)।
প্রশ্ন : বুড়িগঙ্গা '৭১' প্রামাণ্যচিত্রটির পরিচালক কে?
উত্তর : এনায়েত করিম বাবুল।
প্রশ্ন : বারি ফিরিঙ্গি-১' মসলার উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তর : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)।
প্রশ্ন : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উচ্চফলনশীল পুদিনা জাতের নাম কী?
উত্তর ; বারি পুদিনা-১ এবং বারি পুদিনা-২।
প্রশ্ন : বাংলাদেশে উদ্ভাবিত পাতা পেঁয়াজের নাম কী?
উত্তর : বারি পাতা পেঁয়াজ-১।
প্রশ্ন : পেঁয়াজের ভাণ্ডার' বলে খ্যাত কোন স্থান?
উত্তর : পাবনার সাঁথিয়া উপজেলা।
প্রশ্ন : বাংলাদেশের বাইরে কতটি দেশে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচারিত হচ্ছে?
উত্তর :১৪টি। সূত্র : তথ্যমন্ত্রী, ১১ নভেম্বর ২০১৯ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে।
প্রশ্ন : খাসিয়াদের ভাষায় তাদের বর্ষ বিদায়ের নাম কী? উত্তর : খাসি সেঙ কুটস্যাম।
প্রশ্ন : তঞ্চঙ্গ্যাদের নবান্ন উৎসবের নাম কী?
উত্তর :নয়াভাত খানা।
প্রশ্ন :২০ নভেম্বর ২০১৯ নেদারল্যান্ডসের নাইটহুড খেতাবে ভূষিত হন কে?
উত্তর : ফজলে হাসান আবেদ।
প্রশ্ন : ঢাকা স্টক এক্সচেঞ্জের (DSE)-এর বর্তমান কার্যালয় ঢাকার কোথায় অবস্থিত?
উত্তর : নিকুঞ্জ।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ও শেষ চাকরি করেন কোথায়?
উত্তর : বিমা খাতে। তিনি চিফ এজেন্ট হিসেবে আলফা ইস্যুরেন্স কোম্পানিতে চাকরি করেছেন; যােগ দেন ১ মার্চ ১৯৬০।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রােগ্রামার কে?
উত্তর : মাে. হানিফ উদ্দিন মিয়া, তার জন্ম ১ নভেম্বর ১৯২৯ নাটোরের সিংড়ার হলহলিয়া গ্রামে। ১১ মার্চ ২০০৭ তিনি মৃত্যুবরণ করেন।
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট ভ্রমণ করেন কবে?
উত্তর : ৫-৮ নভেম্বর ১৯১৯। রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট ভ্রমণকালে এর নামকরণ করেন শ্রী ভূমি'। আর সিলেটকে নিয়ে রচনা করেন মমতাহীন কালস্রোতে নামের একটি কবিতা।

👉👉আন্তর্জাতিক 👈👈
প্রশ্ন : বেলজিয়ামের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর : সােফি উইলমস (Sophie Wilmes)।
প্রশ্ন :ভারতের ৪৭তম ও বর্তমান প্রধান বিচারপতির নাম কি?
উত্তর : শারদ অরবিন্দ বােবদে।
প্রশ্ন : পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন নৌ জোটের নাম কী?
উত্তর : International Maritime Security Construct (IMSC) I
প্রশ্ন : ৭ নভেম্বর ২০১৯ মার্কিন নেতৃত্বাধীন নৌ জোট পারস্য উপসাগরীয় অঞ্চলে কী নামে অভিযান কার্যক্রম শুরু করে?
উত্তর :Opeation Sentinel
প্রশ্ন : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯ কার্যকর হয় কবে?
উত্তর :৩১ অক্টোবর ২০১৯।
প্রশ্ন : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯ অনুসারে জম্মু ও কাশ্মীর কতটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়?
প্রশ্ন :১১তম BRICS সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর :১৩-১৪ নভেম্বর ২০১৯।
প্রশ্ন :১১তম BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়।
উত্তর :ব্রাসিলিয়া, ব্রাজিল।
প্রশ্ন :২০২০ সালে ১২তম BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া।
প্রশ্ন : ২০২০ সালে ৩৬তম আসিয়ান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ভিয়েতনাম।
প্রশ্ন : বুগেনভিলের রাজধানীর নাম কী? উত্তর : বুক (Buka)।
প্রশ্ন : পাতা পেঁয়াজের উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : সাইবেরিয়া ও চীনে।
প্রশ্ন : সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমান্ত অঞ্চলের দৈঘ্য কত?
উত্তর :১২০ কিলােমিটার।
প্রশ্ন : মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে আর্মেনীয় গণহত্যার স্বীকৃতি দিয়ে বিল পাস হয় কবে।
উত্তর : ২৯ অক্টোবর ২০১৯।

👉👉ক্রীড়াঙ্গন👈👈
প্রশ্ন : জাতীয় ক্রিকেট লিগ (NCL) ২০১৯-২০ এ চ্যাম্পিয়ন কোন বিভাগ?
উত্তর: খুলনা বিভাগ।
প্রশ্ন : তৃতীয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ
ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দল?
উত্তর : তেরেঙ্গানু এফসি (মালয়েশিয়া)।

Pdf Download link

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.