PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

BCS Review 20th to 30th BCS Bangla Language -Pdf সহ


২০ তম বিসিএস
→ ‘বিষাদ-সিন্ধু’ যার রচনা- মীর মশাররফ হােসেন।
– কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ- ব্যথার দান।
→ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- আগুনের পরশমণি
→ ‘শেষ লেখা একটি- কাব্যগ্রন্থ।
→ বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ এখানে টাপুর টুপুর' যে ধরনের শব্দ- ধ্বন্যাত্মক শব্দ।
→ শামসুর রাহমানের রচনা- নিরালােকে দিব্যরথ
→ কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ- রাঙা জবা
→ একুশে ফেব্রুয়ারী প্রথম সংকলনের সম্পাদক- হাসান হাফিজুর রহমান।
→ 'সংশপ্তক' যার রচনা- শহীদুল্লা কায়সার।
→ নদী ও নারী' যার রচনা- হুমায়ুন কবির।
→ ‘আত্মঘাতী বাঙালী' যার রচিত গ্রন্থ- নীরদচন্দ্র চৌধুরী।
→ ‘সংস্কৃতির ভাঙা সেতু' গ্রন্থ রচনা করেছেন-
আখতারুজ্জামান ইলিয়াস।

২১তম বিসিএস
→ বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত যার রচনা- মুহম্মদ শহীদুল্লাহ।
→ ‘প্রভাবতী সম্ভাষণ' যার রচনা- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
→ ‘চতুর্দশপদী কবিতাবলী’ যার রচনা- মাইকেল মধুসূদন দত্ত।
→ কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ- বিষের বাঁশী।
→ কবর’ নাটক এর রচয়িতা- মুনীর চৌধুরী।
→ ব্রজবুলি' বলতে বুঝায়- একরকম কৃত্রিম কবিভাষা।
→ সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ বলেছেন- চণ্ডীদাস।
→ রবীন্দ্রনাথের রচনা- চতুরঙ্গ কয়েকটি কবিতা একটি - কাব্যগ্রন্থ।
→ সাজাহান একটি নাটক ‘আবােল-তাবােল’ যার লেখা- সুকুমার রায়।

২২তম বিসিএস
- বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযােগ্য গ্রন্থ- দীনেশ চন্দ্র সেন।
→ ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ রচনা করেন- সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
→ ‘পদাবলী'র প্রথম কবি কে- চণ্ডীদাস।
→ দোভাষী পুঁথি বলতে বুঝায়- কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি।
→ সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ ঠাকুরের - কাব্য সংকলন।
→ রক্তকরবী রবীন্দ্রনাথের -নাট্যগ্রন্থ।
→ যে কবিতা রচনার কারণে নজরুল ইসলামের
কারাদণ্ড হয়েছিল- আনন্দময়ীর আগমনে।
↪ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি- বাউণ্ডুলের আত্মকাহিনী।
→ 'সওগাত' পত্রিকার সম্পাদক ছিলেন মােহাম্মদ নাসিরউদ্দিন।
→ পথের দাবী' উপন্যাসের রচয়িতা- শরশ্চন্দ্র চট্টোপাধ্যায়।
→ ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটির কবি ফররুখ আহমদ।
→ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) রচনা করেন- মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান।
→ পথের দাবী -একটি উপন্যাস।
→ হযরত মুহম্মদ (স)-এর জীবনীগ্রন্থ- মরু ভাস্কর।
→ বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান'-এর সম্পাদক আহমদ শরীফ।
→ পদাবলী লিখেছেন- রবীন্দ্রনাথ ঠাকুর।
→ পদ বা পদাবলী বলতে বুঝায় বৌদ্ধ ববৈষ্ণবীয় ধর্মের গৃঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি।

