জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তিনটি পদে মোট ২১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম
সার্ভেয়ার (প্রকৌশল), ঊর্ধ্বতন হিসাব কর্মকর্তা, হিসাব করণিকপদসংখ্যাসার্ভেয়ার (প্রকৌশল) পদে ১৩৭ জন,ঊর্ধ্বতন হিসাব কর্মকর্তা পদে ৩০ এবংহিসাব করণিক পদে ৪৬ জন।শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাযেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে স্নাতক পাসসহ মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সঙ্গে কম্পিউটার ও মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩০ এপ্রিল, ২০১৯ পর্যন্ত অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।বেতন-ভাতাজাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ীসার্ভেয়ার (প্রকৌশল) পদে বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা,ঊর্ধ্বতন হিসাব কর্মকর্তা পদে বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা এবংহিসাব করণিক পদে বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।আবেদন পদ্ধতিপ্রার্থীদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট (rms.bwdb.gov.bd/orms) । আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিতেআবেদনের শেষ তারিখআবেদনের শেষ তারিখ ১১ জুলাই, ২০১৯।সূত্র : ইত্তেফাক, ১৩ জুন, ২০১৯।