১। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য লিখ।
উত্তর : ১
২। ১ ডজন = কতটি?
উত্তর : ১২টি
৩। ১ হালি = কতটি?
উত্তর : ৪টি
৪। এক ডজন কলমের দাম ৬০ টাকা হলে, এক জোড়া কলমের দাম কত?
উত্তর : ১০ টাকা
৫। ১ হালি ডিমের দাম ৩২ টাকা হলে, ৯টি ডিমের দাম কত?
উত্তর : ৭২ টাকা
৬। ১০টি কলমের দাম ৪০ টাকা হলে, এরূপ ১৫টি কলমের দাম কত?
উত্তর : ৬০ টাকা
৭। ১ ডজন কলার দাম ৩০ টাকা হলে, ৩ ডজন কলার দাম কত?
উত্তর : ৯০ টাকা
৮। ৩০ জন ছাত্র ১৫.৭৫ টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা হবে?
উত্তর : ৪৭২.৫ টাকা
৯। একটি কলমের দাম ৫ টাকা হলে, ৬৫ টাকায় কতটি কলম পাওয়া যাবে?
উত্তর : ১৩ টি
১০। কোন সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ৮ ও ৯ দ্বারা বিভাজ্য হবে?
উত্তর : ৭০
১১। ১ এর সাথে যোগ করলে যোগফল কত হবে?
উত্তর :
১২। দুইটি সংখ্যার গুণফল এবং একটি সংখ্যা দেয়া থাকলে, অপর সংখ্যা নির্ণয়ের সূত্র কী?
উত্তর : অপর সংখ্যা = দুইটি সংখ্যার গুণফল গু একটি সংখ্যা
১৩। তুহিন ১টি খাতা ১৬ টাকা দিয়ে ক্রয় করল। এক ডজন খাতা ক্রয় করতে কত টাকা লাগবে?
উত্তর : ১৯২ টাকা
১৪। ডজন কলা ২১ জন লোকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে?
উত্তর : ৫টি
১৫। প্রতিজনকে ১৪০ টাকা করে দিলে ১০৫০০ টাকা কতজনকে দেয়া যাবে?
উত্তর : ৭৫ জনকে
১৬। প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে কী বলে?
উত্তর : ঐকিক নিয়ম
১৭। ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হবে সে রাশিটি অঙ্ক সাজানোর সময় প্রথম লাইনের কোন দিকে রাখতে হবে?
উত্তর : ডানদিকে
১৮। দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে কত হবে?
উত্তর : ৯৯০০
১৯। একশ লিচুর দাম ৩০০ টাকা হলে, ৭৫টি লিচুর দাম কত?
উত্তর : ২২৫ টাকা
২০। এক ব্যক্তির দৈনিক আয় ৩৫০ টাকা, তার বার্ষিক আয় কত?
উত্তর : ১২৭৭৫০ টাকা
২১। এক ব্যক্তির ১ দিনের আয় ১২৫ টাকা হলে, তার সাপ্তাহিক আয় কত?
উত্তর : ৮৭৫ টাকা
২২। ঐকিক নিয়মে প্রথমে কয়টি জিনিসের দাম বের করতে হয়?
উত্তর : ১টি
২৩। ১ ডজন খাতার মূল্য অপেক্ষা ১ ডজন কলমের মূল্য ১২ টাকা বেশি। একটি খাতার মূল্য ১৫ টাকা হলে, একটি কলমের মূল্য কত?
উত্তর : ১৬ টাকা
২৪। ৬টি খাতার মূল্য ২৪ টাকা হলে ৩টি খাতার মূল্য বের করতে হলে প্রথমে কয়টি খাতার দাম বের করতে হবে?
উত্তর : ১টি
২৫। ৮টি কলার দাম ৩২ টাকা হলে, ১ হালি ২টি কলার দাম কত?
উত্তর : ২৪ টাকা
২৬। ১২ ডজন খাতার দাম ২৩০৪ টাকা। ১টি খাতার দাম কত?
উত্তর : ১৬ টাকা
২৭। মনিরের কাছে ৫৫ টাকা আছে। নয়নের কাছে মনিরের ১০ গুণ আছে। নয়নের কাছে কত টাকা আছে?
উত্তর : ৫৫০ টাকা
২৪। ৬টি খাতার মূল্য ২৪ টাকা হলে ৩টি খাতার মূল্য বের করতে হলে প্রথমে কয়টি খাতার দাম বের করতে হবে?
উত্তর : ১টি
২৫। ১ ডজন খাতার মূল্য অপেক্ষা ১ ডজন কলমের মূল্য ১২ টাকা বেশি। একটি খাতার মূল্য ১৫ টাকা হলে, একটি কলমের মূল্য কত?
উত্তর : ১৬ টাকা
২৬। ১২ ডজন খাতার দাম ২৩০৪ টাকা। ১টি খাতার দাম কত?
উত্তর : ১৬ টাকা
২৭। মনিরের কাছে ৫৫ টাকা আছে। নয়নের কাছে মনিরের ১০ গুণ আছে। নয়নের কাছে কত টাকা আছে?
>উত্তর : ৫৫০ টাকা
২৮। পুত্রের বয়সের ৫ গুণ ৮০ বছর হলে পুত্রের বয়স কত?
উত্তর : ১৬ বছর
২৯। তামিমার ৪৬২০৫১ টাকা আছে। নাসরিনের ৪০১২৬৫ টাকা আছে। কার বেশি টাকা আছে বের করতে হলে কী করতে হবে?
উত্তর : তামিমার টাকা থেকে নাসরিনের টাকা বিয়োগ করতে হবে
৩০। পুত্রের বয়স পিতার বয়সের অংশ, পিতার বয়স ২৪ বছর হলে, পুত্রের বয়স কত?
উত্তর : ৭ বছর
৩১। ১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দাম কত?
উত্তর : ৫০ টাকা
৩২। মীনা ও তার বন্ধুদের বয়সের সমষ্টি ৬০ বছর। তাদের বয়সের গড় ১২ বছর। মীনাসহ তার বন্ধুর সংখ্যা কতজন?
উত্তর : ৫ জন