২৩তম বিসিএস

→ চাঁদ সওদাগর' বাংলা কোন কাব্যধারার
চরিত্র- মনসামঙ্গল ।
→ ‘ইউসুফ-জোলেখা' প্রণয়কাব্য অনুবাদ করেছেন- শাহ মুহম্মদ সগীর।
→ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস' যে নাটকের গদ্য অনুবাদ- কমেডি অব এররস।
→ কখনাে উপন্যাস লেখেননি- সুধীন্দ্রনাথ দত্ত।
→ দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা- আখতারুজ্জামান ইলিয়াস।
→ রােহিনী-বিনােদিনী-কিরণময়ী যে গ্রন্থগুচ্ছের চরিত্র- কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন ↪‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে' -এ প্রার্থনাটি করেছে- ঈশ্বরী পাটনী।
→ প্রথম বাংলা থিসরস’ (সমার্থক শব্দ) অভিধান
সংকলন করেছেন- মুহম্মদ হাবিবুর রহমান।
২৪তম বিসিএস (বাতিলকৃত)
→ ভানু সিংহ’ যার ছদ্মনাম- রবীন্দ্রনাথ ঠাকুরের
→ এয়াকুব আলী চৌধুরী প্রণীত গ্রন্থ-মানব-মুকুট।
→ সাম্য’ গ্রন্থের রচয়িতা- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
→ সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম- সমকাল।
→ ফণিমনসা' কাব্যের রচয়িতা- কাজী নজরুল ইসলাম।।
→ বীরবলের হালখাতা' গ্রন্থটি যে ধরনের রচনা- প্রবন্ধ।
- বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন- মুহম্মদ শহীদুল্লাহ।
→ সনেটের অংশ- দুটি।
→ “কাটাকুঞ্জে বসি তুই গাথিবি মালিকা দিয়া গেনু ভালে তাের বেদনার টীকা”—এই উদ্ধৃতাংশটি
যে কবির রচনা- কাজী নজরুল ইসলাম।
→ যে সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে-
উত্তরাধুনিকতাবাদ।।
→ কাশবনের কন্যা' গ্রন্থটির লেখক- শামসুদ্দীন আবুল কালাম।
→ শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির রচয়িতা- কাজী আবদুল ওদুদ
→ ঢাকার মুসলিম সাহিত্য সমাজ' এর প্রতিষ্ঠা এ কোন খ্রিষ্টাব্দে- ১৯২৬।
→ সঞ্চিতা' কাজী নজরুল ইসলামরে কাব্য সংকলন।

২৪তম বিসিএস
→ বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত রচনা করেন- ড. মুহম্মদ শহীদুল্লাহ।
→ শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস।
→ কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু যে ধরনের রচনা- পত্রিকা।
↪ জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ- রাখালী
→ রাইফেল রােটি আওরাত' উপন্যাসের
রচয়িতা- আনােয়ার পাশা।
→ কাজী নজরুল ইসলামের উপন্যাস- মৃত্যুক্ষুধা।
→ মা যে জননী কান্দে যে ধরনের রচনা- কাব্য।
→ বহ্নিপীর একটি -নাটক।
→ শরৎচন্দ্রের যে উপন্যাসটি সরকার কর্তৃক
বাজেয়াপ্ত হয়েছিল- পথের দাবী।
→ যে গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী- ভবিষ্যতের বাঙালী।

→ ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে,
উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে বলেছেন- প্রমথ চৌধুরী।

২৫তম বিসিএস
→ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ যে
রচনা করেন- দীনেশচন্দ্র সেন।
↪ বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
→ যে কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের 'অগ্নি-বীণা' কাব্য নিষিদ্ধ হয়- রক্তাম্বরধারিণী মা।
↪ 'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছােটগল্পের
নায়িকা- সমাপ্তি।
— উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা- রশীদ করিম
↪ কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা- উপন্যাস
— 'মনীষা মঞ্জুষা' মুহম্মদ এনামুল হকের রচনা।
→ বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত।
→ জসীমউদ্দীনের 'কবর' কবিতা যে পত্রিকায়
প্রথম প্রকাশিত হয়- কল্লোল।
→ ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের যে কাব্যের কবিতা- বলাকা।
-অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো – অন্ত্যমিল নেই।

