মহিলাবিষয়ক অধিদপ্তরাধীন “কিশোর-কিশোরী ক্লাব স্থাপন” শীর্ষক প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মহিলাবিষয়ক অধিদপ্তর ১২৮টি পদে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। সকল জেলার আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নামফিল্ড সুপারভাইজার।পদসংখ্যাসর্বমোট ১২৮ জনকে নিয়োগ দেওয়া হবে।শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।বেতন স্কেলবেতন ১৫,৬৫০ টাকাআবেদনের নিয়মআগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://erecruitment.bcc.gov.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।আবেদনের সময়সীমাঅনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ১৫ জুলাই, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ হবে ০৬ আগস্ট, ২০১৯ বিকেল ৫টা।সূত্র : প্রথমআলো, ১৬ জুলাই, ২০১৯