চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য ২০, ২১ বা ২২ জুলাই তারিখ নির্ধারণ করতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তশিক্ষা বোর্ড।
আন্তশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক ইউএনবিকে বলেন, ‘আগামী ২০, ২১ বা ২২ জুলাই এইচএসসির ফল প্রকাশের জন্য সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি।’
এখন তারিখ নির্ধারণের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন চাওয়া হবে। প্রধানমন্ত্রী যে দিন সময় দিবেন সে দিনই ফল প্রকাশ করা হবে, যোগ করেন তিনি।গত ১ এপ্রিল সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৯ হাজার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৮ হাজার ৪৫১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ২৪ হাজার ২৬৪ জন পরীক্ষার্থী ছিল। ২৭৫ জন পরীক্ষার্থী বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।পরীক্ষার্থীদের মধ্যে মোট ছয় লাখ ৬৪ হাজার ৪৯৬ জন ছাত্র আর ছয় লাখ ৮৭ হাজার নয়জন ছাত্রী।