২৬তম বিসিএস
- Ballad হলে-গীতিকা
↪ 'শাহ্ম ' মৌলিক গ্রন্থটির রচয়িতা- ফেরদৌসী ।
→ ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম- বাংলা সাহিত্যের কথা।
→ সাজাহান' নাটকের প্রথম রচয়িতা- দ্বিজেন্দ্রলাল রায়।।
→ 'রপ লাগি আঁখি ঝুরে গুনে মন ভাের' যার রচনা- জ্ঞানদাস।
→ নেমেসিস' নাটকে নূরুল মােমেন যে বিষয়কে তুলে ধরেছেন- দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
→ ভারতচন্দ্র রায় গুণাকর যে রাজসভার কবি ছিলেন- কৃষ্ণনগর রাজসভা।
- 'মহুয়া' পালাটির রচয়িতা - দ্বিজ কানাই।
→ ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খােলা হয়- ১৮০১ সালে।
↪ সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন- ব্রাসি হ্যালহেড।
↪'তত্ত্ববােধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন -অক্ষয়কুমার দত্ত।।
কমলে কামিনী' দীনবন্ধু মিত্রের রচনা।
→ বৃত্রসংহার' গ্রন্থটি মহাকাব্য।
→ বত্রিশ সিংহাসন যার রচনা- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
↪'ঠকচাচা' চরিত্রটি যে উপন্যাসের আলালের ঘরের দুলাল।
→ তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে 'অপসমালা' যে রচনা করেন- গিরিশচন্দ্র সেন।
→ উদাসীন পথিকের মনের কথা যে জাতীয়
রচনা- আত্মজৈবনিক উপন্যাস।
→ মুনতাসীর ফ্যান্টাসী' সেলিম আল দীনের নাটক।
→ ‘দারিদ্র' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত- সিন্ধু-হিন্দোল।
→ নেমেসিস' কোন জাতীয় রচনা- নাটক।
→ “তােমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’
রবীন্দ্রনাথের যে কাব্যের কবিতা- শেষলেখা

- অয়ন যে উপন্যাসের চরিত্র-সূর্যশীঘল বাড়ী।
- 'পাখি সব করে রব রাতি পােহাইল'- ফকির রচয়িতা- মদনমােহন তর্কালঙ্কার।
→ বনফুল' কার হয়নাম- বলাইচাঁদ মুখােপাধ্যায়
– কাজী নজরুল ইসলামের উপন্যাস- মৃত্যুক্ষুধা।
→ ভানুসিংহ ঠাকুরের পদাবলী'-এর বচয়িতা- বুধীন্দ্রনাথ ঠাকুর।
– কাজী নজরুল ইসলাম যে কবিতা রচনার জন্য
কারাবরণ করেন- আনন্দময়ীর আগমনে।

২৭তম বিসিএস
• কন্যা কুমারী একটি - উপন্যাস।
→ লৌকিক কাহিনির প্রথম রচয়িতা- দৌলত কাজী।
– সাপ্তাহিক সুধাকর'-এর সম্পাদক শেখ আব্দুর রহিম।
→ মাসিক মােহাম্মদী কোন সালে প্রকাশিত হয়- ১৯২৭
→ কল্লোল' পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়।
→ 'ক্রান্তি' ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা।
→ শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছােটখাট বর্গির উদ্বু বলিলেই হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি' গল্পের সংলাপ।
→ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ- বঙ্গভাষা ও সাহিত্য কত খ্রিষ্টাব্দে শরৎচন্দ্র  চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ; জগত্তারিণী' পদক লাভ করেন ১৯২৩ সালে।
- বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় যে ;
নাট্যকারের হাতে রামনারায়ণ তর্করত্ন।
→ ‘পাখী সব করে রব রাতি পােহাইল' পঙক্তির : রচয়িতা- মদনমােহন তর্কালংকার।
↪  ‘আমি কিংবদন্তীর কথা বলছি'-এর রচয়িতা :
- আবু জাফর ওবায়দুল্লাহ।
→ জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য
করতে পারতেন না- প্রমথ চৌধুরী।

