ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

৬০৫ জনকে নিয়োগ দেবে বিআরটিসি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটসি)। পরিবহন সংস্থাটি ‘বাস/ট্র্যাক চালক’ হিসেবে নিয়োগ দেবে।  আগ্রহী সবাই আবেদন করতে পারেন।

পদের নাম


বাস/ট্র্যাক চালক

পদসংখ্যা

বাস/ট্র্যাক চালক পদে মোট ৬০৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কর্মক্ষেত্র কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২০ মার্চ, ২০১৯ অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বেতন

জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬) টাকা দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের দুই কপি ফটোকপি চারিত্রিক সনদপত্র, নাগরিক সনদপত্রসহ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি ডাকজোগে/সরাসরি পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়।

ঠিকানা : চেয়ারম্যান বিআরটিসি, পরিবহন ভবন, ২১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০।

আবেদনের সয়মসীমা

আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল, ২০১৯ পর্যন্ত।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২১ মার্চ, ২০১৯।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "৬০৫ জনকে নিয়োগ দেবে বিআরটিসি "

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All