ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

সাম্প্রতিক বাংলাদেশ - মার্চ-এপ্রিল ২০১৯





 সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ),মার্চ-এপ্রিল ২০১৯

১.প্রশ্ন : বর্তমানে মন্ত্রীসভায় রেলমন্ত্রী কে?

উত্তর : মুহাম্মাদ নূরুল ইসলাম (সুজন)।

২.প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (DUCSU) সভাপতি কে?

উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়।

৩.প্রশ্ন : নিউমোনিয়া ঝুঁকিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান?

উত্তর : পঞ্চম।

৪. প্রশ্ন : গম আমদানীতে বিশ্বে বাংলাদেশের অবস্থান?

উত্তর : পঞ্চম।

 ৫.প্রশ্ন : ছাগলের দুধ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম?

উত্তর : দ্বিতীয়।

৬. প্রশ্ন : গবাদিপশু উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম?

উত্তর : ১২তম।

৭.প্রশ্ন : পঞ্চম কৃষি শুমারী কখন শুরু হবে?

উত্তর : ২০১৯ সালের এপ্রিল মাসে।

৮.প্রশ্ন : বিশ্বে মৌসুমী ফল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?   উত্তর : দশম।

৯.প্রশ্ন : বিশ্বে পেয়ারা উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর : অষ্টম।

১০.প্রশ্ন : বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি?  উত্তর : ১৬৬টি।

১১.প্রশ্ন : বর্তমানে বাংলাদেশ পুলিশ বিভাগে মোট জনবল কত?

উত্তর : ২ লাখ ১১ হাজার।

১২.প্রশ্ন : ২০১৮ সাল শেষে প্রাথমিক হিসাব অনুযায়ী দেশে দারিদ্রে্যর হার কত?  উত্তর :২১.৮% ।

১৩.প্রশ্ন: ২০১৮ সাল শেষে প্রাথমিক হিসাব অনুযায়ী দেশে অতি দারিদ্রে্যর হার কত?  উত্তর :১১.৩%।

১৪.প্রশ্ন: বিশ্বে কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর : দ্বিতীয়।

১৫. প্রশ্ন : বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর : সপ্তম।

১৬.প্রশ্ন : বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর : ৪১ তম।

১৭.প্রশ্ন : ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের জনগণের মাথাপিছু বিদেশী ঋণের পরিমান কত?  উত্তর : ২০৪.৮৫ মার্কিন ডলার ।

১৮. প্রশ্ন: দেশে নকল বা অবৈধ মোবাইল ফোন শনাক্ত করতে কি চালু করা হয়?

উত্তর: IMEI (International Mobile Equipment Identity) ডাটাবেজ চালু করা হয়।

১৯. প্রশ্ন: একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহবান করেন কে?  উত্তর: রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ।

২০. প্রশ্ন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত কত জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেন?  উত্তর: ২৮৯ জন।

২১. প্রশ্ন: কাযী পেয়ারার উদ্ভাবক কে?

উত্তর: ড. কাযী এম. বদরুদ্দোজা ।

২২. ‘রঙিন বুট্টা‘র জাত উদ্ভাবনের ঘোষণা দেন কে?

উত্তর: বিজ্ঞানী ও বিজ্ঞান বিষয়ক লেখক ড. আবেদ চৌধুরী।

২৩.প্রশ্ন: দর্শকদের জন্য সম্প্রতি উন্মুক্ত করা হয় কোন জাদুঘর?

উত্তর: এশিয়াটিক সোসাইটির ‘ঐতিহ্য’ জাদুঘর।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "সাম্প্রতিক বাংলাদেশ - মার্চ-এপ্রিল ২০১৯ "

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All