২৮তম বিসিএস
→ চর্যাপদ আবিষ্কৃত হয়- নেপালের রাজগ্রন্থশালা থেকে।
→ মলযুগের সর্বশেষ কবির নমি- ভারতচন্দ্র রায়গুণাকর।
বিদ্যাপতি ছিলেন- মিথিলার।
→ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বড়ায়ি যে ধরনের চরিত্র- রাধাকৃষ্ণের প্রেমের দূর্তী।
→ লােকসাহিত্য বলতে বুঝায়- লােকের মুখে মুখে প্রচলিত কাহিনি, ছড়া, গান ইত্যাদিকে ।
→ বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয়- উনিশ শতকে।
→ বাংলা ভাষার প্রথম সাময়িকপত্ৰ-দিগদর্শন।
→ ইয়ংবেঙ্গল - ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক।
→ দীনবন্ধু মিত্রের প্রহসন - বিয়ে পাগলা বুড়ো
→ মীর মশাররফ হােসেনের নাটক- বেহুলা গীতাভিনয় কলকাতায় প্রথম বঙ্গমঞ্চ তৈরি হয়- ১৭৫৩ সালে।
↪ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের
নাম- মীর মশাররফ হােসেন।
→ রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প - ক্ষুধিত পাষাণ।
→ নজরুল ইসলামের সম্পাদিত সাহিত্য পত্রিকা- ধূমকেতু।
→ জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ - কবিতার কথা
→ 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা- ফররুখ আহমদ।
→ বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস-
আরেক ফাল্গুন।
→ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- জাহান্নাম হতে বিদায়।।
→ শওকত ওসমান যে উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন- ক্রীতদাসের হাসি।

২৯তম বিসিএস
→ বাংলা সাহিত্যের আদি কবি -লুইপা।।
→ ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম - সাত সাগরের মাঝি।
→ প্রাচীনতম বাঙ্গালি মুসলমান কবি-শাহ মুহম্মদ সগীর।
→ চাচা কাহিনী’র লেখক সৈয়দ মুজতবা আলী।
→ মুসলমান নারী জাগরণের কবি শামসুন্নাহার।
→ শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা -বড়ু চণ্ডীদাস।
→ বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ - কৃপার শাস্ত্রের অর্থভেদ।
→ অনল-প্রবাহ' রচনা করেন- সৈয়দ ইসমাইল হােসেন সিরাজী।
→ 'অগ্নি-বীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়ােল্লাস।।
→ বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে যে পত্রিকার অবদান বেশি- সবুজপত্র।।
→ একাত্তরের চিঠি’- যে জাতীয় রচনা-
মুক্তিযােদ্ধাদের পত্র সংকলন।
→ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়- ১৯৫৫ খ্রিষ্টাব্দে।
→ সনেট কবিতার প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত।
৩০তম বিসিএস
→ বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ
আবিষ্কৃত হয় কত সালে- ১৯০৭ সালে।
→ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম- অনিলাদেবী।
→ ‘আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক- প্যারীচাদ মিত্র।
→ যে কবি নিজেকে বাঙালি বলে পরিচয়
দিয়েছেন- ভুসুকু পা।
→ “সকালে উঠিয়া আমি মনে মনে বলি ।
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি” - এই।
চরণদ্বয়ের লেখক- মদনমােহন তর্কালঙ্কার।
→ ঠাকুরমার ঝুলি যে জাতীয় রচনার
সংকলন- রূপকথা।
→ কাঠালপাড়ায় জন্মগ্রহণ করেন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
→ মীর মশাররফ হােসেনের জন্ম-মৃত্যু সাল-
১৮৪৭-১৯১১
→ রবীন্দ্রনাথের ‘সােনার তরী' কবিতা যে ছন্দে রচিত- মাত্রাবৃত্ত।
→ ‘পাড়াতলী গ্রামে জন্মগ্রহণ করেন- শামসুর রাহমান।
→ ‘পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য


Download Pdf

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!